বিদায় অভিশপ্ত ২০২২ || নতুনত্বের প্রত্যাশায় স্বাগতম ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

নমষ্কার,,

আজ ইংরেজী ২০২৩ সালের প্রথম দিন অর্থাৎ জানুয়ারির এক তারিখ। তাই এই পরিবারের সকল সদস্যকে জানাচ্ছি ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সকলের জীবনে ভালো কিছু বার্তা বয়ে আনুক এই প্রার্থনাই করি সবসময়।

কোন এক লেখায় পড়েছিলাম আমাদের জীবনে বর্তমান বলে কিছু নেই। প্রতিটা মুহূর্ত চোখের পলক পরতেই সেটা অতীত হয়ে যাচ্ছে। আর যেটা ঘটতে চলেছে সেটা আমাদের ভবিষ্যৎ। যে যেভাবেই বিষয় টাকে নিক না কেন, নতুন উদ্যমে শুরু হোক বছরের শুরুটা। এমনটাই প্রত্যাশা করি এবং প্রার্থনা করি ঈশ্বরের কাছে।

sylvester-3036573_1920.jpg

Source

এক কথায় ২০২২ নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে অভিশপ্ত বছর ছিল ২০২২। এই একটা বছর আমার জীবনকে হয়তো আরো তিন বছর পিছিয়ে দিয়েছে সব দিক দিয়ে। প্রাপ্তির খাতায় হয়তো যোগফল শূন্য একদম।

তবে জীবনের কোন মুহূর্তই এমনি এমনি আসে না। তার পেছনে হয়তো একশোটা কারণ লুকিয়ে থাকে। যেটা আজ না হোক সময়ের সাথে সাথে ঠিক বোঝা যায়।

sylvester-g0dc6b4875_1920.jpg

Source

এক নজরে যদি ২০২২ এর দিকে তাকাই তাহলে আমার চোখের সামনে ভেসে উঠবে নাটক আর নাটকীয়তায় ভরা একটা বছর। আমার জীবনের গল্প সিনেমাকেও যেন হার মানিয়েছে । একবার ঠান্ডা মাথায় ভাবলে এখন শুধু হাসিই পায়। কি করেছি জীবনে এই একটা বছরে! আর কি করিনি এই একটা বছরে! হাহাহাহাহা। গল্পের ভেতরে আর ঢুকলাম না। পুরোটাই ডাস্টবিনে থাকুক।

তবে এটুকু বলতে পারি কিছু কথা মানুষ কখনোই ভুলতে পারে না। ঠিক জীবনের কলুষিত অধ্যায়ের মত। তাই ২০২২ এর নোংরামি গুলোও কোন এক অন্ধকার গুহায় ঠিক পঁচে মরতে থাকবে।

sylvester-3882231_1920.jpg

Source

তবে শুধু মন্দের দর্শন পাব আর ভালোর সাক্ষাৎ পাবো না, এমনটা তো হতে পারে না। ২০২২ আমাকে এখন পর্যন্ত জীবনের সেরা শিক্ষাটা দিয়ে গেছে। হয়তো এই একটা শিক্ষাই জীবনের বাকি বছর গুলোতে রসদের মত কাজ করবে। হ্যাঁ প্রাপ্তির খাতায় আরো আছে কিছু ভালো মানুষের সান্নিধ্য পাওয়া, তাদের ভালোবাসা পাওয়া। এই ভাগ্যটাই বা কয়জনের হয়!

অতীত কখনো মুছে ফেলা যায় না। তবে পিছনে না তাকিয়ে যে ছুটতে পারবে সেই হয়তো জীবন যুদ্ধে জয়ী। তাই ভালো কিছুর প্রত্যাশায় শুরু হোক ২০২৩ সাল। জীবনের স্বপ্নগুলো তার চেনা গলি ফিরে পাক।সময় বয়ে চলুক তার আপন গতিতে। মনুষত্বের জন্ম হোক প্রতিটি প্রাণে।

Sort:  
 3 years ago 

ভালোই করেছেন দাদা পুরনো বছরের গল্প গুলোকে ডাস্টবিনে রেখেছেন। আসলে ভালো-মন্দ নিয়েই তো জীবন। খারাপের পাশাপাশি ভালো প্রাপ্তি অবশ্যই থাকবে। যাইহোক নতুন বছরে আপনার স্বপ্নগুলো পূরণ হোক এবং সম্পূর্ণ বছর ভালো কাটুক এই কামনা করি। সত্যি তাই দাদা, আসলে বর্তমান বলতে কিছুই নেই চোখের পলকে সবকিছু অতীত হয়ে যায়।

 3 years ago 

নতুন বছর আমাদের সকলের জীবনে নতুন উদ্যম বয়ে আনুক। সফলতা ধরা দিক প্রতিটা মুহূর্তে। অনেক শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

হাহাহা! গুহায় কেন একটু বের করে দেখালে ভাল হত আপনার কষ্টের সময় গুলো।বছরের শুরুতে আপনাকে জানায় শুভেচ্ছা।২০২৩ সালে আপনার জীবন আনন্দে ও সফলতায় কানায় কানায় ভরে উঠুক।আপনি ঠিক বলছেন ভাইয়া আমাদের বর্তমান বলতে কিছু নেই সব কিছু অতীত এবং ভবিষ্যৎ।বছরের শুরুতে অতীতের সুন্দর একটা অনুভূতি শেয়ার করেছেন আমাদের সাথে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

ওরে বাবা ঐ দিন আর মনে করতে চাইনা আপু। অতীত অতীতের মতোই থাকুক 😉। আমরা সবাই আগামীর পথে নতুন উদ্যমে এগিয়ে যাব । এমনটাই প্রত্যাশা করি। অনেক শুভ কামনা রইলো আপু। ভালো থাকবেন।

 3 years ago 

যাক পুরো বছরের গ্লানি মুছে ডাস্টবিন এ ফেলে দিয়েছেন অনেক ভালো করেছেন।সবকিছু মুছে এখন নতুন বছরকে স্বাগত জানাই। আসলে অতিত কখনো মুছে ফেলা যায় না। যাইহোক ভাইয়া নতুন বছর সবাই জীবনে আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

চাইলেই সব মুছে ফেলা যায় না আপু। হয়তো নতুন করে শুরু করা যায়। আপনার বছর টাও অনেক ভালো কাটুক এই প্রত্যাশাই করি। ভালো থাকবেন আপু।

 3 years ago 

এতকিছুর পরেও যে আপনার এই উপলব্ধিটা এসেছে যে সবকিছুর পেছনে ভালো কোন কারণ থাকে জেনে খুব ভালো লাগলো। গত বছরটা আপনার জীবনে অভিশপ্ত হলেও নিশ্চয়ই এই বছরের অভিজ্ঞতা নিয়ে আপনার সামনে বড় বড় অঘটন থেকে নিজেকে খুব সহজেই দূরে রাখতে পারবেন। এই অভিজ্ঞতাই আপনার জীবনের সব থেকে বড় প্রাপ্তি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং খারাপ বিষয়গুলো ডাস্টবিনে রেখে দিতে হবে। শুভকামনা রইল আপনাকে নতুন বছরের জন্য।

 3 years ago 

দোয়া করবেন এই ভাইয়ের জন্য আপু। এই বছরে অন্তত ভালো কিছু একটা যেন হয়। আপনার নতুন বছর টাও শুভ হোক, এই কামনা করি। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আসলে এটা বেশিরভাগ মানুষের কথা ২০২২ সাল সবাইকে অনেক শিক্ষা দিয়েছে এবং খুবই খারাপ কেটেছে ২০২২ সাল। সবাই এখন প্রত্যাশা করে ২০২৩ সাল যেন সবার খুবই ভালো কাটে। সবাই চায় সবার জীবনকে এখন খুবই সুন্দর ভাবে শুরু থেকেই সাজিয়ে নিতে পারে। আপনি এটি ভালোই করেছেন ২০২২ সালের গল্প এবং স্মৃতিগুলোকে ডাস্টবিনে রেখে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

খারাপের পর অবশ্যই ভালো কিছু আসবে আপু। নিজের ওপর বিশ্বাস রাখাটাই বড় কথা এখন। অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ভালোই করেছেন ২০২২ সালের সেই স্মৃতি ডাস্টবিনে রেখে। আমার মনে হয় ২০২২ সালই সবাইকে একটু বেশি কষ্ট দিয়েছে। যা কখনো ভোলার নয় যত বেশি ভুলে থাকা যায় ততই ভালো। আশা করি ২০২৩ সাল সবাইকে নতুন করে চলার পথ দেখিয়ে দেবে। এবং সবাই নতুন করে তাদের জীবনের দুঃখ কষ্ট ভুলে খুবই সুন্দরভাবে জীবন গুছিয়ে নিতে পারবে। আপনি যেন আপনার জীবনকে খুবই সুন্দর ভাবে বুঝিয়ে নিতে পারেন সেই কামনা করি। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভালো কিছুর প্রত্যাশা সব সময় করি ভাই। আর সেটা সবার জন্যই। আমার বিশ্বাস ভালো কিছুই হবে সবার। অনেক শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দাদা ৷ আসলেই ২০২২ সাল খুব একটা ভালো নয় ৷ ব্যর্থতায় ভরা সবার গল্প ৷ যাই হোক ভালো খারাপ মিলিয়েই জীবন ৷ আশা করি নতুন এ বছরটি আপনার অনেক ভালো এবং সুন্দর কাটবে ৷ শুভ কমনা রইল

 3 years ago 

কখনো কখনো কিছু ব্যর্থতা হয়তো শত সফলতার দাড় খুলে দেয়। হতেও তো পারে ভালো কিছু। বাকি টা তো সময় বলে দেবে। অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।

 3 years ago 

দাদা আপনার প্রতিটি কথা সত্যি অসম্ভব সুন্দর ছিল ৷ আসলে প্রতিটি কথার যথার্থ যুক্তি যুক্ত৷
আপনি ঠিকি বলেছেন যে চোখ বুঝলেই এখন অতীত ৷
সর্বোপরি এভাবে করেই এক একটি বছর চোখের সামনে থেকে চলে যাবে ৷ আর আমরা তার নাবিক শুধু মনে থাকবে জীবনে ঘটে যাওয়া হাজারো অতীত ঘটনা ৷
যা হোক নতুন বছর যেন সবার জীবনে সুখ সমৃদ্ধে ভরে উঠুক এমনটাই প্রতার্শা ৷

 3 years ago 

আমার লেখাটা যে এত মন দিয়ে পড়েছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুক 🙏। শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

ভাইয়া আপনার কথা গুলো আমার সাথে হুবহু মিলে গেছে। আমার জীবনেও ২০২২ সালটা অনেক কষ্ট নিয়ে এসেছিল। একটি বছর কত কষ্টে যে কেটেছে সেটা বলে বুঝাতে পারবো না। যায়হোক নতুন বছরটা নিয়ে অনেক পরিকল্পনা আছে। দেখা যাক ভাগ্যে কি আছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার বিশ্বাস এই বছর আমাদের সকলের জীবনে সফলতা নিয়ে আসবে ভাই। নিজের ওপর বিশ্বাস রাখুন। অনেক শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.035
BTC 115954.35
ETH 4668.08
SBD 0.86