বেড়ে উঠছে অভ্র ।। পরিণত হচ্ছে দিন দিন

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,
আমার ভাগ্নে অভ্রর কথা মোটামুটি আপনারা সবাই জানেন। অনেক সময় অনেকের পোষ্টে কমেন্টে ভাগ্নেকে নিয়ে লিখি আমি। তো আজ ওর কিছু কাজ কর্ম আপনাদের সাথে ভাগাভাগি করে নেই।

শুরু করছি অভ্রর একটা প্রার্থনা দিয়ে। অল্প একটু করেছিল আমি তখন ভিডিও করি। অভ্রর বয়স এখন সাড়ে চার বছর। ছোট বাচ্চাটা দিন দিন যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে। তবে ওর এই দুরন্ত ভাব টা আমি বেশ এনজয় করি।

আমাদের অভ্র সবার প্রিয়। কথা বলতে বলতে বাড়ি মাথায় তুলে রাখে। আমরাও সবাই সব সময় ওর পেছনে লাগি। ওকে রাগিয়ে আমি খুব মজা পাই। তো এই ছেলের কিছু কিছু গুণ আমার দারুন লাগে। এত অল্প বয়সেই গান বাজনা তে বেশ পটু। এত ভালো তাল তুলতে পারে। আমরা অবাক হয়ে যাই। এত কম বয়সে কিভাবে পারে।

IMG20220510114608.jpg

IMG20220510114625.jpg

IMG20220510114932.jpg

IMG20220510114824.jpg

IMG20220510115632.jpg

IMG20220511174324.jpg

ছেলেটা ভালো ছবিও আকে দেখি। ছবি আঁকার প্রতি খুব নেশা বলা যায়। দিনে তিন চার বার ছবি আঁকতে বসবে। এত তারাতারি কিছু একটা একে সেটা রং করবেও সাথে সাথে। বেশ মজা লাগে আমার। সেদিন ছবি আঁকতে বসলে এই ছবি গুলো তুলেছিলাম। বেশ ভালোই লাগছিল।

IMG20220510124522.jpg

IMG20220510124410.jpg

ছেলে টা পড়াশোনা তেও খারাপ না। স্মরণ শক্তি অত্যাধিক। আমরা ছোট বেলায় চক সিলেট দিয়ে লেখা লিখেছি। আর এখন কার ছেলে মেয়ে গুলো চক কি জিনিস সেটা চেনেই না। কলম পেন্সিল দিয়ে সরাসরি লেখা শেখে। আমি অবাক হয়ে যাই। এত মেধা এরা কি ভাবে পায়। ওর কিছু হাতের লেখা আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। আসলে আমি এসব দেখি আর অবাক হয়ে যাই। আমি এই বয়সে কিছুই পারতাম না। আমাকে মেরে ধেরে সব শেখাতে হত। আর অভ্র নিজে নিজেই সব শিখেছে।

আসলে দিন যত যাবে নতুন প্রজন্মের মাঝে সৃজনশীলতা আরো বাড়বে। এটাই স্বাভাবিক। আর এই পুরো বিশ্ব নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।

সকলে ভালো থাকবেন।
জীবনে কাউকে অন্ধ বিশ্বাস করবেন না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57483.55
ETH 3066.62
USDT 1.00
SBD 2.29