মা ভবানীর দর্শন 🙏

নমস্কার,,

আজ গিয়েছিলাম ভবানীপুর, মা ভবানীর মন্দিরে। ৫১ সতী পিঠের একটি হলো এই মা ভবানীর মন্দির। একটা পূণ্য ভূমি বলা যায়। বাংলাদেশে এই একটাই সতী পিঠ রয়েছে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। ত্রিশ মিনিট সময়েই অনায়াসে চলে যাওয়া যায়। আর যোগাযোগ ব্যবস্থা টাও বেশ ভালো। আমাদের এখান কার যত মানুষ জন আছে, এছাড়াও আশে পাশের অনেক জেলার মানুষ কোন শুভ কাজ শুরু করার আগে এই মা ভবানীর মন্দিরে পূজা দিয়ে তবেই সেটা শুরু করে। আমি নিজে অনেকবার এসেছি মায়ের মন্দিরে। এটা মায়ের কৃপা হয়েছে বলেই সম্ভব হয়েছে।

IMG20230719134113.jpg
Location

IMG20230719140026.jpg
Location

আজ মায়ের মন্দিরে আসার অন্যতম কারণ হলো আমার বন্ধু বাপ্পির জন্য। গাড়ির ব্যবসা করে বাপ্পী। পাঁচ টা গাড়ি আছেই। সম্প্রতি আরেকটা নতুন গাড়ি নিয়েছে। তাই সেটা রাস্তায় নামানোর আগে মা ভবানীর মন্দিরে এসে পুজো দিয়ে গেল। বাপ্পী সব সময় আমাকে প্রভু বলে ডাকে মজা করে। তো গতকাল রাতে হঠাৎ ফোন দিয়ে মন্দিরে আসার জন্য অনুরোধ করলো। আমিও আর না করলাম না। যে কোন মন্দিরে যাওয়ার জন্য আমাকে যখন কেউ বলে আমি কখনোই না করি না বিশেষ কোন অসুবিধা না থাকলে। কারণ মন্দিরে ভগবানের কাছে যাওয়ার সৌভাগ্য সব সময় সবার হয় না। ঈশ্বর কৃপা করলে তবেই এটা সম্ভব।

IMG20230719135903.jpg
Location

IMG20230719135100.jpg
Location

IMG20230719135305.jpg
Location

সকালের দিকে আসার কথা থাকলেও আমাদের রওনা দিতে দিতে প্রায় দুপুর হয়ে যায়। খুব বেশি লোকজন ছিলাম না। বড়জোর ১৪,১৫ জন হবে হয়তো। গতকাল থেকে বেশ গরম পরেছে। তাই দুপুর বেলা আসতে একটু অসুবিধাই লাগছিল। তবে মন্দিরে পৌঁছার পর সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। খুব ভালো লাগছিল সত্যি। মন থেকে যেন একটা তৃপ্তি পাচ্ছিলাম। প্রতি শুক্রবার বেশ ভিড় হয় এখানে। আজ তুলনামূলক ভিড় টা কম ছিল। সবাই পুজোর কাজ নিয়ে যখন ব্যস্ত, আমি তখন চারপাশে ঘুরে বেড়ালাম একটু।

IMG20230719153520.jpg
Location

IMG20230719135513.jpg
Location

IMG20230719140114.jpg
Location

প্রতি বছর মাঘী পূর্ণিমাতে এখানে পূণ্য স্নান অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে ভক্ত সমাগম ঘটে। এছাড়াও সারা বছর তো নানান অনুষ্ঠান লেগেই থাকে। মায়ের সমানে বেশ কিছু টা সময় বসে ছিলাম আজ। সত্যি বলতে অনেক মনের ইচ্ছের কথায় তো আমরা সবাই জানিয়ে আসি। তবে আজকে বার বার যে কথা টা মনে এসেছে, আমি যেন সঠিক পথে চলতে পারি। জীবনের বাধা গুলো যেন কেটে যায়। সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি সবসময়।

Sort:  
 last year 

মা ভবানীর মন্দিরে আপনি যে মনের কথাগুলো বলেছেন দোয়া করি আপনার সেই মনের আশা গুলো যেন পূর্ণ হয়। আসলে আমাদের জীবনে হয়তো অনেক অনেক বাঁধা আসে। কিন্তু সৃষ্টিকর্তা একদিন সব বাঁধা অতিক্রম করার শক্তি দান করবেন। আপনার জীবনের সব সমস্যা মিটে যাক এই প্রত্যাশাই করি।

 last year 

দোয়া করবেন আপু ভাইয়ের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56325.56
ETH 2374.82
USDT 1.00
SBD 2.33