গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে ❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

টানা কয়েকদিনের তাপদাহে যখন অতিষ্ঠ জনজীবন, তখন কিছুটা স্বস্তি খুঁজে পেতে ছুটে গিয়েছিলাম কাছাকাছি এক গ্রামে। আমার বাড়ি থেকে মোটামুটি ত্রিশ টাকা রিক্সা ভাড়া হলে সেখানে যাওয়া যায়। আমার এক পরিচিত ছোট ভাই রয়েছে সেখানে। বেশ ভালো আড্ডা দেই আমরা মাঝে মাঝেই। যাওয়ার আগে অবশ্য ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম গ্রামে বাতাস আছে নাকি। উত্তরে আমার ভাই বলেছিল, দাদা একবার শুধু আসেন, আর ফিরে যেতে ইচ্ছে করবেনা।

IMG20230515184353.jpg

IMG20230515185851.jpg

একদম সন্ধ্যার আগ মুহূর্তে রিকশা নিয়ে ১৫ মিনিটের মাঝে পৌঁছে গেলাম সেই গ্রামে। রিক্সা নিয়ে যখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই অদ্ভুত একটা শীতলতা অনুভব করছিলাম পড়ন্ত বিকালে। বেশ একটা ঠান্ডা হিমেল হাওয়া আসছিল চারপাশ থেকে। তারপর সেখানে পৌঁছানোর পর ছোট ভাইকে নিয়ে হাঁটতে শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম গরমে হাঁটতে হয়তো বিরক্ত লাগবে। কিন্তু আমার চিন্তাভাবনা যেন মুহূর্তেই ভুল প্রমাণিত হয়ে গেল। সব থেকে বেশি ভালো লাগছিল ফাঁকা রাস্তায় দুজন মিলে মন খুলে গল্প করতে করতে যখন হাঁটছিলাম।

IMG20230515185212.jpg

সাধারণত শহরের মধ্যে দিয়ে হাঁটতে নিলেও রিক্সা বা মোটরসাইকেলের হর্নের আওয়াজ বেশ অসহ্য করে মারে। কিন্তু এই ঝামেলাটা গ্রামে ছিল না একদম। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেদিক টাতে বেশ নিরিবিলি ছিল। আমাদের সঙ্গী ছিল শুধু পড়ন্ত বিকেলের বাতাস। মজার ব্যাপার এক ফোঁটা ঘাম সেদিন সন্ধ্যা বেলা ঝরে নি। অনেকদিন পর এত নিরিবিলি পরিবেশে সময় কাটালাম। ধানি জমির মাঝ দিয়ে হেটে গেলাম। চারপাশটা যখন কালো অন্ধকার হয়ে গেল তখন একটা ফাঁকা ব্রিজের উপরে বসে ছিলাম কিছুক্ষণ। এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। পাশে একটা দোকান থেকে আইস্ক্রিম নিয়ে আবার বসে গেলাম আমাদের আড্ডায়।

IMG20230515184303.jpg

IMG20230515184813.jpg

সন্ধ্যা তখন প্রায় আটটা বাজে। মা বাবা বাড়ি থেকে ফোন করতে শুরু করেছে। মন না চাইলেও ফিরতে হবেই তখন। সত্যি বলতে এরকম পরিবেশ ছেড়ে কখনো আসতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয় বাড়িটা গ্রামে হলে বোধ হয় বেশি ভালো হতো। ভেজাল মুক্ত বাতাসের সাথে সাথে কিছু খোলা মনের মানুষের সাথে সময় কাটতো অন্তত। যাই হোক, বেশ ভালো একটা সময় কাটিয়ে অবশেষে ফিরলাম বাড়িতে। তবে যে মুগ্ধতা গায়ে মেখে এসেছি, তাতে করে খুব শীঘ্রই হয়তো আবার আমাকে ফিরতে হবেই এখানে।

Sort:  
 2 years ago 

গ্রামের রাস্তায় গেলে একটু নিরিবিলি হাটা যায় এইসব গাড়ি ঘোড়ার যন্ত্রণা থাকে না। তাছাড়া গরমের সময় গ্রামের দিকে একটু বাতাস থাকে। আমাদের এখানে আজকে অবশ্য বৃষ্টি হয়েছে। পরিবেশ একেবারে ঠান্ডা। বেশ ভালোই সময় কাটিয়েছেন দেখছি।

 2 years ago 

আপু বৃষ্টি কে বলে দিয়েছিলাম আপনার কথা, তাই জন্যই তো আপনার বাড়ি পৌঁছে গেছে 😊। অ্যাপায়ন করে কয়েকদিন ধরে রাখবেন কেমন 😉হিহিহিহি।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 102050.87
ETH 3399.29
USDT 1.00
SBD 0.56