বিশেষ দিনে বিশেষ কিছু

নমষ্কার,,

আজ ১৫ই আগস্ট। বাংলাদেশের জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল এই দিনে। মহান এই নেতার প্রতি জানাচ্ছি আমার বিনম্র শ্রদ্ধা।

অন্যদিকে আজ ভারতের জাতীয় স্বাধীনতা দিবস। তাই ভারতীয় সকাল বন্ধুদের জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

আজকের এই বিশেষ দিনে বিশেষ কিছু নিয়ে পোস্ট করতে ইচ্ছে করছিল খুব। শরীরটা একটু খারাপ। তাই অনেক কিছু চাইতেও করতে পারি নি। তবে কয়েক দিন আগে একটা দারুন ব্যাপার ক্যামেরা বন্দী করি। আমার কাছে এটা অনেক স্পেশাল লেগেছে। তাই ভাবলাম এটাই আজ সবার সাথে ভাগাভাগি করে নেই।

ট্রেনে করে কলকাতা যাচ্ছিলাম কদিন আগে। বেশ ভিড় ছিল। তবে আমার ভাই আমাকে বসার একটা ব্যবস্থা ঠিক করে দিয়েছিল। গল্পে গল্পে দুজন যাচ্ছিলাম। ত্রিশ মিনিটের পথ মাত্র। মাঝে মধ্যেই নানান প্রতিভা নিয়ে মানুষ ট্রেনে আসছিল। কেউ গান করছে ডুগডুগি বাজিয়ে, কেউ খালি গলায় গাইছে। আবার কেউ কেউ বাঁশি নিয়ে।

হঠাৎ করেই এক দৃষ্টি প্রতিবন্ধী কে পেলাম। বুকে কিবোর্ড আর মুখে হারমোনিকা নিয়ে। একটু পরেই অসাধারন সুর তুলে দুইটি যন্ত্র একসাথে বাজাতে শুরু করলো। আমি রীতিমত অবাক। সাথে সাথে ভিডিও করে নিলাম। কি অপূর্ব প্রতিভা। আমাদের রণ সংগীত টা বাজালো অনায়েসে। মজার ব্যাপার সেই একই হারমোনিকা আমিও বাজাই। অমন ভাবে আমিও চেষ্টা করব একদিন। জানিনা কতটা পারবো। তবে এই মানুষটার প্রতিভা আমাকে মুগ্ধ করে দিয়েছে এক কথায়।

IMG20220810110603.jpg

ট্রেনে যাতায়াত করলে এমন বিরল কিছু প্রতিভা খুব চোখে পরে। আর ভালোও লাগে খুব। বাংলাদেশে ট্রেন জার্নি খুব একটা করা হয়না। তবে মাঝে মধ্যে যখন করেছি এমন কিছু প্রতিভা তখনও দেখেছি। ইন্ডিয়া গিয়ে আবার নতুন করে স্বাক্ষী হলাম। সত্যি খুব ভালো লাগলো। ভাবলাম আজকের এই বিশেষ দিনে এই বিশেষ কিছু সবার সামনে উপস্থাপন করি।

আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

বাহ অসম্ভব সুন্দর বাজলো তো লোকটি।
আমিও একদিন ট্রেনে এরকম একজনের দেখা পেয়েছিলাম।যাইহোক ভালো লাগলো।

আর যদি ভুল না বলি এটি হচ্ছে "চল চল চল" গানের সুর।

একদম ঠিক ধরেছেন ভাই এটা আমাদের রণ সংগীতের সুরটাই । অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39