গণপতি বাপ্পা মোরিয়া 🙏🙏🙏

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার,,

দুইদিন হলো টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বেশ ঠান্ডা আগের থেকে। বাড়িতে ঘুমিয়ে বেশ মজা পাচ্ছি। কিছুদিন আগেও বাড়িতে থাকলে কেন যেন খিদে পেত না। কিন্তু এবার যে কি হয়েছে সারা দিন খিদে পায় 😊। ভুরি বাড়ানোর মিশনে নেমেছি এবার। হিহিহিহি।

IMG-20220827-WA0005.jpg

গতকাল গণেশ চতুর্থী গেছে। বেশ ধুমধাম করে পালন করে ইন্ডিয়াতে। আমাদের এই দিকে খুব বেশি জাকজমোক অনুষ্ঠান হয় না বললেই চলে। বাড়িতে ভাগ্নে অভ্র যখন খুব দুষ্টামি শুরু করে দিদি তখন আমাকে বললো ভাগ্নে কে নিয়ে কিছু একটা ছবি আঁকতে। তাহলে চুপ করে থাকবে। আমিও ভাবলাম এই সুযোগে গণেশ ঠাকুরের একটা ছবি একে ফেলি। বাড়িতে যেহেতু রং পেন্সিল ও আছে তাই রং টাও করতে পারবো। আবার ভাগ্নে টাও চুপ থাকবে।

আজ আপনাদের সাথে সেই ছবি আকার কিছু ধাপ শেয়ার করে নিচ্ছি। আশা করি ভালো লাগবে।

IMG-20220823-WA0006.jpg

IMG-20220823-WA0007.jpg

IMG-20220823-WA0008.jpg

প্রথমে মাথার মুকুটের অংশ দিয়ে আঁকতে শুরু করি। বেশ রাজকীয় এই মুকুট। আমার দেখতে যেমন ভালো লাগে। আঁকতেও বেশ মজা লাগছিল।

IMG-20220823-WA0009.jpg

IMG-20220823-WA0010.jpg

মুকুট টা হয়ে গেলে মাথার দিক টাও একই সাথে হয়ে যায়। এরপর কানের অংশ আঁকতে শুরু করি। আপনারা সবাই জানেন গণেশ ঠাকুরের মাথায় গজানন এর মস্তক লাগানো। মুখের আকৃতি তাই গজের মত আসবে।

IMG-20220823-WA0011.jpg

IMG-20220823-WA0012.jpg

IMG-20220823-WA0014.jpg

কান আঁকা হয়ে গেলে চোখ এবং মুখের অংশ আঁকতে শুরু করি। মুখ আঁকা হয়ে গেলে দাত টাও হালকা করে এঁকে নেই। ভেতরের ছোট ছোট যে কাজ গুলো বাকি ছিল সেগুলো এঁকে ফেলি।

IMG-20220827-WA0003.jpg

IMG-20220827-WA0004.jpg

IMG-20220827-WA0005.jpg

আর সব শেষ রং করা শুরু করি। আজ নিজের ইচ্ছেমত রং না করে ভাগ্নেকে বলছিলাম কোথায় কি রং দেব, সেইমত রং করলাম। অভ্রর যে রং গুলো ভালো লাগে সেগুলো বলে যাচ্ছিল। আমিও ওগুলো দিয়ে ছবিটা সুন্দর করার চেষ্টা করি এবং পুরো কাজ টা শেষ করি।

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আমি ভেবেছি ভাগ্নের দুই সেট রং পেনসিল থেকে এক সেট আমি নিয়ে যাব। মাঝে মাঝে ছবি একে রং করব। হিহিহিহি। যাই হোক আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

ছবিটা আঁকা খুব সুন্দর হয়েছে।কিন্তু রংটা আরেকটু ডীপ হলে মনে হয় ফুটে উঠতো। আর বর্ডারটাও আরেকটু ডীপ দিলে(পারলে স্কেচ পেন ব্যাবহার করে) দারুন হত। আপনি ডোমস্ এর অয়েল প্যাস্টেল ব্যাবহার করে দেখতে পারেন। আমি ভালো রেজাল্ট পেয়েছি।🙂

 3 years ago 

বাহ্ অনেক সুন্দর করে গাইড করেছেন তো দিদি। ভালো লাগলো খুব। আসলে আমি হাতের কাছে যাই পাই সেটা দিয়েই কাজ করে নেই, একটু অলস ধরনের 😅🤪। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুবই সুন্দর গণেশ ঠাকুরের ছবি অংকন করেছেন। দেখে তো মনে হচ্ছে অনেক সময় দিয়ে এবং দক্ষতা সহকারে খুবই নিখুঁতভাবে এই চিত্রাংকনটি করেছেন। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করে শেয়ার করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমি একটু একটু চেষ্টা করি ভাই ছবি আঁকার। খুব একটা ভালো পারি না। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। অনেক ভালো থাকবেন ভাই।

 3 years ago (edited)

কি বলেন দাদা আমাদের এখানে কোন বৃষ্টি নেই। চমৎকার আর্ট শেয়ার করেছেন। গণপতি শুরটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

বৃষ্টি তো একটু আগেও হলো বেশ। তিন দিন টানা বৃষ্টি হলো। আমার মনে হয় লিখতে কিছু মিসটেক করে ফেলেছেন লিমন ভাই। আশা করি সংশোধন করে নেবেন।

 3 years ago 

ধন্যবাদ দাদা

 3 years ago 

ॐ गण गणपतये नमो नमः! আমাদের দিকে গণেশ চতুর্থী এখন বেশ ধুমধাম করেই হয়। তোমার কথাটা ঠিক। ছবিটা সুন্দর হয়েছে।

 3 years ago 

সত্যি বলতে দাদা বাংলাদেশের পূজোর আমেজ টা দিন দিন একদম শেষ হয়ে যাচ্ছে। আগের মত আর ধুমধাম নেই। এই ব্যাপার গুলো খুব মিস করি।

 3 years ago 

আমাদের দিকে কতদিন বৃষ্টির দেখা নেই গরমে থাকা যাচ্ছে না। আর ভূড়ি তাহলে আসছে দাদা হি হি।গণেশ এর চিএটা ভালো একেছেন এবং রং টাও বেশ দারুণ করেছেন। ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

এবারের মিশন ভুঁড়ি বাড়ানোর মিশন 🤪🤪

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.037
BTC 106505.73
ETH 3608.31
USDT 1.00
SBD 0.55