গানের আড্ডায় ।। পার্ট -৩ ।। রাজিব স্পেশাল পর্ব

in আমার বাংলা ব্লগ4 years ago

নমষ্কার,
আশা করি সবাই ভালো আছেন। আজকে গরমের ভাবটা একটু কম লাগছে। কাল রাতে হঠাৎ করেই বেশ ঠান্ডা বাতাস বইছিল। হয়তো সে জন্যই আজকে ওই ভ্যাপসা গরম টা আর নেই। একটু বৃষ্টি হলে খুব ভালো লাগতো। হয়তো খুব তাড়াতাড়ি হবে।

বেশ কিছুদিন হলো গানের আড্ডার পোস্ট করে চলেছি আপনাদের সাথে। আজ তার তৃতীয় পর্ব পোস্ট করছি। আরো দুইটা পর্ব হয়তো পোস্ট করবো।

আজকে পুরো গানটাই রাজীব একা গেয়েছে। ওর গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। একদম ভেতর থেকে গান করে ছেলেটা। আমি মুগ্ধ হয়ে যাই প্রতিবার। আমি ওর গিটার টা নিয়েই বাজানোর চেষ্টা করছিলাম। আসলে গানের সাথে একটু তাল টা ঠিক হলে জমে যায় পুরো। যতটা পেরেছি ওকে সঙ্গ দিয়েছি ।

মনের খোরাক মেটাতে দুই ভাই বসেছিলাম। হয়তো অশান্ত মনটাকে অনেকটাই শান্ত করতে পেরেছিলাম।

আসলে মাঝে মাঝে নিজেই ভয় পাই, এই গানের আড্ডার এত পোস্ট আপনাদের সত্যি ভালো লাগছে তো! নাকি একঘেয়ে হয়ে যাচ্ছে সব টা। খারাপ লাগলে জানাবেন। আসলে নিজের ভেতরে নেই বেশ কিছু দিন হল তাই ভালো মন্দ তেমন বুঝতেও পারি না।

সকলে ভালো থাকবেন।
আজ যা বর্তমান কাল তাই অতীত। আর অতীত এবং কৃত কর্ম কখনোই পিছু ছাড়ে না। যা কিছুই করবেন ভেবে চিন্তে করবেন । 🙏

Sort:  
 4 years ago 

রাজিব ভাইয়ের কন্ঠে গানটা আমার খুবই ভালো লেগেছে। ভাইয়ের কন্ঠ খুবই মিষ্টি। তার কন্ঠে গানটা শুনে খুবই ভালো লেগেছে আমার। আপনাদের আড্ডার পর্ব আরো অনেক গুলো দেখতে চাই ভাই। আপনাদের দুজনের জন্যই শুভকামনা রইল। দুজনে একসাথে গাইলে আরেকটু ভালো লাগতো মনে হয়।

 4 years ago 

ধন্যবাদ ভাই প্রতিবার এভাবে পাশে থাকার জন্য। ইচ্ছে আছে আরো দুইটা পর্ব পোস্ট করার ।

 4 years ago 

রাজিব ভাইয়ের গানের গলা সত্যিই অসাধারণ ।আমার কাছে তো অসাধারণ লেগেছে ।গিটার বাজানো👌👌।আপনাদের গানের পরের পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনাদের জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপু এভাবে উৎসাহ প্রদান করার জন্য।

 4 years ago 

দারুণ হয়েছে আপনাদের গানের আড্ডা। গিটারের সাথে গানটি গাওয়াতে বেশ চমৎকার হয়েছে। গান শুনতে সবারই ভালো লাগে। আপনার গানটি খুব চমৎকার হয়েছে। ধন্যবাদ এত চমৎকার একটি গান উপহার দেয়ার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু। এভাবেই পাশে থাকবেন সব সময়।

 4 years ago 

আপনার গানের গলা তো সব সময় শুনে আসছি আমার কাছে বেশ ভালো লাগে। তার সাথে রাজিব ভাইয়ের কন্ঠে গানটা শুনে অনেক ভালো লাগলো। ওনার কন্ঠ খুবই দারুণ। এর আগেও আপনাদের গানের আড্ডা দেখেছি। আজকের আড্ডাটা সবথেকে বেশি ভালো লাগলো।

 4 years ago 

দুই পাগলের মেলা বসেছিল আপু 😊। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

 4 years ago 

রাজিব ভাইয়ের গানের গলা সত্যিই অসাধারণ। পুরো গানটা শুনে খুব ভালো লেগেছে। আপনাদের গানের আড্ডা খুবই ভালো লেগেছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এভাবে পাশে থাকার জন্য। চেষ্টা করব আরও দুইটা পর্ব আপনাদের মাঝে নিয়ে আসতে।

 4 years ago 

আপনাদের গানের আড্ডার পাশাপাশি আপনাদের গানগুলো শুনতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর ভাবে গান গুলোর সাথে সুর মিলিয়ে আমাদের সাথে উপহার দেন।
আপনাদের জন্য শুভকামনা রইল

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই। পাশে থাকবেন সব সময়।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.037
BTC 105876.29
ETH 3568.01
USDT 1.00
SBD 0.55