জীবন যেন পদ্ম পাতার জল

নমষ্কার,,

আমাদের জীবনটা পদ্ম পাতায় জলের মত। যে কোনো সময় যে কোনো দিকে গড়িয়ে যেতে পারে। ঠিক যেমনটা আমরা চাই একটা আর হয় আরেকটা। সামনে কখন কি অপেক্ষা করে আছে সত্যিই ভীষণ অজানা। যে ঠিকঠাক ব্যালেন্স করে ধরে রাখতে পারবে দিনশেষে সেই বিজয়ী। তবে যে হেরে যায় সে কিন্তু স্বপ্ন দেখতে ভুলে না কখনোই। ছোট্ট একটা আশা আর এই স্বপ্নই বোধ হয় আমাদের বাঁচিয়ে রেখেছে। নিথর জীবনে একটু হলেও গতির সঞ্চার করে কিছু স্বপ্ন কিছু আশা।

IMG20240211163039.jpg

IMG20240211163027.jpg

Location

মাঝে মাঝে আমি ভীষণ অবাক হয়ে যাই নিজের জীবনের দিকে তাকালে। আজ থেকে পাঁচ বছর আগেও কি ভেবেছিলাম, আর আজ কি ভাবছি। আকাশ পাতাল পার্থক্য একদমই। জীবন প্রবাহমান নদীর মতই। যেদিকে একটু সুযোগ পায় সেদিকেই বহবান। কত স্বপ্ন দেখেছি আর কত স্বপ্ন ভাঙার সাক্ষী যে হয়েছি ছোট্ট এই জীবনে সেটা হয়তো শুধু আমি আর আমার ঈশ্বরই জানেন। মজার ব্যাপার কখনো কখনো রেগে গিয়ে নিজেকে নিজেই গালি দিয়েছি। বারংবার প্রতিজ্ঞা করেছি আর কখনো স্বপ্ন দেখবো না। কিন্তু ওই যে না দেখতে চাইলেও দেখতে হয় । আপনা আপনিই মনের অজান্তে অনেক কিছু ভেবে ফেলি এবং স্বপ্ন দেখে ফেলি। মাঝে মাঝে মনে হয় এজন্যই হয়তো বেঁচে আছি এখনো।

IMG20240211163312.jpg

Location

প্রাপ্তি এবং অপ্রাপ্তি এই নিয়েই আমাদের জীবন। আমরা কেউ জানি না কাল কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। তবে হ্যাঁ জীবনের এই পর্যায়ে এসে অন্তত এটা মানতে বাধ্য হয়েছি যে, সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন এবং অনেক বুঝে শুনেই সবটা করেন। সবকিছুই হয়তো তার আগে থেকেই প্ল্যান করা। সময়ের আগে কোন কাজ কখনোই হয়ে উঠবে না। সঠিক সময়েই হয়তো সঠিক কাজটা হবে। আর এর আগ অবধি যতই কান্নাকাটি করি না কেন কোনই লাভ নেই।

ছুটে চলেছি প্রতিনিয়তই। হয়তো আরো ছুটতে হবে। তবে এবারে আমি নিরাশ হইনি এতোটুকুও। চারপাশে যা হচ্ছে হয়ে যাক তবু আমি সামনে এগোতে চাই। সাফল্যের মুখটা শেষ বেলাতে হলেও দেখতে চাই। একটু হাসিমুখে বাঁচতে চাই।

Sort:  
 6 months ago 

আসলে ভাই মানুষের জীবনটাই এমন শত শত স্বপ্ন দেখবে তার ভেতরে কিছু স্বপ্ন পূরণ হবে আর বাকিটা স্বপ্ন রয়ে যাবে। আপনি আজকে জীবনের লক্ষ্যমাত্রা একরকম দেখতে পাচ্ছেন আবার এক বছর পরে জীবনের লক্ষ্যমাত্রা অন্যরকম দেখতে পাবেন আর এভাবেই পর্যায়ক্রমে মানুষের জীবন পরিচালিত হয়।

Posted using SteemPro Mobile

ঠিক ভাই, জীবনের গন্তব্য এক এক সময় এক এক রকম। যে কোন সময় যে কোন কিছুর মুখোমুখি হতে হয়। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। ভালো থাকবেন সব সময়।

 6 months ago 

জীবন হচ্ছে নদীর স্রোতের মতো। কখন যে কোন গতিতে ছুটে চলে যাবে এটা আমরা কেউই জানিনা। আমাদের জীবনটা সত্যি বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনে কে কি স্বপ্ন দেখছে তা কেউ জানে না। এখন যে স্বপ্ন দেখতেছে হয়তো ৫-১০ বছর আগে সে এই স্বপ্ন দেখেনি, অন্য স্বপ্ন দেখেছিল। যেটা এটার থেকে একেবারে ভিন্ন। প্রতিনিয়ত ছুটে চলার মাঝেই আমরা বেঁচে আছি। আপনার লেখাটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

আপনার মতামত টাও খুব সুন্দর ছিল আপু। একদম নিজের জীবন থেকে বলেছেন যেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা মন্তব্যের জন্য।

 6 months ago 

ভাই আপনি বাস্তবতাকে এই পোষ্টের মধ্যে এত সুন্দর করে তুলে ধরেছেন দেখে আমার কাছে ভালো লেগেছে। জীবন আসলেই পদ্মার পাতার জল। কখন যে গুড়িয়ে যেতে পারে এটা আমরা কেউ জানিনা। এক সময় আমরা একরকম ভাবে চিন্তা করলেও, আরেক সময় ভিন্ন আশা নিয়ে বেঁচে থাকতে চাই। এক সময় এক রকমের স্বপ্ন দেখি। আসলে নিজেকে নিজে গালি আমিও অনেকবার দিয়েছি। অনেক সময় অনেক কিছুই হয়ে যায় আমাদের জীবনটাতে।

জীবনটাই আসলে এমন রং বদলায় প্রতি ক্ষণে ক্ষণে। এটাই হয়তো জীবনের নিময়। তবে দিন শেষে যা হয় এটা ভালোই হয়। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61228.86
ETH 2663.22
USDT 1.00
SBD 2.54