বেচেঁ থাকার গান

in আমার বাংলা ব্লগ4 years ago

বেশ লম্বা সময় হলো ইউকুলেলে নিয়ে বসা হয় না। নিজের মত করে নিরিবিলিতে সময় কাটাতে পারি না। দুই মাসের বেশি সময় একদম যান্ত্রিক জীবন যাপন করছি। তার মাঝে দিদি আর ভাগ্নে এসেছে বাড়িতে। ছোট পুচকের সাথে হাসি ঠাট্টা করতে করতে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারি না। আসলে দিদির ননদের হাজবেন্ড একটু অসুস্থ হওয়ায় ভালো চিকৎসা করার জন্য দিদির শশুর বাড়িতে এসছেন। হাসপাতালে ছোটাছুটি করা এই করোনা মহামারীতে, তাই বাড়িতে ছোট বাচ্চা রেখে কাজ করা একটু রিস্কের হয়ে যায়। এ জন্য আমার জামাইবাবু দিদি আর ভাগ্নেকে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন । যত দিন চিকিৎসা চলবে আমাদের বাড়িতেই থাকবে দিদি আর ভাগ্নে 😊। একদিক দিয়ে খুব ভালো ব্যাপারটা। বাড়িতে দারুন সময় কাটছে।

তবে ভাগ্নের সামনে উকুলিলে বাজানো অনেক দুর্বিষহ একটা ব্যাপার। ছুটে আসে বাজাতে। এমন ভাবে স্ট্রিং ধরে টানাটানি করে, মনে হয় আমার কলিজা ধরে টানছে। তাই ঠিক করেছি ও যত দিন বাড়িতে আছে এই যন্ত্র আর বের করছি না 🙃😊।

তো আজ সন্ধ্যে বেলা হঠাৎ করেই কিছু সময়ের জন্য বাবা ওকে নিয়ে বাইরে যায়। ভাবলাম এটাই সুযোগ। অনেক দিন পর একটু টুনটান করি 😂।

অনেক দিন পর বাজাতে নিয়ে দেখছি একদম নতুন নতুন লাগছে সব। আগের মত ফ্রিলী আর হাত টা মুভ করতে পারছি না। তখনই বুঝতে পারলাম প্র্যাক্টিস কত বড় একটা শক্তি। যাই হোক 20 মিনিটের মত বাজালাম। ভালোই লাগছিলো অনেক দিন পর। সেই সুযোগে অনুপম রায় এর কম্পোজ করা এবং রুপম ইসলাম এর গাওয়া বিখ্যাত একটা গান "বেঁচে থাকার গান" টা একটু গাওয়ার চেষ্টা করলাম।

আমি তো এমনি ঠিক গাই না, তার মাঝে এত দিন অভ্যাসের বাইরে থাকার জন্য দেখি গলা দিয়ে গান আর বেরোচ্ছে না 😢। সুর টাও কেমন কেমন যেন হচ্ছে। তবুও রেকর্ড করলাম । ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন।

Sort:  
 4 years ago 

আমার ভীষণ প্রিয় গান।ভালো লাগলো আপনার গান। ধন্যবাদ

 4 years ago 

ধন্যবাদ আপু

 4 years ago 

অসাধারণ ভাই অসাধারণ।
অনেকদিন পর আপনার নতুন পোস্ট দেখলাম, আপনাকে এতদিন অনেক মিস করেছি এবং আপনার গানগুলো কে। আজকে একটা খুব সুন্দর গান আমাদের সাথে শেয়ার করবেন। গানটির সুর অনেক সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

অনেক দিন আসলে বসা হয় না। আবার কিছু দিন হয় গ্যাপ যাবে। তারপরও চেষ্টা করছি মাঝে মাঝে। ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য।

 4 years ago 

প্রিয় গানগুলোর একটি।সুন্দর গেয়েছেন🥰এখন থেকে নিয়মিত চালায় যান আবার ফর্মে ফিরবেন☺️

 4 years ago 

ব্যাক্তিগত কিছু সমস্যার জন্য নিয়মিত হতে পারছি না। হয়ত আরও সময় লাগবে। ধন্যবাদ ভাই

 4 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া আপনার গানটি। অনেকদিন পর আপনার গান শুনলাম। খুবই ভাল লেগেছে ভাইয়া আপনার গলায় গানটি। এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে উৎসাহিত করার জন্য।

আমার খুব পছন্দের একটা গান আপনি গেয়েছেন ভাইয়া। খুব সুন্দর লাগলো গানটা শুনে। মনটা জুড়িয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

 4 years ago 

ধন্যবাদ আপু গানটি শোনার জন্য ।

 4 years ago 

আপনি খুবই সুন্দর গান করেন।বাজিয়েছেন ও চমৎকার।আপনার লেখাটা পড়ে বেশ ভালো লেগেছে।বেশি মজা লেগেছে আপনার ভাগ্নে যখন আপনার স্ট্রিং ধরে তাটাটানি করে আর তখন আপনার মনে হয় কলিজা ধরে টান দিয়েছে।খুবই ভালো লেগেছে কথাগুলি।আপন জন বাড়িতে এলে সত্যি অন্য রকম অনুভূতি কাজ করে।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

 4 years ago 

আপনি যে সব টা লেখা পড়ে তারপর গানটা শুনেছেন এটা সত্যি অনেক বড় পাওয়া আমার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু।

ওয়াও ভাই অসাধারণ আপনার তুলনা হয় না। আপনার আর ইশা দিদির গান বরাবরে আমাকে ভালো লাগে। আপনি আজকে আমাদের অসাধারণ একটি গান উপহার দিয়েছেন। এই গানটি আমি যতই শুনি ততই যেন মন ভরে না। এত সুন্দর একটি গান আপনার গলায় শুনতে পেরে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ ভাই আপনার প্রতি শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই সব সময় এভাবে পাশে থাকার জন্য। দোয়া করবেন ❤️

 4 years ago 

আপনার ইউকুলেলে বাজানো টি যে কি পরিমাণ ভালো হয় তা আসলে বলে বুঝাতে পারবোনা। আমার শুধু শুনে থাকতেই ইচ্ছে করছে। আর গানটা তো আপনি বরাবর ই খুব ভালো গাইতে পারেন। এই নিয়ে আলাদা করে কি আর বলবো। অনেকদিন পর আসলেই আপনার গান পেলাম। শুনে খুব ভালো লাগছে।

 4 years ago 

আপু আমার মেন্টর ঈশা ম্যাডামের কিন্তু গানটা পছন্দ হয় নি 😐😕। তাই এত প্রশংসা করেন না, বিশ্বাস হবে না কিন্তু। হিহিহিহি। অনেক ভালো থাকবেন আপু।

 4 years ago 

দাদা আপনি অনেক সুন্দর গেয়েছেন আপনার কাজ থেকে আরো গান শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো

 4 years ago 

ধন্যবাদ ভাই। ❤️

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 109502.25
ETH 3879.72
USDT 1.00
SBD 0.62