মায়ের বাড়ি শ্রী শ্রী রমনা কালী মন্দির ।। শেষ আশ্রয়স্থল 🙏🙏

নমষ্কার,,

ধর্ম কর্মের ব্যাপারে খুব বেশি একটা জ্ঞান না থাকলেও ছোটবেলা থেকেই ঈশ্বর বিশ্বাসী একটা ছেলে আমি। চেষ্টা করি যতটা সম্ভব ততটা মনে ভক্তি নিয়ে চলার। আমার কাছে মনে হয় এই কলি যুগে নিজের মন শুদ্ধ এবং পরিষ্কার রাখাটা সব থেকে বড় কথা। আর সেই জন্যই সুযোগ পেলেই মন্দির বা বিভিন্ন তীর্থস্থান ঘুরে আসতে আমি একদম কার্পণ্য করি না কখনোই। অদ্ভুত একটা তৃপ্তি অনুভব করি যখন কোন মন্দিরে গিয়ে বসি। ক্ষণিকের জন্য হলেও যেন নিজেকে খুঁজে পাই। চেষ্টা করি ওপরে যিনি বসে থেকে আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে চলেছেন তার সাথে কিছুটা হলেও সংযোগ ঘটানোর। জানিনা কতটুকু পারি। তবে চেষ্টা করতে দোষ কিসের।

IMG_20220808_185346.jpg
Location

IMG20220806132023.jpg
Location

IMG20220806132207.jpg
Location

বাড়িতে যখন থাকি তখন প্রায় প্রায়ই আমাদের বাড়ির আশে পাশের মন্দির গুলোতে যাই এবং নিরিবিলিতে সময় কাটাই কিছুক্ষণ। ঢাকাতে সেই সুযোগটা অবশ্য কম। আর সুযোগ পেলেও জ্যামের কারণে কোথাও যেতে ইচ্ছে করে না। বাড়ি থেকে বের হওয়া মানে সারাটা দিন যেন নষ্ট হয়ে যায়। তারপরেও সেদিন গিয়েছিলাম শ্রী শ্রী রমনা কালী মন্দিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত মন্দিরটি। আশেপাশে দিয়ে অনেকবার ঘোরাফেরা করে আসলেও মন্দিরের ভেতরে গিয়ে কখনো বসা হয়নি। তাই সেদিন বোনদের নিয়ে মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। অনেক সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন একটা পরিবেশ।

IMG20220806132335.jpg
Location

IMG20220806132655.jpg
Location

IMG20220806132814.jpg

IMG20220806132925.jpg
Location

ওখানে শুধু কালী মন্দিরই নয়, রয়েছে মা আনন্দময়ীর আশ্রম। আরো রয়েছে বাবা লোকনাথ মন্দির। ১৯৭১ সালের ২৭ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে ধ্বংসযজ্ঞ এবং গণহত্যা চালায় এই মন্দিরে। সবচেয়ে বড় কথা স্বাধীনতার পর এই মন্দিরের অনেক বড় একটা জায়গা দখল হয়ে যায়। যেখানে আজকে গড়ে উঠেছে নানা স্থাপনা। মন্দিরটা অনেক অযত্ন এবং অবহেলায় পরে ছিল বেশ কিছু সময় ধরে। সবশেষ ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ১৭ ডিসেম্বর ২০২১ সালে মন্দিরটি পুনঃনির্মাণ এবং সংস্কার করে উদ্বোধন করেন। বাংলাদেশে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া।

IMG20220806133906.jpg
Location

IMG20220806133306.jpg
Location

বেশ কিছুক্ষণ সময় সেখানে অতিবাহিত করলাম আমরা সবাই মিলে। এখনো দেখলাম রক্ষণাবেক্ষণের অনেক অভাব রয়েছে চারদিকে। পুকুরটা কচুরিপানা দিয়ে ভরা। আশেপাশে আরো কিছু জায়গা নোংরা হয়ে পরে আছে। সবকিছু যদি সঠিকভাবে দেখভাল করা হয় তবে চমৎকার একটা তীর্থস্থান হয়ে উঠবে শ্রী শ্রী রমনা কালি মন্দিরটি।

Sort:  
 2 years ago 

রমনা কালী বাড়ির চূড়া অনেক দূর থেকে দেখা যেতো। খুবই সুন্দর। আর মায়ের মন্দির কেনই বা সুন্দর হবেনা।

নতুন মন্দিরটিও বেশ সুন্দর। তোমার দৌলতে নতুন মন্দির ভবনটি দেখে নিলাম। জয় মা 🙏🏽

হ্যাঁ দাদা প্রথম বার গিয়ে আমার নিজেরও অনেক ভালো লেগেছে। মা সকলের মঙ্গল করুক। 🙏🙏

 2 years ago 

আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখতেও অনেক সুন্দর লেগেছে আমার কাছে। বিশেষ করে মন্দিরের ফটোগ্রাফি দেখে আমার মন ছুয়ে গেল। আপনার বর্ণনা গুলোও অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

অনেক ধন্যবাদ দাদা। মা আমাদের সকেলর ভালো করুন 🙏🙏

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43