আমার রাত্রি বিলাস (শেষ দিন)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমষ্কার,,

রাত সেদিন সাড়ে বারোটা বাজে। বাইরে থেকে খাওয়া-দাওয়া করে, খানিকটা সময় হাটাহাটি করে রুমের দিকে হাঁটতে নিয়েছি সবে। এমন সময় গেস্টরুমের দিকে চোখটা পরল। হঠাৎ করেই বলছে সজীব খেলবে চলো একটু। টেবিল টেনিস খুব একটা ভালো খেলতে পারিনা। তাই প্রথমে স্বীকার হলাম না। রুমের দিকে চলে যেতে চাইলাম। এর মাঝেই দুটো ছোট ভাই এসে হাজির। ওরা নিজেরাও টেবিল টেনিস খেলার জন্য এসেছে। বলা যায় একরকম জোরাজুরি করে রুমের ভেতরে নিয়ে গেল।

IMG_20221224_005150.jpg
Location

টুপটাপ করে খেলতে শুরু করলাম। প্রথমের দিকে কিছুই পারছিলাম না। ১৫ থেকে ২০ মিনিট প্র্যাকটিস করার পর হাতটা বেশ ভালই সায় দিচ্ছিল মনে হল। তারপর চারজন মিলে গেম খেলা শুরু করলাম। আর তখনই শুরু হলো আসল মজা। আমরা যে খুব ভালো মানের খেলোয়ার এমনটা না। কোনরকমে কাজ চালিয়ে নেওয়ার মতো। হিহিহিহি। এক কথায় খেলাতে আনন্দটাই বড় কথা। অল্প সময়ের মধ্যেই জমে উঠলো পুরো ব্যাপারটা। একটা ঘন্টা সময়ে কিভাবে যে খেলার মাঝে হারিয়ে গেল বুঝতেই পারলাম না। একরকম হাপিয়ে উঠেছিলাম আমরা সবাই। ঠান্ডাতেও ঘেমে যাতা অবস্থা। তারপর বসে আড্ডা দেয়া শুরু করলাম গেস্ট রুমেই।

IMG_20221224_015805.jpg
Location

হঠাৎ করেই একজন বলে উঠলো ব্যাডমিন্টন খেলার কথা। ব্যাস যেই বলা সেই কাজ। রাত তখন প্রায় দুইটা বাজার মত অবস্থা। সিকিউরিটি গার্ডদের থেকে ব্যাডমিন্টন গুলো নিয়ে সোজা কোর্টে চলে গেলাম। আমি খেলতে চাইছিলাম না, কারণ খেলার যেহেতু অভ্যাস নেই অনেকদিন তাই শরীরটা ভীষণ ব্যাথা হয়ে যাবে একদিন খেললেই। কিন্তু কি আর করার সকলের কথায় কথায় আমিও নেমে গেলাম। কত দিন পর যে ব্যাডমিন্টন খেললাম নিজেও জানিনা। অসাধারণ লাগছিল প্রথম থেকেই। মোটামুটি চার-পাঁচটা গেম খেলেছি। রাত তিনটার পর খেলা বন্ধ হয়েছে আমাদের।

IMG_20221224_020440.jpg
Location

দীর্ঘ সময় পর বুয়েট হলে এভাবে সময় কাটাতে পেরে মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সব থেকে স্বাধীন এবং নিশ্চিন্ত মনের মানুষ। খেলাধুলা সত্যি আমাদের মনকে শান্ত রাখে এবং মানসিক দুশ্চিন্তার থেকে দূরে রাখে। এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি সেদিন। বুয়েট হলে কাটানো চারটা দিন নিজেকে খুঁজে পেতে ভীষণভাবে সহায়তা করেছে। বন্ধু থেকে শুরু করে বড় ভাই এবং ছোট ভাই সবাই ভীষণ আন্তরিক। যতটা আশা করেছিলাম তার থেকেও হয়তো আরো অনেক বেশি ভালো সময় কেটেছে এক কথায়। জীবনের সোনালী স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে এই চারটা দিন।

Sort:  
 2 years ago 

রাতের বেলায় তো দেখছি খেলাধুলার মাধ্যমে বেশ ভালো একটা সময় কাটিয়েছিলেন। আসলে অনেকদিন পর খেলাধুলা করলে কোন খেলা ঠিক মত পারিনা। কিন্তু অনেকদিন পর খেললে খেলাধুলার মাঝে আলাদা একটা মজা খুঁজে পাওয়া যায়। রাতের বেলায় টেবিল টেনিস এর সাথে আবার ব্যাডমিন্টন খেলেছেন দেখছি ‌। ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বলতে অভ্যাস না থাকলে দীর্ঘদিন পর খেলতে নিলে একদম পারা যায় না। খেলা যেমনই হোক না কেন ভীষণ মজা করেছি সবাই মিলে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেশ জমিয়ে খেলা করছেন তবে টেনিস এবং ব্যাডমিন্টন খেলা শীতকালে ভালো করে খেলা যায়।কোন কিছু প্রথমে তেমন পারা যায় না কিন্তু প্র্যাকটিস করতে করতে একদম দক্ষ হয়ে ওঠে সবাই।আপনি এত রাতে সবাই মিলে বেশ মজার করে টেনিস এবং ব্যাডমিন্টন খেলেছেন অনেক মজার সময় উপভোগ করেছেন।অনেক ভালো লেগেছে আমাদের সাথে বিষয়টি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা আপু খেলাধুলার অভ্যাস না থাকলে অনেক দিন পর খেলতে নিয়ে বেশ বেগ পোহাতে হয়। তবে আনন্দ করেছি খুব । ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে আপু। অনেক ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62647.29
ETH 2439.61
USDT 1.00
SBD 2.66