একটু লেখালিখি : এটাই "তোর স্বাধীনতা"
নমস্কার,
জীবনে চলার পথে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে আমাদের পরিচয় হয়। ধীরে ধীরে গড়ে ওঠে একটা সু-সম্পর্ক। কখনোবা সেই সম্পর্কটা পরিণত হয় একটা মিষ্টি বন্ধুত্বে। আবার কখনো বা সেই সম্পর্ক পরিণত হয় ভালোলাগাতে এবং ভালোবাসাতে। হয়তো এটাই জীবন। এভাবেই আমরা সমাজের নানান শৃংখলে আবদ্ধ।
সময় তার আপন গতিতে বয়ে চলে। দিন যত অতিবাহিত হতে থাকে আমরাও মানুষ হিসেবে তত পরিণত হতে থাকি। নানান রূপে নানান ভাবে কখনো কখনো চেনা মানুষদের দেখতে পাই। এক এক সময় সেটা মেনে নিতে পারি। আবার এক এক সময় কখনও মানতে পারি না। অনেক সময় এমন হয় নিজের বিশ্বাসের উপরেই একটা ঘেন্না চলে আসে।
আবার সবচেয়ে মজার বিষয় এটা যে, অনেকে কথা দিয়ে না রাখলেও সেটা বুঝতে পারে না। অনুশোচনাবোধ টুকুও তার ভেতরে কাজ করে না। নিজের কৃতকর্মের সবকিছুকে নিজের স্বাধীনতা বলিয়ে চালিয়ে দিতে চায়। সমাজে আবার এরা নিজেদের মানুষ বলে পরিচয় দেয়। সবকিছু তাদের কাছে কতই সহজ।
নিজের জীবনের সাথে এমন ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আজ আবোলতাবোল একটা লেখা আপনাদের মাঝে ভাগাভাগি করে নিচ্ছি।
তোর স্বাধীনতা
স্বাধীনতা মানে হাওয়া বদলে নিজেকে বদলে ফেলা
স্বাধীনতা মানে জীবন নিয়ে নিত্য নতুন খেলা
স্বাধীনতা মানে বিবেক হারিয়ে ছুরি বসিয়ে দেওয়া
স্বাধীনতা মানে স্বার্থের টানে সবটা কেড়ে নেওয়া
স্বাধীনতা মানে সোস্যাল মিডিয়াতে ঝড়
স্বাধীনতা মানে ভুলে যাওয়া কে আপন কে পর
স্বাধীনতা মানে রুচির পরিবর্তন
স্বাধীনতা মানে নতুন রূপের গঠন
স্বাধীনতা মানে হাত বদলের সুর
স্বাধীনতা মানে লক্ষ যোজন দূর
স্বাধীনতা মানে ভালোবাসা থেকে অভ্যেস
স্বাধীনতা মানে কাটা তারে বাঁধা দুই দেশ
স্বাধীনতা মানে স্বপ্ন পুড়িয়ে মারা
স্বাধীনতা মানে লাথি মেরে উঠে দাড়া
স্বাধীনতা মানে নির্লজ্জ খেলায় মেতে থাকা
স্বাধীনতা মানে অনুশোচনায় কবর দিয়ে রাখা
স্বাধীনতা মানে অতীত টাকে দুঃস্বপ্ন দিয়ে বোনা
স্বাধীনতা মানে আগুন জ্বালিয়ে সুখের প্রহর গোনা
স্বাধীনতা মানে বন্ধু বন্ধু নাটক
স্বাধীনতা মানে যা হবার তাই হোক
স্বাধীনতা মানে মনের নোংরামি
স্বাধীনতা মানে আমি নিজেকে জানি
মুখ ফুটে পুরো পৃথিবীর সামনে যদি নিজের অনুভূতিগুলো জানাতে পারতাম তাহলে হয়তো একটু হালকা লাগতো নিজেকে। কিন্তু ওই যে বড়দের কথা, অন্য কেউ কুকুর হলে নিজে কুকুর হইও না। সে অধম বলিয়া তুমি উত্তম হইবে না কেন। । এই কথাগুলোর জালে বারবার আটকে যাই। আবার খারাপ লাগে এটা ভেবে সব সময় আমাকে কেন সহ্য করতে হবে! আমাকেই কেন সবকিছু মেনে নিতে হবে!! সব দায় কি শুধু একা আমার!!
ভাই ভাইয়া সুন্দর ছিল আপনার কবিতা লেখা টি। যদিও বলেছেন আবোল-তাবোল কিন্তু এখানে বোঝার অনেক কিছু আছে। কেউ যদি এটি পড়ে গভীরভাবে চিন্তা করে তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আপনাকে ধন্যবাদ স্বাধীনতার সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল
ধন্যবাদ আপু এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। অনেক ভালো থাকবেন।
ভাইয়া আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগল।বিশেষ করে স্বাধীনতা মানে বিবেক হারিয়ে ছুরি বসিয়ে দেওয়া, স্বাধীনতা মানে স্বার্থের টানে সবটা কেড়ে নেওয়া। এর চেয়ে বাস্তব সত্য কথা আর কিছুই হতে পারে না। বাস্তবে স্বার্থের টান পড়লে কি হয় আরকি না হয় তার জলজ্যান্ত প্রমান আমি নিজেই। বিশেষ কিছু বলব না ভাইয়া, শুধু বলতে চাই অসম্ভব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই। এভাবেই পাশে থাকবেন সবসময়।
স্বাধীনতা সম্পর্কে আপনার আবেগগুলো আপনি অনেক চমৎকার করে শব্দ রুপ দিয়েছেন। পুরো কবিতাটি আমার নিকট অনেক ভালো লেগেছে। উল্লেখিত কয়েকটি লাইন আমার হৃদয় রেখা পার করেছে। আপনার শুভ কামনা করছি ভাই এভাবে ইনশাআল্লাহ এগিয়ে যান নিজের লক্ষ্য পানে।
খুব ভালো লাগলো ভাই এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। অনেক ভালোবাসা রইলো।
কথাটা দারুণ লাগল ভাই যতই দিন যায় আমরা মানুষ হিসেবে ততই পরিণত হতে থাকি। স্বাধীনতা নিয়ে কবিতা টা দারুণ লিখেছেন ভাই।
এটা দারুণ ছিল। আমরা এখন রাজপথের বদলে সোস্যাল মিডিয়ায় ঝড় তুলি সেজন্য আমাদের স্বাধীনতা ঐ সোস্যাল মিডিয়ায় অর্জিত হয়।
ভালো লাগলো আপনার মতামত ভাই । অনেক ভালো থাকবেন।
এক কথায় অসাধারণ, অসাধারণ একটি কবিতা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, আপনার লেখার প্রশংসা করতে হয়। আপনার সমস্ত লাইন গুলোর মধ্যে একটি বিদ্রোহ ভাবছিল, প্রতিটা লাইন যেন আমি আবৃত্তির ছলে অনুভব করেছি তার গভীরতা, তবে একটি লাইনে আমি থমকে গেছি, কতইনা আপন ভাবি সেই মানুষগুলোকে যারা বন্ধু বন্ধু অভিনয় করে গেছে আমাদের সাথে।
এত টুকুও যদি ভালো লাগে তাহলে সেটাই আমার অনেক বড় প্রাপ্তি ভাই। অনেক ভালোবাসা রইলো।