বিখ্যাত মোটু-পাতলু সিরিজের মোটুর চিত্র অংকন 😊

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,
সকাল থেকে ভীষণ মেঘলা আকাশ। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো কখনো বেশ বাতাস। সব কিছু মিলিয়ে বেশ ঠাণ্ডা আবহাওয়া। ভ্যাপসা গরমের ভাব টা নেই একদম। এমনি তে সব ঠিক। কিন্তু কারেন্ট টা খুব জ্বালাতন করছে। যাচ্ছে না আসছে এটাই বুঝতে পারি না। নেট টাও খুব বিরক্ত করছে আজ।

অন্ধকার ঘরে বসে ইউকুলেলে বাজাতে ইচ্ছে করছিল খুব। কিন্তু সে উপায় নেই। বাড়িতে দুষ্টু ভাগ্নে আছে। বাজাতে দেখলেই এসে টানাটানি শুরু করে দেবে। স্ট্রিং ছিড়ে লন্ডভন্ড করে দেবে একদম। তাই ওই কথা মাথাতে আনা যাবে না একদম। হিহিহিহি।

IMG-20220530-WA0025.jpg

ভাবলাম ছবি আঁকি ওকে সাথে নিয়ে। ওর সময় টাও ভালো কাটবে। আর সাথে বাড়ির সব মানুষ একটু শান্তি পাবে। কারণ ছবি আকার মাঝে ব্যাস্ত থাকলে ভাগ্নে খুব একটা জ্বালাতন করে না । তো আমাকে আঁকতে বসে বলছে মামা মোটু পাতলু ছবি আঁকো। ছোট মানুষ। কার্টুন ছাড়া কিছু বোঝে না। আমিও ভাবলাম খারাপ বলে নি ছেলে। একটা কার্টুন চরিত্র আকাতেই পারি। আর সেটা যদি হয় মোটু তাহলে সবার ভালো লাগবে।

আর তাই আমি আজ আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চলেছি বিখ্যাত কার্টুন সিরিজ মোটুপাতলু এর মোটু কে 😅😅🥰। আশা করি আপনারাও অনেক মজা পাবেন ।

IMG-20220530-WA0013.jpg

IMG-20220530-WA0014.jpg

শুরুতেই মোটু এর বিখ্যাত সেই মাথা থেকে আঁকা শুরু করলাম। কপাল এবং চোখের অংশ টা আঁকার চেষ্টা করলাম।

IMG-20220530-WA0015.jpg

এবার মোটু এর প্রিয় গোঁফ আর নাক টা একে মুখের শেপ টা আঁকা শেষ করি।

IMG-20220530-WA0016.jpg

এই ধাপে মুখ টা এঁকে দুপাশে কান এঁকে দেই। একদম পুরোপুরি মোটু এর মুখের শেপ টা আসলে মনেও ছবি আঁকার একটা জোর পাওয়া যায়।

IMG-20220530-WA0017.jpg

IMG-20220530-WA0018.jpg

মোটু এর শরীরের অংশ টা আঁকতে নেই এবার। তার সেই বিখ্যাত পাঞ্জাবি, হাতের অংশ সবটাই ধীরে ধীরে আকি।

IMG-20220530-WA0019.jpg

এই ধাপে এসে পেট টা আঁকলাম। যেটা আমার সবচে বেশি ভালো লাগে 😊। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগে মোটু এর পেট।

IMG-20220530-WA0020.jpg

IMG-20220530-WA0021.jpg

এইবার মোটু এর পা এঁকে পুরো ছবিটা আঁকা শেষ করলাম।

IMG-20220530-WA0023.jpg

রং করতে নিয়ে খুব বেশি বেগ পোহাতে হয় নি এইবার। কারণ মোটুকে যে কোন রূপেই ফাটাফাটি লাগবে। তো প্রথমে গোঁফ টা এবং চোখ কালো রং করে দেই ।

IMG-20220530-WA0024.jpg

এবার পাঞ্জাবির রং টা লাল করি আর কোটির রং টা কালো করে দেই। মুখের মাঝে হালকা কমলা রং দিয়ে মেক আপ করে দেই🤪।

IMG-20220530-WA0025.jpg

আর সব শেষ পা দুটিতে হলুদ রং সেই অর্থাৎ হলুদ রং এর পায়জামা পরে আছে এমন ভাবে এঁকে পুরো কাজটা শেষ করি।

আজকের ছবি টা সত্যিই আমাকে অনেক মজা দিয়েছে। সেই সাথে আমার ভাগ্নে টাও খুব খুশি। সবচে বড় কথা চুপ চাপ বসে ছিল কিছুটা সময়। এই জন্য আমরা সবাই কৃতজ্ঞ একদম। হিহিহিহি 🥰🤪। আসলে খুব দূরন্ত ছেলে তো। যাই হোক আমার ইচ্ছে আছে মোটুপাতলু সিরিজের সব গুলো চরিত্র এক এক করে আঁকব। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

Sort:  
 2 years ago 

আপনি মোটুর চিত্রটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে এটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই যতটা পারি। অনেক ধন্যবাদ।

 2 years ago 

এতো বড় হয়ে গিয়েছি এখনো কার্টুন দেখা বাদ হলো না সব থেকে বেশি ভালো বাসার কারটুন মটু পাতলু।অনেক দারুন নিখুত ভাবে আপনি মটুর চিত্র একেছেন সুন্দর হয়েছে ভাই।

 2 years ago 

আমারও একই অবস্থা ভাই। হিহিহিহি 😊

 2 years ago 

চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি‌। রংটাও খুব ভালো হয়েছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে মোটুর ছবিটি আঁকিয়েছেন।আমি বাচ্চাদের সাথে প্রায় প্রতিদিনই মোটু পাতলুর কার্টুন দেখি।এই কার্টুন দেখতে ভালোই লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমিও বাড়িতে থাকলেই দেখি এই কার্টুন। অনেক মজা পাই সত্যি। ভালো থাকবেন।

 2 years ago 

বাহ ভাইয়া আপনিতো চমৎকারভাবে মোটুর চিত্রাংকন করে ফেললেন। যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে এবং এত নিখুত ভাবে মোটুর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইলো।

 2 years ago 

মটু পাতলু কার্টুন ছোট বেলা থেকেই আমার অনেক ফেভারিট। এখনো মাঝে মাঝে মটু পাতলু কার্টুন দেখা হয়। আপনি খুব সুন্দর ভাবে চিত্রটি প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

সেই কার্টুন চরিত্র গুলো আসলে সবারই অনেক ভালো লাগে । অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মোটুর চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি খুব সুন্দর ভাবে মটু চরিত্রের চিত্রটি এঁকেছেন। মটু চরিত্রের চিত্র টি রং করার পর দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব খুশি হলাম ভাই আপনার মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন।

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনার অঙ্কিত মটু পাতলু সিরিজের মটুর চিত্রাংকন টি অসাধারণ সুন্দর হয়েছে। পেন্সিল কালার দিয়ে খুব সুন্দরভাবে রং করেছেন। এভাবেই চেষ্টা করে যান। ভবিষ্যতে আরও ভালো করতে পারবেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং অনেক ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

আমি আপনার আর্ট এর অনেক বড় ফ্যান আপু। অনেক উৎসাহ পাই আপনার কাজ দেখে। আশীর্বাদ রাখবেন 🙏

 2 years ago 

প্রিয় কার্টুন সিরিজ এর মোটুর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আজ থেকে ৮ বছর আগে এই কার্টুন সিরিজটি নিয়মিত দেখতাম আর আমার কাছে ফেভারিট ছিল। চিত্র অংকন এর মাধ্যমে আপনার আর্ট করার দক্ষতা আমাদেরকে জানান দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এই কার্টুন সিরিজ যুগ যুগ ধরে প্রিয় থাকবে ভাই। অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া বর্তমান ভাইরাস হলো ছোট বাচ্চাদের কার্টুন দেখা, এরা সারাদিন কার্টুন দেখতে দিয়ে আর কিছুই লাগে না, অবশ্য আমিও কার্টুনের অনেক ভক্ত হি হি হি।
যাইহোক আপনার মোটু ক্যারেক্টার চিত্র অঙ্কণ দেখে খুবই ভালো লাগলো আপনি একদম নিখুঁত ভাবে আর্টটি সম্পূর্ণ করেছেন, এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই, কার্টুন সিরিজ আসলে শিশুদের টেলিভিশনের প্রতি বেশি আসক্ত করে দিচ্ছে। অনেক ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69371.89
ETH 3768.85
USDT 1.00
SBD 3.71