অভ্রর জন্মদিন উপলক্ষ্যে নবনির্মাণাধীন ইসকন মন্দির থেকে ভগবানের আশীর্বাদ নিয়ে আসলাম

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার,,

আজ ২৯ আগস্ট। আমার একমাত্র ভাগ্নে অভ্রর জম্মদিন। পাঁচ বছর পূর্ণ হলো আজ ছেলেটার। দেখতে দেখতে বড় হয়ে গেল যেন। একদম প্রথম দিন থেকে ওর সমস্ত দুষ্টুমির সাক্ষী আমি। যতটা পারি আমরা সবাই মিলে ওর পাশে থেকে ওর দুষ্টুমি গুলোকে আরো প্রানবন্ত করার চেষ্টা করি। দুষ্টুমি এই জন্যই বলছি কারন আমার কাছে মনে হয় এই বয়সে একটা ছোট বাচ্চার প্রকৃত সৌন্দর্য তার দুষ্টুমিতেই প্রকাশ পায় বেশি। আর সত্যি বলতে মেধাও বিকশিত হয় এই বয়সটাতেই।

যাই হোক সব ছোট বাচ্চার জন্মদিন নিয়ে ভেতরে একটা আলাদা চাঞ্চল্য কাজ করে। এটাই স্বাভাবিক। অভ্র ও প্রতি মাসে বুলি নিয়ে ঘোরে কবে আমার জন্মদিন আসবে। মাথা পাগল করে দেয়। আমাকে তো দুই সপ্তাহ আগে থেকে ফোন করে দুই বেলা থেকে। এবার জন্মদিন তোমার সাথে করবো। কবে আসবে তুমি।

IMG_20220829_143138.jpg

Location

এবার শুধু ওর জন্যই আমার ঢাকা থেকে বাড়িতে আসা। এক সাথে মামা ভাগ্নে একটু মজা করব। কেক কাটবো। ছেলের ইচ্ছে লাভ কেক কাটবে। তো সকাল বেলা দিদি বলছিল একটু মন্দির থেকে ভাগ্নেকে নিয়ে ঘুরে আয়। কিছু ভোগ দিয়ে আয়। আমিও ভাবলাম ব্যাপারটা মন্দ হয় না । এমন দিনে মন্দির থেকে ঘুরে আসতে পারলে মনটাও ভালো লাগবে। আর আমাদের এখানে একটা নতুন মন্দির নির্মাণাধীন। ভাবলাম আজ ওখানেই যাব। এই সুযোগে নতুন মন্দির টাও দর্শন হয়ে যাবে।

IMG20220829124649.jpg
Location

IMG20220829124629.jpg
Location

যথারীতি আমি আর অভ্র কিছু মিষ্টি ভোগ সাথে করে নিয়ে নবনির্মাণাধীন ইস্কন মন্দিরের দিকে রওনা দিলাম। নতুন করে ছাড় দেয়ার পরে কখনো যাওয়া হয়নি সেখানে। আজকেই প্রথম গেলাম। বেশ বড় পরিসরে সাজিয়েছে মন্দির টা। দেখলাম এখনও টাইলস এর কাজ বাকি। শুনলাম টাকা ফুরিয়ে গেছে । তাই বাকি কাজ শেষ করে উঠতে পারে নি এখনো। কিছু দিন পর নতুন করে ফান্ড আসলে তখন আবার কাজ শুরু হবে।

IMG20220829124705.jpg
Location

IMG20220829124753.jpg
Location

IMG20220829125025.jpg
Location

IMG20220829124736.jpg
Location

IMG20220829124949.jpg
Location আসলাম

রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, এক পাশে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে , অপর পাশে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে। ঠিক অপর পাশে শ্রী শীল প্রভুপাদের বিগ্রহ রয়েছে। প্রতিদিন সকাল দুপুর এবং সন্ধ্যা বেলা করে পূজা অর্চনা করা হয় এখানে। প্রসাদের ব্যবস্থাও করা আছে। আমি আর অভ্র প্রণাম করে কিছুটা সময় চারপাশে ঘোরাফেরা করলাম। এত সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ বলে বোঝাতে পারবো না। ভগবানের আশীর্বাদ যে স্থানে রয়েছে সে জায়গাগুলো মনে হয় এরকমই শীতল হয়। যাই হোক কিছুটা সময় অবস্থান করে আমরা মন্দির থেকে বাড়ির দিকে রওনা দিলাম। মামা ভাগ্নে দুজনই বেশ খুশি। এভাবেই কাটলো অভ্রর জন্মদিনের সকালের মুহূর্ত টুকু।

Sort:  
 3 years ago 

অভ্রর জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মামা ভাগ্নে কে দেখেই বুঝা যাচ্ছে দুজনেই খুব খুশি। দোয়া করি যেন সারাজীবন এভাবেই হাসি খুশি থাকেন দুজনেই। আপনাদের জন্য শুভকামনা রইলো 🥰

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো এত সুন্দর মন্তব্য পেয়ে।

 3 years ago 

অভ্রর জন্মদিন উপলক্ষ্যে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।
জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা রইলো।
শুভ জন্মদিন

এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই সব সময় এভাবে পাশে থাকার জন্য 😊। অনেক ভালো থাকবেন।

 3 years ago 

জন্মদিনে সৃষ্টিকর্তার নিকট থেকে আশীর্বাদ চাওয়াটাই স্বাভাবিক। কারণ প্রত্যেকেরই ইচ্ছা থাকে তার প্রিয়জন যেন পৃথিবীতে দীর্ঘ জীবন লাভ করে। আর দীর্ঘজীবন দান করার মালিকই একজন, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। দাদা অভ্রর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

একদম মনের কথা গুলো বলেছেন ভাই। মনটা ভরে গেল এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.037
BTC 106177.98
ETH 3584.17
USDT 1.00
SBD 0.55