গানের আড্ডায় ।। পার্ট-২ ।। বাংলা ফোক গান

in আমার বাংলা ব্লগ3 years ago

নমষ্কার,
আশা করি সকালে বেশ আছেন। গরমটা ভালোই লাগছে। কাজের প্রয়োজনে যারা বাইরে যাচ্ছেন এই গরমে তাদের বেহাল দশা যে হবে এটা নতুন করে বলার কিছু নেই। রোজা থেকে যারা চলাফেরা করছেন তাদের জন্য আরো বেশি কষ্টের।

এই দিকে আজ সকালে ঘুম থেকে উঠেই শুনি আজ সকাল থেকে বিকাল পর্যন্ত কারেন্ট থাকবে না। লাইন এর নতুন কাজ চলবে। মাথায় একটা বাজ পরলো কথা টা শুনেই। তাড়াতাড়ি ট্যাংকি ভরিয়ে স্নান টা করে নিলাম। তারপরই চলে গেল কারেন্ট।
খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম যে কি পোস্ট করবো আজ। শরীর টাও ভালো না। তখন মনে হলো গানের আড্ডার যে পাঁচ ছয় টা ভিডিও আছে ওগুলো এক দিন গ্যাপ দিয়ে পোস্ট করে শেষ করি। কারণ এক জিনিস বেশি পুরনো হলে ভালো লাগবে না।

সেখান থেকেই একটা গান আজ আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি।

আসলে এই গান গুলো আড্ডার ছলে করা। একদম স্বাভাবিক ভাবে কোন প্রস্তুতি ছাড়া রেকর্ড করা। এই ভিডিও গুলোর একটা অন্য রকম মজা আছে আমার কাছে। রিয়ালিস্টিক একটা ব্যাপার কাজ করে সব সময়।

আর আমি ফোক গান গুলো একটু বেশি পছন্দ করি। আত্মার সাথে যেন মিশে যায় এই গানের সুর গুলো। বুকের চাপা কষ্ট গুলোকে অনেক হালকা করে দেয়।

আধুনিক যুগের অনেকে এসব পছন্দ করেন না। সত্যি বলতে আমাকেও অনেকে খ্যাত ছেলে ভাবে আমার পুরোনো দিনের মনোভাব দেখে। এখনকার তথাকথিত সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারি না দেখে। যে যাই বলুক না কেন, কেউ পাশে থাকুক আর না থাকুক। নিজের শান্তি তৃপ্তি নিজের কাছেই না হয় থাকুক। দিনশেষে ভালো থাকাটাই হয়তো জীবনের প্রকৃত মানে।

ভালো থাকবেন সবাই।
কাছের মানুষগুলোকে অবহেলা করবেন না। আর কথা দিয়ে কখনো বেইমানি করবেন না। শেষ নিশ্বাস পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করবেন।
🙏🙏🙏

Sort:  
 3 years ago 

ভাইয়া আগেকার গান গুলো আমার কাছেও খুব ভালো।কারণ আগেকার গানে অনেক কাহিনী আছে,কথা আছে,যেগুলো সত্যিই মন কেড়ে নেয়।আমিও মাঝে মাঝে গান গুল শুনি যাইহোক আপনার গানের গলা বেশ ।খুব সুন্দর গানটি আমাদের মাঝে পরিবেশ করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।আপনার পরবর্তী গানের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

বাহ্ খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেছেন আপু। ভালো লাগলো অনেক। চেষ্টা করবো গানের আড্ডার ভিডিও গুলো এক সপ্তাহের মধ্যেই শেষ করে দিতে।

 3 years ago 

ভাইয়া খুব অসাধারণ একটি গান পরিবেশন করছেন। গানটি আমার ভীষণ প্রিয় একটি গান। গিটারের টিউন শুনতেও খুবই ভালো লেগেছে আমার। এককথায় জাস্ট অসাধারণ হয়েছে ভাই। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো প্রিয় ভাই।

 3 years ago 

অনেক ভালোবাসা রইলো ভাই। এভাবেই পাশে থাকবেন ❤️

 3 years ago 

কাজের প্রয়োজনে যারা বাইরে যাচ্ছেন এই গরমে তাদের বেহাল দশা যে হবে এটা নতুন করে বলার কিছু নেই।

ভাই সত্যি বলার কোন ভাষা নেই। এই গরমে বাহিরে যখন ডেলিভারি দেই অবস্থা চরম খারাপ হয়ে যায়।
আপনার আড্ডার ছলে গাওয়া গান কিন্তু বেশ ভালোই লাগলো আমার কাছে। আর ফোক গানগুলো একটু বেশিই ভালো লাগে আমার। শুভকামনা রইলো আপনার জন্য ভাই আমার।

 3 years ago 

আপনি আমার অন্যতম ভালোবাসার এক মানুষ রাজু ভাই। মনের খোরাক মেটাতে গান গাওয়া। ভালো মন্দ বিচার করি না 😊

 3 years ago 

এই ভাবেই এগিয়ে চলুন ভাই। আসলে এটাই ঠিক। নিজের ভালোলাগাই মেইন। কার কাছে ভালো লাগে সেটা ফেক্ট না। কারন দুনিয়াতে এক সাথে সবার মন রক্ষা করাও সম্ভব না।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই। সবাই সবার স্বার্থে কাজ করে সব সময়। তাই নিজেকে নিজে ভালো রাখাটা এখন নিজের দায়িত্ব।

 3 years ago 

ভাইয়া আপনার মত আমাদের এখানেও মাঝেমধ্যে সকালে কারেন্ট চলে গেলে একদম বিকালে আসে। তখন আপনার মত আমাদের মাথায় বাজ পড়ে। আপনার কথাগুলো পড়ে ভালো লাগলো। আর রইল আপনার গানের কথা সেটা তো নতুন নয়। আপনার গান সব সময় ভীষণ ভালো লাগে। আজকের গানের আড্ডা বলে একটু বেশি ভালো লাগলো।

 3 years ago 

এই গরমে কারেন্টের উৎপাতের কথা আর নাই বা বললাম আপু 🤪। কারেন্ট যায় না আসে এটাই বুঝি না মাঝে মাঝে 😊। আর আপনার আর্ট আমার দারুন লাগে। ভালো লাগলো সুন্দর মন্তব্য পেয়ে।

 3 years ago 

অনেক সুন্দর মনমুগ্ধকর মিষ্টি গলায় খুব সুন্দর একটি পুরনো দিনের গান আমাদের সাথে তুলে ধরেছেন। এই গানটি বেশ ভালো লেগেছে এবং আপনাদের গলায় বিশেষ করে এটি বেশি ভাল লেগেছে। ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

একসাথে মজার ছলে সব করেছিলাম ভাই। সেগুলোই আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আশা করি সামনে ও আপনাদের মজাগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেবেন। কারণ আপনার এত সুন্দর গান শুনতে পেলে নিজের মন মানসিকতা ভালো হয়ে যায় ধন্যবাদ।

 3 years ago 

একদম ভাই। এভাবে পাশে থাকবেন শুধু। কাছের মানুষ গুলো পাশে থাকলে মনের জোর অনেক বেড়ে যায়। কাজেও উৎসাহ পাই।

 3 years ago 

আড্ডার ছলে গুলনার যায় বলুন গানগুলো যে দারুণ গেয়েছেন সেটা না বললেই নয়। আশা করি আপনারা আরও সুন্দর সুন্দর গান আমাদের মাঝে উপহার দিবেন। আমার বাংলা ব্লগ নামের বাগানটিকে ভরিয়ে তুলবে।

 3 years ago 

এই পরিবারকে আশ্রয় করেই তো বেচেঁ আছি ভাই। সব কিছু এই পরিবারকে ঘিরেই। চেষ্টা করবো ভাই যতটা পারি। অনেক ভালো থাকবেন।

 3 years ago 

অনেকদিন পর আপনার গান শুনলাম দাদা সাথে দেখছি রাজিব দা আছে। অসাধারণ দাদা।

এতো যে নিঠুর বন্ধু
জানা ছিল না

আপনাদের সঙ্গে আমিও গাইলাম দাদা।

রোজা থেকে যারা চলাফেরা করছেন তাদের জন্য আরো বেশি কষ্টের।

এটা একেবারে ঠিক বলেছেন দাদা।

 3 years ago 

রাজিব যেখানে আছে সেখানে সব সময় দারুন কিছু হবেই 😊❤️। অনেক ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111872.14
ETH 4465.08
SBD 0.86