আজ উল্টো রথ যাত্রা 🙏

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

আজ ছিল উল্টো রথ যাত্রা। জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরলেন। দিনটা সাধারণ ভাবেই ছিল খুব উৎসব মুখর। সকাল থেকেই কানে ঢোলের শব্দ ভেসে আসছিল। দুপুরের দিকে রথ নিয়ে পুরো পাড়া প্রদক্ষিণ করা হবে নেচে গেয়ে। তাই ভেতরে যে বেশ আনন্দ হচ্ছিল এটা আর বলার অপেক্ষা রাখে না। গত সপ্তাহে রথের সাথে ঘুরতে পারি নি। জ্বর বাবাজী কাবু করে রেখেছিল। তাই আজকে কোন ভাবেই আর আমাকে কেউ আটকাতে পারে নি।

IMG20230628131729.jpg
Location

IMG20230628133429.jpg
Location

সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। ভীষণ মেঘ ছিল আকাশে। তবে খুব জোড়ে একটানা বৃষ্টি কোথাও হয় নি। আবহাওয়া টা বেশ ঠাণ্ডা ছিল। স্নান সেরে রথ যাত্রায় বেড়িয়ে যাওয়ার কথা আমার। কিন্তু কি যেন মাথায় আসলো যে একটু চোখ বুজে নেই। মিনিট দশেক পর স্নান করব। এই করে এক ঘন্টা ঘুমিয়ে আছি বুঝতেই পারি নি। বন্ধু যখন ফোন করে বললো এখন রথ বেরিয়ে যাবে তখন গে আমার হুশ আসলো। তারাহুরো করে স্নান সেরেই দৌড় অন্য পাড়ায়। খালি পায়ে অনেক দিন পর পাকা রাস্তায় হাঁটছিলাম। কেমন একটা অস্বস্থি লাগছিল, আসলে অভ্যাস না থাকলে যা হয়। মাঝে একবার বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল। ভাবলাম আজ আর থামছি না। জগন্নাথের নামে বেরিয়ে যখন পরেছি একবার তখন জ্বর সর্দির ভয় আর করছি না।

IMG20230628140925.jpg
Location

IMG20230628131745.jpg
Location

পনের মিনিট পর পাশের পাড়া পৌঁছনোর আগেই দেখি মাসির থেকে জগন্নাথ দেব যাত্রা শুরু করে দিয়েছে। ঢোলের তালে নেচে গেয়ে সবাই মিলে রথের দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি কি আর দেরি করে থাকতে পারি! এক দৌড়ে চলে গেলাম সেই জটলার মাঝে। জয় জগন্নাথ বলে নাচ শুরু একদম। হাহাহাহাহা। এটা এক অন্যরকম আনন্দ। সব বয়সী মানুষের সাথে এই মজার অনুভূতি টুকু বলে বোঝাতে পারবো না আমি। আর একটু পর পর প্রসাদ খাওয়ার ধুম তো আছেই। দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত একটানা ছিলাম রথের সাথে। জগন্নাথ মন্দিরে এসে আমাদের রথ যাত্রা এবছরের মত সমাপ্ত হয়।

প্রণাম সেরে বাড়ির দিকে রাস্তা নিলাম। মেলার ভেতর আর যাই নি। আসলে পা টা বেশ ব্যাথা করছিল। বাড়ি এসে কাদা মাখা শার্ট প্যান্ট ছেড়ে ঠিকমত ফ্রেশ হয়ে উদুম্ এক ঘুম দিলাম সন্ধ্যা অবধি। তার আগে ঠাকুর কে শুধু বললাম, প্রভু সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর তুমিও ভালো থেকো। আসছে বছর যেন আবার এভাবেই আনন্দ করতে পারি।
জয় জগন্নাথ 🙏🙏

Sort:  
 2 years ago 

আজ উল্টো রথে তো দারুন মজা করেছেন দেখছি আপনি। সত্যিই সকলের সাথে এই আনন্দটা উপভোগ করার এক অন্যরকম অনুভূতি রয়েছে ,যদিও এরকম সুযোগ আমার কখনো হইনি ।তবে রথের দড়ি টানার জন্য রাস্তার সামনে পাড়ার সব বন্ধু-বান্ধবীরা মিলে একসাথে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ,খুব মজা হতো। আপনার জ্বর তাহলে একদম সেরে গিয়েছে দেখছি, জেনে ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ আপনাদের আশীর্বাদে এখন অনেকটা ভালো আছি। চেষ্টা করছি ভালো থাকার। আশা করি আপনিও ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

গতকালকের একটি ভিডিওতে দেখেছিলাম উল্টো রথ যাত্রায় দুর্ঘটনা ঘটেছে খুবই কষ্ট লাগলো এমন একটা দুর্ঘটনা দেখে। তবে যাই হোক রথ বিষয়ে আমার তেমন বেশি একটা ধারণা ছিল না আপনাদের মাধ্যমে অনেক কিছু জানতে পেরে বেশ ভালো লাগে আমার।

 2 years ago 

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যিই খুব কষ্ট দেয় ভাই। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111058.13
ETH 4319.58
USDT 1.00
SBD 0.83