শেষ হলো আট দিন ব্যাপী হরিনাম সংকীর্তন

নমস্কার,,

ছোট বেলা থেকেই বাড়ির পাশে প্রতি বছর রাধা অষ্টমীর কীর্তন দেখে বড় হয়েছি। মাঝে করোনার জন্য বাদ ছিল এক বছর। এছাড়া কখনো বাদ যায় না এই অনুষ্ঠানটা। আমাদের এখানে এই কীর্তনের আয়োজন শুরু হওয়া মানেই দূর্গা পূজার গন্ধ চলে আসা। সবাই দিন গুনতে শুরু করি এই তো পূজো এসে গেল বলে। একদম ছোটবেলা থেকে ব্যাপারটার সাথে পরিচিত তো, তাই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সবসময়। আর সব থেকে বড় কথা হরিনাম সংকীর্তনের এই আয়োজনটা চলে আট দিন ব্যাপী। সারা বাংলাদেশের আর কোথাও এত লম্বা সময় ধরে কীর্তনের অনুষ্ঠান হয় বলে আমার জানা নেই। আর লোক সমাগমের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে একদম শেষের তিন দিন পা ফেলার জায়গা অবধি থাকে না।

IMG20230928194513.jpg

IMG20230928194004.jpg

Location

কীর্তন উপলক্ষে চারপাশে ব্যাপক মেলা বসে। নানান ধরনের খাবারের দোকান, ছোট বাচ্চাদের খেলনার দোকান, এ ছাড়াও পূজোর জিনিস পত্র নিয়ে আরো বিভিন্ন ধরনের দোকান পাট তো রয়েছেই। আমার অবশ্য মেলার গরম জিলিপির দিকেই বেশি লোভ থাকে। অন্য কিছু খুব একটা আমাকে টানে না। আর কীর্তন উপলক্ষে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় দীর্ঘ দিন পর। এটাও ভালো লাগার মাত্রা টাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমাদের এখানে কীর্তনে যেসকল মানুষ আসেন তাদের জন্য দুপুরে এবং রাতে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা থাকে। উপচে পড়া ভীড় থাকে সেদিক টায়। খাওয়া দাওয়ার আইটেমও বেশ ভালো থাকে এক কথায়।

IMG20230928194541.jpg

IMG20230928194551.jpg

IMG20230929193632.jpg

Location

শুধু যে বাংলাদেশ থেকে কীর্তনের দল আসে তা কিন্তু নয়। ইন্ডিয়া থেকে কীর্তনের দল আসে এখানে। এ বছর তিনটে দল এসেছে ইন্ডিয়া থেকে। খুব ভালো কীর্তন করেন সবাই। আমি যে খুব বেশি শুনি তেমন টা নয় একদম। ঐ রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় আমাকে রোজ। যাওয়া আসার পথে কিছুটা সময় দাড়িয়ে যে টুকু শোনা যায় আর কি। তবে ভার্সিটি লাইফের আগে বেশ শুনতাম। আসলে দিন যত গেছে তত বাদর হয়েছি। ভালো দিক থেকে মন অন্য দিকে হটে গেছে যেন বেশি। হিহিহিহি।

আজ ছিল অনুষ্ঠানের শেষ দিন। আর কিছুক্ষণ পরেই পুরো ফাঁকা হয়ে যাবে জায়গাটা। সত্যি বলতে পরের কয়েকটা দিন ওদিক দিয়ে যাতায়াত করতে নিলে কেমন একটা যেন লাগবে। একদম নিস্তব্দ চারপাশ। তবে দূর্গা পূজার কাজ শুরু হয়ে যাবে সাথে সাথেই। এদিক থেকেও বেশ ভালো লাগা কাজ করে। আবার একটা বছরের অপেক্ষা শুরু হয়ে গেল সাথে সাথে।

Sort:  
 11 months ago 

হরে কৃষ্ণ🙏হরিনাম সংকীর্তন শুনতে বেশ ভালো লাগে।ইন্ডিয়া থেকে যে দল আসে খুব ভালো কির্তন গায়। মুগ্ধ হয়ে শুনি কিছুটা সময়ের জন্য যেন হারিয়ে যাই অন্য এক জগৎ এ।আপনার মেলার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছি মেলা কতোটা জাঁকজমকপূর্ণ হয়।ভালো লাগলো আপনার পোস্ট টি।সুন্দর পোস্ট করেছেন আপনি।

এটা একদম ঠিক বলেছেন দিদি। আর ভগবানের নাম করলে মনটাও বেশ শান্ত থাকে। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। হরে কৃষ্ণ 🙏।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47