মা আসছে 🙏❤️ ।। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার,,

আজ বৃহস্পতিবার। আর মাত্র একদিনের অপেক্ষা। অর্থাৎ কাল থেকে শুরু হয়ে যাবে হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। সত্যি বলতে প্রত্যেক সনাতন ধর্মালম্বীই প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এই দিনটার জন্য। প্রতি ঘরে সাজ সাজ একটা রব চলে। সবার নতুন জমা কাপড় তো রয়েছেই। তার সাথে চলে হরেক রকমের নাড়ু মোয়া বানানোর আয়োজন। এটা এক অন্য রকম ভালো লাগা। এটা এক অন্য রকম অনুভূতি।

IMG20231018210613.jpg

IMG20231018210441.jpg

IMG20231018210420.jpg

Location

আমাদের জেলার অন্যান্য এলাকার তুলনায় আমাদের এইদিকে পূজোর আমেজ টা বেশ ভালো ভাবেই বোঝা যায়। বিশেষ করে আমাদের পাড়ার কথা তো না বললেই নয়। ছোট একটা পাড়ার মধ্যে অনেক গুলো পূজো। ছয় টা দিন একদম জাকজমোক ভাবে সেজে ওঠে আমাদের পাড়া থেকে শুরু করে আশেপাশের চার পাঁচ পাড়া। করোনার প্রকোপে গত দুই বছর খুব একটা জাঁকজমক অনুষ্ঠান না হলেও এবার বেশ ভালো ভাবেই পূজোর আয়োজন চলছে। আর প্রতিটা পূজা মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

IMG20231018203551.jpg

IMG20231018214514.jpg

IMG20231018203258.jpg

IMG20231018214514.jpg

Location

বছর দশেক আগেও দিনরাত সবসময় পুজো মণ্ডপে গিয়ে বসে থাকতাম এই সময়গুলোতে। সাজসজ্জার আয়োজন দেখতে ভীষণ ভালো লাগে আমার ছোট বেলা থেকেই। প্রতিটা কারিগর কত নিখুঁতভাবে মন্ডপ থেকে শুরু করে প্রতিমা গুলো নিপুন দক্ষতায় সূক্ষ্ম কারুকাজ দিয়ে ফুটিয়ে তোলে। ইদানিং এদিকে খুব একটা সময় না দিলেও গতকাল রাতের দিকে পুরো পাড়াতে একবার হাঁটতে বেরিয়েছিলাম এক বন্ধুর সাথে। সেই সুবাদে বেশ কিছু পুজো মন্ডপের সাজ সজ্জার কাজ দেখার সৌভাগ্য হয়েছে। সবখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমা রং করছে, আবার কোথাও ডেকোরেটরের কাজ চলছে।

হয়তো আজ রাতের মাঝেই পুরোদমে তৈরি হয়ে যাবে প্রতিটি পূজো মন্ডপ। তারপর চলবে পূজো অর্চনা আর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পর্ব। এবারের পূজো সবার মাঝে অনাবিল আনন্দ বয়ে আনুক এটাই প্রার্থনা মা দূর্গার কাছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63788.86
ETH 2476.31
USDT 1.00
SBD 2.66