সুস্থ শরীরে থাকা টাই প্রকৃত সুখ

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার,,

আচ্ছা আমরা নিজেদের অবস্থান নিয়ে কতটা সুখী? কিছু না কিছুর অতৃপ্তি আমাদের সব সময় তাড়া করে বেড়ায়। একটা ইচ্ছে পূরণ হলে আরেকটার পিছনে ছোটা শুরু। কিন্তু আমাদের সব স্বপ্ন ইচ্ছে এক নিমিষেই থমকে যায় যখন এই শরীরটা অসুস্থ হয়ে পরে। একটু গভীর ভাবে কখনো ভেবে দেখেছেন একটু ঠান্ডা বা গলা ব্যাথা লাগলেই আমরা কেমন অনুভব করি! মনে হয় কখন এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। দুটো দিন যেন সহ্যই হতে চায় না। আর সেখানে যারা আরো বড় শারীরিক অসুস্থতা নিয়ে ভুগতে থাকেন তাদের মনের পরিস্থিতি টা একবার ভাবতে পারছেন! তাই ঈশ্বরের কৃপায় আমরা যারা সুস্থ্ আছি তারা প্রত্যেকেই আসলে সত্যিকারের সুখী।

IMG20220920174717.jpg
Location

বগুড়া থেকে দিদি ভাগ্নে এসেছে ঢাকায়। প্রধান উদ্দেশ্য ভাগ্নেকে ডাক্তার দেখানো। কিছু শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছে ছেলেটা। গতকাল ধানমন্ডিতে পপুলারের প্রধান শাখায় নিয়ে গিয়েছিলাম। ডাক্তারের সিরিয়াল কয়েকদিন আগেই নিয়ে রেখেছিলাম অনলাইনে। বিকালের দিকে পৌঁছে যাই। যথা সিরিয়াল অনুযায়ী ডক্টর দেখানো হয়ে যায়। দিদি জামাইবাবু ভাগ্নেকে এক পর্যায়ে আমার কাছে দিয়ে আলাদা ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে। আমি ভাগ্নেকে নিয়ে এদিক সেদিক ঘুরছিলাম। আর তখনই আসলে মাথায় নানান কথা ঘুরতে শুরু করে।

IMG20220920174624.jpg
Location

ডাক্তারের জন্য অপেক্ষায় থাকা মানুষ গুলোর মুখ কতটা অসহায় লাগছিল যে ! অসুখের কাছে ধনী গরীব বলে কেউ নেই। অনেককে দেখছিলাম রীতিমত কাদঁছে বাইরে বসে। একটু সুস্থতার জন্য মানুষ গুলো প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে। অনেকে আছে বিশ্বের সব প্রান্তে যেতে রাজি একফোঁটা সুস্থতার জন্য, যত টাকা খরচ করতে হয় তবু করবে। বিনিময়ে একটু সুস্থ হতে চান। নিশ্চিন্তে রাতে ঘুমাতে চান। নিজের মত করে জীবনটাকে উপভোগ করতে চান।

IMG20220920172734.jpg
Location
IMG20220920165051.jpg
Location

বলা যায় অনেক দিন পর হসপিটালে গিয়ে নিজের বিবেকের চোখটা যেন আরেকটা বার খুলে গেল। আমার মত অনেকেই আছেন যারা ছোট ছোট আঘাত গুলোকে বড় করে দেখে বড্ড বেশি ভেঙ্গে পরেন। নিজেকে নিয়ে হারিয়ে যেতে চান কোন দিশা খুঁজে না পেয়ে। কিন্তু আমরা যারা সুস্থ্ আছি তারা কি কখনো ভেবে দেখেছি আমরা আসলে কতটা সুখী !!! কতটা ভালো আছি নিজেরা সেই মানুষগুলোর তুলনায় যারা অসুস্থ হয়ে প্রতিনিয়ত যন্ত্রণায় কাতরাচ্ছে ! তাই এখন মনে হয় সুস্থ্ থাকা টাই প্রকৃত সুখ। এই ব্যাপারটা আমরা নিজেরা যত তাড়াতাড়ি অনুভব করতে পারবো, নিজেদের তত বেশি ভালো রাখতে পারবো।

Sort:  
 3 years ago 

ডাক্তারের জন্য অপেক্ষায় থাকা মানুষ গুলোর মুখ কতটা অসহায় লাগছিল

আপনার ভাগ্নে অসুস্থ জেনে খারাপ লাগলো। আসলে অসুস্থতার সময়গুলোতেই সুস্থ জীবনের মূল্য অনুভব করা যায়। আমরা হয়তো অন্যের চেয়ে অনেকটা সুস্থ আছি। কিন্তু যারা দীর্ঘদিন থেকে অসুস্থ জীবন যাপন করছে তাদের দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। মনে হয় যেন তারা কত রাগ ঘুমায়নি। হয়তো নিশ্চিন্তের সেই ঘুম তাদের আসেনা। বিশেষ করে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যে মানুষগুলো অপেক্ষায় বসে থাকে সেই মানুষগুলোকে দেখলে সত্যি অনেক মায়া লাগে।

 3 years ago 

একদম মনের কথা বলেছেন আপু। যার হয় ব্যাপারটা সেই বোঝে শুধু,, ব্যাথাটা কত তীব্র। ঈশ্বর সবাইকে যেন সুস্থ রাখে এটাই প্রার্থনা শুধু 🙏

 3 years ago 

একদম দাদা।তবে শরীর সুস্থ থাকার পাশাপাশি মনটা সুস্থ থাকাও জরুরি দাদা।কারণ মনের শক্তি বড়ো শক্তি😁।

আর দোয়া করি আপনার ভাগ্নে যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।উপর ওয়ালা সহায় হোক।🙏

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন ভাই,, মনের শক্তি বড় শক্তি। অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। এভাবেই সব সময় পাশে থাকবেন।

 3 years ago 

সুস্থ থাকলে বোঝা যায় না যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নেয়ামত। যখনই শরীর অসুস্থ হয়ে যায় তখনই বুঝতে পারি যে সুস্থ থাকা কতটা জরুরি। হঠাৎ অসুস্থ হয়ে গেলে মন মেজাজ কোন কিছুই ভালো লাগেনা। আর যারা দীর্ঘ জটিল রোগে ভুগছেন তাদের কথা তো চিন্তাই করা যায় না। তারা কিভাবে মানসিকভাবে শক্ত থাকেন আল্লাহই জানে। ভাগ্নের কি হয়েছে? আপনার বোন দুলাভাই আলাদা ডাক্তারের সাথে কেন কথা বলেছে? আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন ভাগ্নেকে।

 3 years ago 

আপু ভাগ্নের হাইড্রোসিল জনিত সমস্যা দেখা দিয়েছে। সার্জারি করতে হবে। ভাগ্নে অপারেশনের নাম শুনলেই ভয় পায়। তাই ওকে আমার কাছে দিয়ে দিদিরা ডাক্তারের সাথে কথা বলছিল। দোয়া করবেন আপু ছেলেটা যেন ভালো থাকে সব সময়। 🙏

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110836.75
ETH 4311.34
USDT 1.00
SBD 0.82