সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

IMG20211015175124.jpg

আমরা অনেকেই আছি যারা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির গন্ডি পেরিয়ে আজকে স্ব স্ব অবস্থানে স্বনির্ভর হয়ে গেছি। সমাজের চোখে আমরা আজ শিক্ষিত। শুধু শিক্ষিত বললে ভুল হবে, সুশিক্ষিত। কিন্তু আমরা কজন আছি যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের মনুষ্যত্ব ও বিবেককে শিক্ষিত করতে পেরেছি। সমাজের অধিকাংশ মানুষ মনুষ্যত্ব আর বিবেক কে নিজের পায়ের তলানিতে জায়গা দিয়েছে । নিজের ভাষায় যদি বলতে হয় তাহলে বলব শিক্ষিত মূর্খ হলেন এই শ্রেণীর মানুষ গুলো।

কান কথায় বিশ্বাস করে সত্যি মিথ্যা যাচাই না করে অন্যের ক্ষতি করতে আমরা বিন্দুমাত্র ভাবি না। আচ্ছা আমাদের পরিবার কি আমাদের এই শিক্ষা দিয়েছে ? নাকি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের এই শিক্ষা দিয়েছে ? এর উত্তর আদেও কি কারো কাছে আছে ?
উত্তর গুলো কারো কাছে নেই। আমরা যে যার যুক্তিতে অটল সব সময়। উগ্রতা, সাম্প্রদায়িকতা আমাদের চোখে কালো কাপড় বেঁধে রেখেছে।
সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা নিজে থেকে কেউ কখনো এই কালো কাপড় চোখ থেকে সরাতে চাই না। আর যাদের চোখে কালো কাপড় বাধা নেই তারাও কখনো অন্যের চোখের কালো কাপড় টা খুলতে যান না। যদি কখনো দু-একজন চেষ্টা করেন অন্যের মূর্খতাকে আঙুল দিয়ে দেখিয়ে বিবেক আর মনুষত্বকে একটু জাগ্রত করতে তাকেও নিজের জীবনকে বলি দিতে হয় ।

চারপাশের অন্যায় অত্যাচার সহ্য করতে করতে কেউ ন্যায় পথে যদি হাটে আমরা ভাবি সেও হয়তো ভুল পথে হাঁটছে। কিন্তু এভাবে আর কতদিন! দুর্বলের উপর সবলের অত্যাচার এটা পৃথিবীর জন্মের পর থেকে চলে আসছে। মানুষ যে এর থেকে পরিত্রান পায়নি এমনও কিন্তু না। হয়তো সময় লেগেছে অনেক। ঝরে গেছে অজস্র প্রাণ। গৃহহারা হতে হয়েছে লক্ষ লক্ষ মনুষ্য জাতি কে। কিন্তু আঁধার পেরিয়ে ভোরের আলো সেতো ফুটবেই। ধৈর্য ও সাহস নিয়ে সেই সময়টাকে মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ। হয়তো এটাই জীবন যুদ্ধ।

আজকের এই দিনে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি, চোখে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িক উগ্রতা কে বুকে লালন করে যারা , তাদের চোখের বাধন তুমি খুলে দাও। মনুষ্যত্ব আর বিবেক নামক প্রদীপটি প্রজ্বলিত করে দাও। ধর্ম-বর্ণ-জাতি কুল নির্বিশেষে সবাইকে যেন একজন মানুষ অপর মানুষকে ভালবাসতে পারে। একে অপরকে ভালো রাখতে পারে। সকল অশুভ শক্তির বিনাশ হোক। তোমার অপার মহিমায় ভরে উঠুক প্রকৃতি। 🙏

Sort:  
 3 years ago 

চারপাশের অন্যায় অত্যাচার সহ্য করতে করতে কেউ ন্যায় পথে যদি হাটে আমরা ভাবি সেও হয়তো ভুল পথে হাঁটছে। কিন্তু এভাবে আর কতদিন! দুর্বলের উপর সবলের অত্যাচার এটা পৃথিবীর জন্মের পর থেকে চলে আসছে।

সত্যের কোন মূল্য নাই ভাইয়া। এখানে বেঁচে থাকতে হলে সবার হাতের তলে থাকতে হবে। এটা এখন চলছে বাস্তবতা। আপনি খুবই সুন্দরভাবে বাস্তবতা তুলে ধরেছেন এবং আমাদের ভিতরে মনুষ্যত্ব হারিয়ে গেছে।হ্যাঁ সত্যি আমাদের উচিত জাতি-ধর্ম এসব না ভেবে সকলকে মানুষ হিসাবে ভালোবাসা। অনেক ভালো লাগলো কথাটা শুনে।

অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমার মতে কোন ধর্মেই কোনদিন লিখা হয়নি যে অন্য ধর্মের মানুষদের হত্যা করা বা অন্য ধর্মের মানুষদের ক্ষতি করো।সব ধর্মেই লিখা আছে নিজের ধর্মের মানুষকে ভালোবাসতে হবে এবং অন্য ধর্মের মানুষকে সবসময় ঠিক ততটাই ভালবাসতে হবে যতটা নিজের ধর্মের মানুষকে তুমি ভালবাসো। আমি মনে করি যারা এসব দাঙ্গা করে তারা কখনই কোন ধর্মের মানুষ হতে পারে না। তারা হলো মানুষরূপী কতগুলো অমানুষ যারা এই পৃথিবীটা এখনো বেঁচে আছে। কিন্তু আমি মনে করি তাদের বেঁচে থাকার কোন অধিকারই নেই। অনেক ভালো একটি টপিক নিয়ে আজকে লেখালেখি করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে ।

আপনি যে ধর্য্য নিয়ে লেখা টা পড়েছেন আমি এই জন্য কৃজ্ঞতা আপু সত্যি। অনেক ভালো থাকবেন আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.029
BTC 59060.44
ETH 2608.94
USDT 1.00
SBD 2.43