রুক্ষ প্রকৃতির দৃশ্য অঙ্কন

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আকাশের রূপ বদল হচ্ছে ভীষণ রকমের। এই মেঘ এই বৃষ্টি। আবার ধুম করে রোদ। প্রকৃতির খেলায় নিজের মনটাও কেমন যেন নানান সাজে সেজে ওঠে। এই ভালো এই খারাপ।

কখনো কষ্টেরা খুব করে হওয়া দিয়ে যায়। আবার কখনো ভালো স্মৃতিগুলো ঝলমলিয়ে সোনালী রোদের মত সামনে ভেসে ওঠে। কি এক ব্যাপার সেপার। কি করি কি করি এসব ভাবতে ভাবতেই যেন অর্ধেক দিন শেষ। মনের অবস্থার ওপর আমাদের কাজ নির্ভর করে। এটাই স্বাভাবিক। ভাবলাম আজ আবার ছবি আঁকতে বসি। অন্য জগতে হারিয়ে যাওয়া যাবে কিছু সময়।

IMG-20220517-WA0005.jpg

মনের অবস্থা বুঝেই আসলে কেমন ছবি আঁকবো সে দিকে মন আসে। ভাবলাম অনেক কেই তো দেখি সবুজ প্রকৃতির দৃশ্য অঙ্কন করে। আমি বরং আজ রুক্ষ প্রকৃতির একটা ছবি আঁকি। ব্যাস এই চিন্তা থেকেই শুরু করে দিলাম ছবি আঁকা। যার কিছু ধাপ আপনাদের সবার সামনে উপস্থাপন করছি। আশা করি ভালো লাগবে।

IMG-20220514-WA0001.jpg

প্রথমে একটা গাছ আকতে শুরু করি। আগে থেকেই ভেবে নেই যে পাতা ছাড়া গাছ আঁকবো। রুক্ষ ভাবটা যেন থাকে।

IMG-20220514-WA0010.jpg

IMG-20220514-WA0009.jpg

এই পর্যায়ে এসে গাছে বডির অংশটা এঁকে ফেলি। আর তার সাথে সাথে ডালপালা এঁকে দিই। যতটা বিস্তৃর্ণ করা যায় ততটা করেছি।

IMG-20220514-WA0008.jpg

এবার পাশ দিয়ে একটা নদী এঁকে দিলাম। আর অনেক দূর থেকে পাহাড় দেখতে যেমন হয় অমন ধরণের কিছুটা আঁকার চেষ্টা করলাম।

IMG-20220514-WA0007.jpg

নদীটা একটু বড় করে দিয়ে তার পাড় দিয়ে হেটে যাওয়ার মত একটা রাস্তা দেখানোর চেষ্টা করি। চার পাশে ঘাসের মত কিছু আঁকার চেষ্টা করি।

IMG-20220514-WA0006.jpg

এবার গাছের সাথে বাঁধা আছে এমন দুটো নৌকো আঁকা শুরু করি।

IMG-20220514-WA0005.jpg

নৌকা গুলো বেশি বড় না। খেয়া পারের ছোট নৌকা যেমন হয়। সম্পূর্ণ নৌকার আকার দিয়ে ফেলি।

IMG-20220514-WA0003.jpg

আর যে গুলো ছোট ছোট কাজ বাকি ছিল ছবিতে সে গুলো সেরে ফেলে পুরো ছবিটা আঁকার কাজ সম্পন্ন করি।

IMG-20220517-WA0002.jpg

রং এর ব্যাপারে আমি বড্ড কাচা। আগেই যেহেতু বলেছি রুক্ষ প্রকৃতির ছবি আকব। তাই রং গুলোও একটু অন্যরকম ভাবেই করেছি। প্রথমে গাছে হালকা রং দিলাম।

IMG-20220517-WA0003.jpg

IMG-20220517-WA0004.jpg

এরপর বিবর্ণ রূপে চারপাশ টা রং করলাম। প্রকৃতি যেন তার সৌন্দর্য হারিয়েছে। অনেক টা এমন ব্যাপার।

IMG-20220517-WA0005.jpg

এটা হলো আমার সবশেষ ছবি। নিজের মতো করে সবটা করলাম। যেমন চেয়েছি তেমন রুপ দিলাম। আপনাদের কেমন লাগবে জানি না। আসলে আমি মনের অবস্থা বুঝে এটুকু করেছি। আমার মন যেমন রং হারিয়েছে তাই প্রকিতিকেও রং ছাড়া করে দিয়েছি।

কি আর বলবো। আজ এই ছিল আমার উপস্থাপনা। আপনাদের দেখে দেখে আর্ট করার উৎসাহ পেয়েছি। সেখান থেকেই চেষ্টা । হয়তো ধীরে ধীরে আমিও একদিন পরিণত হব। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন।

সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

Sort:  
 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন, ছবি আঁকা মানেই হচ্ছে নিজের মনকে চিত্রের সাথে ভাবনায় হারিয়ে যাওয়া। আর আপনি এটাও ঠিক বলেছেন যে সবাইতো পরিবেশের চিত্র অঙ্কন করে। তবে আপনার রুক্ষ পরিবেশের চিত্র টি ছিল বেশ দারুন এবং আকর্ষনীয়। এবং আপনার চিন্তাধারা ছিলো ইউনিক। এত সুন্দর পরিবেশের রুক্ষ চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

খুব চমৎকার করে কথা বলেছেন ভাই। সত্যি মনে একটা তৃপ্তি পেলাম । ভালোবাসা রইলো।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। পেন্সিলের তৈরি এরকম প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দৃশ্য অংকন এর প্রতিটি ধাপ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

সবার থেকে একটু আলাদা চিন্তা করছেন এটাই ভালো লাগল,আসলেই সবাই এখন সবুজ প্রকৃতি নিয়ে ব্যস্ত। সেখানে আপ্নি এই রুক্ষ প্রকৃতির দৃশ্য অংকন করছেন দেখে খুবিই ভালো লাগল। অংকনটি খুবিই সুন্দর হয়েছে। শুভ কামনা রইল

 2 years ago 

আসলেই তাই ভাই। একটু আলাদা ভাবে ভাবছি সব টা। ধন্যবাদ ভাই

 2 years ago 

রুক্ষ প্রকৃতির দৃশ্য অঙ্কন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। আপনার এই দৃশ্য অঙ্কন আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে এই চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই। পাশে থাকবেন।

 2 years ago 

রূক্ষ প্রকৃতির চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে চিত্রটি অঙ্কন করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে ব্রহ্ম প্রকৃতির দৃশ্য অংকন করেছেন ।এই ধরনের দৃশ্য তৈরি হয় মূলত শীতকালে খরা মৌসুমে ।চারপাশে খা খা করে গাছের পাতা পড়ে যায় শীতকালে। আপনার অংকন করার দৃশ্য অনেক সুন্দর হয়েছে। আপনি তো ভালোই অংকন করতে পারেন দাদা। এত সুন্দর একটি রুক্ষ প্রকৃতির দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করে চলেছি আপু। পাশে থাকবেন সবসময়।

 2 years ago 

যাক ভিন্ন চিন্তা ধারার একজন মানুষ পেলাম। ভিন্নধর্মী এআর্ট টি বেশ সুন্দর ছিল ভাইয়া। খুব সুন্দর ভাবে রুক্ষ প্রকৃতির চিত্র ফুটিয়ে তুলেছেন আপনি। আপনার জন্য শুভকামনা জানাই ভাইয়া। পরবর্তী আর্টের অপেক্ষায় রইলাম

 2 years ago 

আসলে আমাদের কাজ তো মনের ওপর নির্ভর করে বেশি। মন টা একটু কেমন যেন হয়ে ছিল। তাই এমন ধারার আর্ট করেছি আপু। পাশে থাকবেন এভাবে।

 2 years ago 

দাদা কি বলবো রক্ষ প্রকৃতির দৃশ্য অংকন আপনি দারুণ দক্ষতায় করেছেন। আমার ভীষণ ভালো লাগলো এবং ছবি আঁকতে বেশি ভালই লাগে। তো দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন
।আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

তোমার কাজ গুলো খুব দারুন হয় ভাই। অনেক শুভ কামনা রইলো তোমার জন্য।

 2 years ago 

সবাই শুধু প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছে কিন্তু আপনি একটু ভিন্নভাবে প্রকৃতির রূপ ও পরিবেশের দৃশ্য তুলে ধরেছেন। একদম সম্পূর্ণ ভিন্নধর্মী ছিল দাদা। রুক্ষ প্রকৃতির দৃশ্য অঙ্কন করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

একটু ভিন্ন ভাবে ভেবে চেষ্টা করেছি ভাই। অনেক ধন্যবাদ।

 2 years ago 

প্রকৃতি রুক্ষ হলেও আর্টটি কিন্তু বেশ সজীব লাগছে।কারণ একেবারে পারফেক্ট কালার কম্বিনেশন।

 2 years ago 

একদম অল্প কথায় এত মিষ্টি করে যে অনুভূতি প্রকাশ করা যায় সেটা আপনার থেকে শিখতে হবে আপু। অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48