সাদা মেঘে ভেসে বেড়ানোর কিছু ভিডিও
নমষ্কার,,
আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও দিন পার করছি মোটামুটি। সারাদিন কেন যেন ঘুম পায়। রাতেও প্রচন্ড ঘুম পায়। যত ঘুমাই আরও বেশি ঘুম পায়। হঠাৎ করেই শরীরের এই পরিবর্তনটা কেন আসছে সেটাই বুঝতে পারছি না। অবশ্য দাঁতের কিছু সমস্যার জন্য ৫ দিন হল এন্টিবায়োটিক খাচ্ছি। হতে পারে শরীরের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই ওষুধগুলো খাওয়ার ফলে। যাই হোক আজকে একটু ভিন্ন ধরনের পোস্ট এবং লেখা নিয়ে আসলাম।
কিছুদিন আগে আগে একটু দেশের বাইরে গিয়েছিলাম নিজের সম্পূর্ণ ব্যাক্তিগত কারণে। তো সেই মুহুর্তের কিছু ভিডিও করেছিলাম। সেটাই আজ আপনাদের মাঝে ভাগ করে নিচ্ছি। প্রথমে যে ভিডিও টা দেখতে পাচ্ছেন এটা সাদা মেঘের মধ্যে দিয়ে ভেসে যাওয়ার মুহুর্তে ধারণ করেছিলাম। আসলে আমরা তো নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াতে রোজ দেখি। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখি। নিজেদের মনের এক্সপ্রেশন প্রকাশ করি নানান কিছু বলে। একবার ভাবুন তো সেই সাদা মেঘের ভেতর দিয়ে আপনি উরে যাচ্ছেন জিনিসটা কেমন রোমাঞ্চকর লাগবে ! আমি যেন নিজেকে হারাচ্ছিলাম প্রতি মুহুর্তে। কখনো নিজের চোখে দেখছিলাম মেঘ গুলো এক জায়গা থেকে অন্য জায়গা সরে যাচ্ছে। কি অপূর্ব সেই দৃশ্য। আবার যখন একটু মেঘের ভেতর দিয়ে প্লেন টা যাচ্ছিল ভূমিকম্পের মত মৃদু মৃদু কেপে উঠছিল।
শীতের সকালে আমরা ঘন কুয়াশা যেমন দেখি অনেক টা সেরকম লাগছিল। আবার কখনো কখনো মনে হচ্ছিল বরফের কোন দেশে উড়ে বেড়াচ্ছি। এটা যেন এক অন্যরকম অনুভূতি। ইচ্ছে করছিল কিছু সাদা মেঘ হাতে ধরে ব্যাগে নিয়ে বাড়ি চলে আসি। সত্যিই যদি এমনটা করতে পারতাম কতই না ভালো হতো!
এবার উপরে যে ভিডিও টা দেখতে পাচ্ছেন এটা রান ওয়ে থেকে প্লেন উড়ে যাওয়ার মুহুর্ত। এই অনুভূতিটাও চরম একটা অনুভূতি। আমি প্রথম প্লেনে উঠে ২০১৮ সালের ডিসেম্বরে। প্রথমবারে রান ওয়ে থেকে যখন প্লেনটা উড়ে যাচ্ছিল ভীষণ ভয় পাচ্ছিলাম। বলা যায় ভয়ে অনেকটা চোখ বুজেছিলাম। কিন্তু এবার সে ভয়টা একদমই ছিল না। আরো বেশি উপভোগ করেছি মুহূর্তগুলো। প্লেন আকাশ ওড়ার পরে একটা টার্ন নেয় সুন্দর করে । দারুন লেগেছে এবার সেই মোমেন্টটা। একবার মনে হচ্ছিল প্লেনটা যদি আমি চালাতে পারতাম নিজের মতো করে উঠতাম তাহলে। হিহিহিহি।
আসলে কিছু অনুভূতি লিখে হয়তো প্রকাশ করা যায় না। আজকে আমার বেলাতেও তাই হল। তবুও চেষ্টা করলাম নিজের মতো করে দুই একটা কথা সবার সাথে ভাগ করে নিতে। আশা করি ভিডিও দুটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার নিজেরেও বিগত কিছুদিন প্রচন্ড ঘুম হচ্ছে। ভিডিও গুলো তো অসাধারণ হয়েছে দাদা। এইরকম মেঘ ভেসে বেড়াতে আমি কখনো দেখিনি। আহ কী সুন্দর দৃশ্য। দারুণ ধারণ করেছেন দৃশ্যটা দাদা।
সত্যিই মুহূর্ত গুলো দারুন ছিল। স্বপ্নের মত যেন। অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
জাস্ট অসাধারণ সাদা মেঘে ভেসে বেড়ানোর কিছু ভিডিও আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এরকম সুন্দর মনোরম দৃশ্য আমি বান্দরবান ঘুরতে গিয়ে দেখেছিলাম। এত চমৎকার একটি ভিডিও আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ঠিক বলেছেন বান্দরবনে অনেকটা এমন ভাবেই দেখা যায়। আবার যাব কোন একদিন। ভালো লাগলো আপনার মতামত পেয়ে ভাই। শুভেচ্ছা রইলো।
অসাধারণ একটি অনুভূতি। মনে হচ্ছে মেঘের মধ্যে ভেসে আছি। চমৎকার লাগল ভাই তবে আপনার শারীরিক বিষয় সেটা হয়তো এন্টিবায়োটিক ওষুধের কারণেই হচ্ছে তাছাড়া দেহে মেলাটোনিন হরমোন বৃদ্ধির কারণে বেশি ঘুম পায়।
এই অনুভূতি গুলো লিখে প্রকাশ করার মত নয় সত্যি।
আসলে কিছু কারণে মেন্টাল অনেক প্রেসার গিয়েছে গত সপ্তাহে, হয়তো সেজন্য ঘুমের সমস্যা হেয়েছে। এই সপ্তাহে আগের থেকে ভালো আছি।
good