ভগবান শ্রীকৃষ্ণের মুখমন্ডল অংকনের চেষ্টা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমি তো সর্দি আর ঠান্ডা নিয়ে ভুগে চলেছি। তবে আগের থেকে অনেকটা ভালো আছি। আশা করি দুই-একদিনের মাঝেই অনেকটাই সুস্থ হয়ে যাব। শরীর খারাপের জন্য নতুন করে কোন কিছু করে উঠতে পারছিনা। অনেক কাজ পিছিয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই। মেনে নিতে হবে । আর মেনে নিয়েই চলছি।

আমাদের এই পরিবারের অনেক সদস্য এত চমৎকার চমৎকার আর্ট করেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের আর্ট দেখে দেখেই আমার আর্ট করার ইচ্ছে জেগেছে দুই এক মাস হলো। সময় সুযোগ পেলে বসে যাই আর্ট করতে। সময়টাও বেশ ভালো কাটে আর মনটাও ফুরফুরে থাকে। আজকে আপনাদের সাথে একটা ছবি আকার কিছু মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছি। কিছুদিন আগে যখন বাড়িতে ছিলাম তখন একেছিলাম।

IMG-20220726-WA0012.jpg

আমি ঈশ্বর খুব বিশ্বাস করি। চেষ্টা করি সব সময় ভগবানের নাম স্মরণ করে সব কাজ করতে এবং নিজের পথ চলতে। তাই ছবি আঁকার বেলাতেও মাঝে মাঝে ইচ্ছে করে ভগবানের সেই অপরূপ মুখখানা একটু যদি ফুটিয়ে তুলতে পারি! সেই চিন্তা ভাবনা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি আঁকার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ছবিটা আঁকার কিছু ধাপ সবার মাঝে ভাগ করে নিচ্ছি।

IMG-20220726-WA0000.jpg

IMG-20220726-WA0001.jpg

IMG-20220726-WA0003.jpg

IMG-20220726-WA0004.jpg

সবার প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের মাথার পাগড়ীর অংশটুকু আঁকা শুরু করি। তার মাঝে যতটা সম্ভব ছোট ছোট কাজ যেগুলো আছে সেগুলো সম্পন্ন করি।

IMG-20220726-WA0005.jpg

এরপর চোখের ভ্রু এবং কপালের তিলক আঁকা শুরু করে দেই।

IMG-20220726-WA0006.jpg

ধীরে ধীরে ভগবানের দুটি চোখ একে ফেলি।

IMG-20220726-WA0007.jpg

এবার মুখের সেপ টুকু আনার চেষ্টা করি আর তার সাথে নাকটাও একে দেই।

IMG-20220726-WA0008.jpg

এই পর্যায়ে ঠোঁট অংকন করে তার সাথে বাঁশি আঁকার চেষ্টা করি।

IMG-20220726-WA0010.jpg

ভগবান শ্রীকৃষ্ণের মধুর সেই বাঁশি অঙ্কন করা হয়ে গেলে তার সাথে হাতের আঙ্গুলের কিছু অংশ একে ফেলি।

IMG-20220726-WA0011.jpg

IMG-20220726-WA0012.jpg

আর সবশেষে নিজের ইচ্ছেমতো রং দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুরো মুখমণ্ডলটা রাঙিয়ে দেই।

যেহেতু নতুন নতুন ছবি আঁকার চেষ্টা করছি তাই যে ছবিগুলো আঁকতে আমার জন্য সহজ হবে সেগুলোই বেছে বেছে আঁকার চেষ্টা করি। একটা ব্যাপার লক্ষ্য করলাম, ছবি আঁকার অভ্যাস আগে না থাকলেও দিন দিন বেশ ভালই আগ্রহ জন্ম নিচ্ছে। ধীরে ধীরে চেষ্টা করলে হয়তো আরো ভালো কিছু করতে পারবো। দেখা যাক কতদূর কি করতে পারি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের মুখের চিত্র অঙ্কন করেছেন। যা দেখতে বেশ ভালো লাগতেছে। সেইসাথে বেশ ভালো করে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

 2 years ago 

ভগবান শ্রীকৃষ্ণের মুখমন্ডল অংকন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে এই চিত্রটি অংকন করেছেন। মনের ভালোবাসা থেকে এবং ভক্তি থেকে দারুন একটি চিত্র অংকন করে সকলের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

খুব মিষ্টি করে নিজের অনুভূতিগুলো প্রকাশ করেছেন আপু। সত্যি অনেক ভালো লাগলো। এভাবে পাশে থাকবেন সব সময়।

 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে ভগবান শ্রীকৃষ্ণের মুখমন্ডল অঙ্কন করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে এবং নিখুঁত ভাবে চিত্রাংকনটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া যতটা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93