গানে গানে কিছু সময় 🎶

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টা। অফিস নেই টানা তিন দিন। ছুটির সময় গুলো কিভাবে কাটাবো বসে বসে সেটাই ভাবছিলাম। হঠাৎ করেই ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ঢুকলাম এবং পুরনো কিছু ছবি দেখতে থাকলাম। অনেক কথাই মনে পড়ছিল। নিজের অজান্তেই হেসে ফেলছিলাম কখনো কখনো। কিছু কিছু মেমোরি সারা জীবনের সোনালী স্মৃতি হয়ে আছে। একা বসে থাকলে ফোনের গ্যালারিতে ঢুকে পুরনো ছবি দেখা এবং ভিডিও দেখা আমার অনেক পুরানো একটা অভ্যাস।

তারপর একটা সময় হঠাৎ দেখতে পেলাম বেশ কিছুদিন আগে কয়েকটা গান রেকর্ড করে রেখেছিলাম পোস্ট করব বলে। কিন্তু সময়ের অভাবে সেগুলো আর করা হয়ে ওঠেনি। একটু সময় নিয়ে চোখ বুজে নিজের গান নিজেই শুনছিলাম। সেদিক থেকে আমাকে আপনারা সবাই পাগলও ভাবতে পারেন। হিহিহিহি। যাই হোক হঠাৎ কানে শুনতে পেলাম "নীলে নীলে আম্বার পার" এই গানটা। কিশোর কুমারের গাওয়া কালজয়ী একটা গান। সেই সাথে আমারও ভীষণ পছন্দের। হয়তো কোন এক সন্ধ্যায় গুনগুন করে রেকর্ড করে রেখেছিলাম। ভাবলাম এই গানটা আজ সবার সাথে শেয়ার করে নেই। যারা গান ভালোবাসে তাদের একটু হলেও ভালো লাগবে এবং সেই সাথে আমার পোস্টটাও করা হয়ে যাবে। হিহিহিহি।

অনেকদিন হলো আর গান-বাজনা করতে বসি না। সত্যি বলতে ইচ্ছে থাকলেও সময় করে উঠতে পারি না অনেক কারণে। কিসের একটা মানসিক চাপ সবসময় যেন তাড়া করে বেড়ায়। আর মনে শান্তি না থাকলে কোন কাজে ঠিক মত হতে চায় না। যাই হোক আনাড়ি ভাবে গান করি সব সময়। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করবেন গান টাকে উপভোগ করার।

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আজ।

Sort:  
 2 years ago 

আসলে ভাইয়া সময়ের অভাবে অনেক কিছু ইচ্ছে থাকলেও করা হয় না। যাইহোক আপনি অনেক সুন্দর গান করেছেন।আপনার কন্ঠের গান গুলো শোনতে অনেক ভালো লাগে। আশাকরি সামনে আরো সুন্দর সুন্দর গান শোনতে পাব।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

অনেক সুন্দর একটি গানের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার কন্ঠে সুন্দর গান শুনে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। আমি আশা করি আগামী দিনে আপনার নিকট থেকে এরকম আরো সুন্দর সুন্দর গানের কভার আমরা শুনতে পারবো এবং আপনার সুন্দর কন্ঠের সুর উপভোগ করতে পারবো।

 2 years ago 

ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 2 years ago 

আপনার মতো আমার ও একা বসে থাকলে ফোনের গ্যালারিতে ঢুকে পুরনো ছবি দেখা এবং ভিডিও দেখা আমার অনেক একটা অভ্যাস। যাই হোক আপনি আজকে দারুন একটি গান কভার করেছেন। আপনার চমৎকার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আশাকরি এমন গান আরো আপনার কন্ঠে শুনতে পারবো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

চেষ্টা করব মাঝে মাঝে গান করার। অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কন্ঠে গান অনেক সুন্দর লেগেছে।এত সুন্দর আপনি গান করতে পারেন।এটা আগে আমার জানা ছিল না। এ পোষ্টের মাধ্যমে জানতে পারলাম যে আপনি অনেক সুন্দর গান করতে পারেন।আপনার সুমধুর কন্ঠে এত সুন্দর গান আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

মাঝে মাঝে একটু গাইবার চেষ্টা করি আপু। দোয়া করবেন আমার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক দিন পর আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো।এই গানটা এতো ভালো লেগেছে একসময় একই সাথে ৪ থেকে ৫ বার ও শুনেছি।আপনার মতো আমিও পুরোনো ছবি কিংবা ভিডিও ফোনের গ্যালারিতে গিয়ে দেখে থাকি।চমৎকার এই গানটির কভার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

ওরে বাবা! এতটাও ভালো কিন্তু হয়নি আপু। হাহাহাহা। যাই হোক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

মাঝে মাঝে যখন আমি কোন কাজ পাই না। গ‍্যালারিতে গিয়ে এইরকম পুরাতন দিনের ছবি ভিডিও দেখতে থাকি। সত্যি বলতে কখনো কখনো খুব খারাপ লাগে আবার কখনো কখনো নিজের অজান্তেই হেসে ফেলি। অনেক দিন পর আপনার কন্ঠে গান শুনলাম। এই গানটা আমার অনেক পছন্দের। দারুণ কভার করেছেন দাদা এককথায় দারুণ। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দুই ভাইয়ের অনেক মিল আছে তাহলে দেখা যায়। হিহিহিহি। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 2 years ago 

অনেকদিন পরে আপনার কন্ঠে একটা গান শুনতে পেলাম। যেটা শুনে সত্যি মনটা একেবারে ভরে গেলো। আপনার গানগুলো শোনার জন্য সব সময় অপেক্ষায় থাকি। অনেকদিন পরেই একটা গানের কভার আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। এই গানটা কিন্তু আমার নিজেরও অনেক বেশি পছন্দের। প্রায় সময় গানটা আমারও শোনা হয়ে থাকে। এই গানটা অনেক আগে কভার করলেও আজকে শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো। আপনার কন্ঠে কিন্তু এরকম সুন্দর সুন্দর গানগুলো সবসময় শোনার অপেক্ষায় থাকলাম। আশা করছি খুব তাড়াতাড়ি আপনার গাওয়া আরেকটা গান শুনতে পাবো।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য আমি সত্যিই ডিজার্ভ করি কিনা এটা নিয়ে আমি নিজেও দ্বিধায় পড়ে যাই আপু। দোয়া করবেন আমার জন্য। অনেক ধন্যবাদ চমৎকার এই মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাই আপনার গানের কথা নতুন করে কি বলবো আর। আপনার গান আমার কাছে এত ভালো লাগে যে, শুনলেই মনটা একেবারে ভালো হয়ে যায়। আজ বেশ কয়েকদিন পরেই একটা গান শুনেছি আপনার কন্ঠে। একেবারে মনটা সাথে সাথেই ভালো হয়ে গেলো ভাই পুরো গানটা শুনেই। আপনি খালি গলায় অসাধারণ গান করেন একেবারে। আমিও যখন ইসলামিক সংগীত কভার করি, মাঝে মাঝে নিজের ইসলামিক সংগীত কভার নিজেই শুনি। অনেক ভালো লাগে আমার কাছে শুনতে। এখানে পাগল ভাবার কিছুই নেই ভাই। অনেক সুন্দর হয়েছে আপনার গাওয়া এই হিন্দি গানটা। পরবর্তীতেও কিন্তু এরকম সুন্দর হিন্দি গান অথবা বাংলা গান যাই হোক শুনতে চাই।

 2 years ago 

আমি আপনার গান শুনেছি ভাই। একদম মন থেকে গান করেন আপনি ভাই। আমার খুব ভালো লাগে ব্যাপারটা। দোয়া করবেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115426.55
ETH 4154.71
USDT 1.00
SBD 0.59