বৃষ্টি ভেজা কলকাতা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,,

কলকাতা। মায়ার শহর কলকাতা। ব্যস্ত শহর কলকাতা। অনেক নামেই বিশেষায়িত করা যায় এই শহরটাকে। যে যেমন ভাববে সে তেমন অনুভূতি নিয়ে ছুটবে। তবে আমার কাছে কয়েকদিনের ঘোরাফেরাতে মায়ার শহর বলে মনে হলো। কলকাতা শহরের সাথে আমার যেন কোথাও একটা বন্ধন আছে। আমাকে একা ছাড়তে চায় না কখনো। বৃষ্টি কে রাখবেই সাথে। হিহিহিহি। এবার যে কয়দিন থেকেছি রোজ বৃষ্টি হয়েছে। মজার ব্যাপার যখন ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার মাটিতে পা দিয়েছি তখন থেকেই বৃষ্টি শুরু। মুসল ধারায় বৃষ্টি নামিয়ে যেন আমাকে অভ্যর্থনা জানিয়েছিল কলকাতা শহর।

IMG20220809143732.jpg
Location

IMG20220809143642.jpg
Location

IMG20220809122331.jpg
Location

আমাকে নিউ মার্কেটে নিতে আসে দেবাশীষ দা। দাদা বাইক নিয়ে আসে নিতে। দেখেই বলছে চল ভাই আজ সারা শহর ঘুরবো বাইক নিয়ে। সারা রাত জার্নি করে সকাল এগারো টায় পৌঁছাই। শরীর খুব একটা যে ভালো ছিল না তাও না। তবু মনের জোরে বলেই দিলাম চলো ঘুরবো। এই বলতেই ঝুম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। একটা ছাওনিতে গেলাম দুজন। এক কাপ করে চা খেলাম। বৃষ্টির জল মাথায় পরছিল একটু একটু। বেশ ভালো ছিল মুহূর্ত টা।

IMG20220810121342.jpg
Location

IMG20220809143818.jpg
Location

IMG20220809134830.jpg
Location

বৃষ্টি একটু কমতেই বেড়িয়ে পরি দুজন। অনেক অনেক জায়গায় ঘুরেছি এক দিনেই। সেগুলো নিয়ে অন্য একদিন লিখব না হয়। আজ সে ছবি গুলো পোস্ট করছি এগুলো বেশির ভাগই বাইক নিয়ে ঘোরার সময় বাইকে বসে তোলা। ঐ দিন মহরম ছিল। ছুটির দিন হওয়ায় রাস্তাটা ফাঁকা ছিল। আর তার সাথে বৃষ্টি ভেজা রাস্তা, বেশ দারুন ছিল সব কিছু মিলিয়ে। রোদের তীব্রতা টা ছিল না। মুক্ত মনে গান গাইতে গাইতে দুই ভাই ছুটে বেরিয়েছি।

IMG20220809131238.jpg
Location

IMG20220809161431.jpg
Location

IMG_20220809_130455.jpg
Location

IMG20220809161322.jpg
Location

IMG20220812185057.jpg
Location

এবার ইন্ডিয়া গিয়ে যেন নতুন করে কলকাতা কে দেখলাম। নতুন কিছু আবিষ্কার করলাম। নতুন কিছুর যেন প্রেমে পরলাম আবার। এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। কোথাও পুরনোর ছোয়া আবার কোথাও আধুনিকতার ছোঁয়া। রাত নয় টা পর্যন্ত বাইরে ঘুরে তারপর বাড়ির দিকে রওনা নেই। কিছু কিছু জায়গা রাতের বেলাতে যেন অপরূপা লাগছিল। সেটার একটা ভিডিও পোস্ট করব কদিন পর। আশা করি ভালো লাগবে।

সত্যি বলতে শরীরটা খুব ক্লান্ত। আজ কোন কিছু নিয়ে সাজিয়ে লেখার মত শক্তি নেই। তাই বাইকে ঘোরার সময় কার কিছু ছবি সবার সাথে ভাগাভাগি করে নিলাম। পরের দিন না হয় অন্য কোন গল্প নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ্ থাকবেন।

Sort:  
 2 years ago 

কলকাতা শহরের সৌন্দর্য টিভির পর্দায় দেখেছি তবে এত সুন্দর নিখুঁত ফটোগ্রাফিতে কলকাতা শহরের সৌন্দর্য আরো স্পষ্টভাবে যেন ফুটিয়ে তুলেছেন। প্রতিটি স্থানের ছবি অনেক সুন্দর ভাবে তুলেছেন বেশ ভালো লেগেছে দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। অনেক ভালো লাগলো সত্যি। শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69253.24
ETH 2750.52
USDT 1.00
SBD 2.74