বোনকে নিয়ে একটু হাটাহাটি এক বিকেলে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমষ্কার,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ এসে গেল বলে। সব বাড়িতে এখন খুশির আমেজ। আমার নিজের মাঝেও। ধর্ম যার যার উৎসব সবার। অনেক আড্ডা হবে বন্ধুদের সাথে। ঘোরাঘুরি হবে। ভাবতেই অন্যরকম লাগছে।

IMG_20220501_124626.jpg

সে যাই হোক, আজ ভাগাভাগি করে নিচ্ছি গতসপ্তাহে ছোট বোনকে নিয়ে বেরোনোর কিছু কথা। আমি ঢাকা গিয়েছিলাম প্রয়োজনীয় কাজে। তো যেদিন বাড়ি ফিরি ঠিক তার পর দিনই আমার বাড়িতে আমার মাসি মেসো আর ছোট বোন ঘুরতে আসে।

IMG20220424181615.jpg

IMG20220424181749.jpg

তো যেদিন আসে আমাকে বার বার বোন বলতে থাকে দাদা কোথাও একটু ঘুরিয়ে নিয়ে এসো। সত্যি বলতে আমার মন ভালো ছিল না। তাই হয়তো ইচ্ছে করেই আমাকে বাইরে বের করার জন্য বেশি জেদ করছিল। আমাদের এখানে খুব একটা ভাল ঘোরার জায়গা নেই। বললাম এমনি হাঁটাহাঁটি করবো কিন্তু রাস্তা দিয়ে। বোন তাতেই রাজি। তো দুজনে হাঁটতে হাঁটতে হঠাৎ ভাবলাম যাই একটু মন্দির থেকে ঘুরে আসি। মনটা টা ভালো লাগবে।

IMG20220424180946.jpg

IMG20220424180925.jpg

IMG20220424181209.jpg

দুজনে চলে গেলাম উত্তর বাহিনী মহা শশ্মানে। ওখানে বাবা লোকনাথ আর মা কালীর মন্দির আছে। দুজনে মন্দির দর্শন করলাম। প্রণাম করলাম। তারপর চারপাশ একটু ঘোরাফেরা শুরু করলাম।

IMG20220424181439.jpg

IMG20220424181525.jpg

IMG20220424182011.jpg

পাশেই করতোয়া নদী ছিল। কিন্তু নদীর অবস্থা এতই করুন যে , মানুষকে বলে চেনাতে হবে যে এটা নদী ছিল এক সময়। তারপর যেখানে মৃত দেহ সৎকার করা হয় সেদিকটা একটু ঘুরে আসলাম। পরিবেশ টা বেশ ভালো ছিল।

IMG20220424183039.jpg

দেখতে দেখতে সন্ধ্যে হতে শুরু করলো। আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে দুজন দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে ফিরলাম। ভালই একটা বিকেল কেটেছিল বলা যায়। আজ এখানেই রাখছি।

সকলে ভালো থাকবেন।
ভালোবাসার মানুষকে বুকে আগলে রাখুন।

Sort:  
 3 years ago 

আপনি আপনার বোনের সাথে খুবই আনন্দময় বিকেলবেলার ভালো মুহূর্ত সময় অতিবাহিত করেছেন তা আমাদের মাঝে শেয়ার করেছেন।তা দেখে আমাদের ও ভালো লেগেছে।আসলে বিকেলবেলার সময় খুবই উপকারী ঘোরাফেরার জন্য।আমি নিজেও এই সময়টাকে ও ভালো সময় মনে করি।

 3 years ago 

আসলেই তাই। মনটা বেশ হালকা লাগে। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধর্ম যার যার উৎসব সবার।

ভাইয়া আপনি এই কথাটি একদম ঠিক বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আসলে উৎসবের আমেজ যখন চারপাশে শুরু হয় তখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝেই সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আপনি আপনার বোনের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং ঘুরতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। আশা করছি বাইরে ঘোরাঘুরি করার মাধ্যমে আপনার মন ভালো হয়ে গেছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ ভাই সত্যি অনেক ভালো লেগেছিল একটু হাটাহাটি করে। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

বোনের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। আসলে আত্মীয়-স্বজন বাসায় আসলে তাড়াতাড়ি নিয়ে একটু ঘুরানো উচিত। কিন্তু আপনার মন খারাপ এইটা জেনে আসলে খারাপ লাগলো।তবুও বোনকে নিয়ে সুন্দর একটি মুহূর্ত পার করেছেন।ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পুরো লেখা পড়ে এমন সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

 3 years ago 

বোনের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। এরকম মুহূর্তগুলো আমাদের জন্য সত্যিই অনেক প্রয়োজনীয়। নিশ্চয়ই অনেক জেদাজেদি করে ঘুরতে এসে আপনার বোনের বেশ ভালই লাগলো। বিশেষ করে দেওয়ার সময় আইসক্রিম খাওয়ার ব্যাপারটা ও ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ভাই বোনের সম্পর্ক মানেই তো দুষ্টু মিষ্টি খুনসুটির একটা ব্যাপার থাকবেই। আমিও খুব এনজয় করি এই ব্যাপারটা আপু 😊

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি বোনকে নিয়ে দারুন সময় কাটিয়েছেন। বোনকে নিয়ে ঘুরতে যাওয়ার বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আমার নিজের কোন ভাই নাই তাই আপনাদের বিষয়টি দেখে মনে অনেক শান্তি পেলাম। আশা করছি আপনাদের প্রতিটা সময় অনেক উপভোগ্য হয়েছে অনেক কোয়ালিটি সম্পন্ন সময় কাটিয়েছেন। বোনের সাথে দারুণ অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই বোন মানেই খুনসুটি তে ভরা। এটা ওটা নিয়ে পেছনে লাগা। খুব মজা লাগে এই ব্যাপার গুলো আপু। আর আমাদের এই পরিবারে আমরা সবাই আছি আপু। আমরা ভাইয়ের থেকে কম কিসে।

 3 years ago 

দিলেন তো ভাইয়া মনটা খারাপ করে আপনাদের ছবি দেখে আমার আর আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল, অনেকদিন আমার বড় ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারি না আইসক্রিম খেতে পারিনা সত্যিই আপনাদের কে দেখে আমার বড় ভাইকে অনেক মিস করছি, শ্বশুর বাড়িতে আছি তাই বড় ভাইয়ের সাথে অনেকদিন ঘুরতে যাওয়া হয়না, আবার আপনাদের ঘোরাঘুরি দেখে অনেক ভালো লাগছে আমাদের সকলেরই উচিত ভাইবোনেরা মিলে অনেকটা ঘুরে বেড়ানো খাওয়া-দাওয়া করা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের কাটানো এত সুন্দর সময়ের কিছু ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

কি বলি যে আপু। এই মুহূর্ত গুলো সত্যিই অন্যরকম। ঈদের ছুটিতে ভাইয়ার কাছে চলে আসুন এবং খুব আনন্দে সময় উপভোগ করুন।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে বোনকে নিয়ে একটু হাটাহাটি চমৎকার সময় কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

বোনের সাথে খুব সুন্দর একটা বিকাল পার করেছেন দাদা । ঈদ উপলক্ষে এ রকম ঘোরাঘুরির আমেজ এখন সবার মধ্যেই। প্রকৃতির ছবিগুলো খুব সুন্দর হয়েছে । আর আইসক্রিম টা সত্যিই জিভে জল চলে আসলো। আপনার জন্য শুভকামনা রইল দাদা এভাবেই এগিয়ে যান। 🖤

 3 years ago 

ভালো লাগলো ভাই তোমার কমেন্ট পেয়ে। অনেক ভালো থেকো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77