ফটোগ্রাফি পোস্ট : টিনটিন বাবুর বার্থডে (পর্ব- ০১)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও বেশ ভালো আছি।

আজ আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি । এটি একটি ফটোগ্রাফি মূলক পোস্ট। আজ আপনাদের সাথে টিনটিন বাবুর বার্থডে গিয়ে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

টিনটিন বাবুকে চেনেন না এমন কেউ আমাদের কমিউনিটিতে নাই। সে হলো আমাদের কমিউনিটির ফাউন্ডার , আমাদের সকলের প্রিয় মেজ দাদার একমাত্র পুত্র। যাইহোক টিনটিন বাবুর বার্থডে নিয়ে প্ল্যানিং অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল। গত দুই মাস আগে থেকেই ছোট দাদার মুখে শুনতে পাচ্ছিলাম এবার টিনটিন বাবুর বার্থডে অনেক বড় করে করা হবে। গত দু'বছর করোনার কারণে বার্থডে বড় করে সেলিব্রেশন করা হয়নি টিনটিন বাবুর। এই বছর করোনার প্রকোপ না থাকায় বড় করে করার প্লান করা হয়। গত একমাস আগেই টিনটিন বাবুর বার্থডের নিমন্ত্রণ মৌখিকভাবে পেয়ে গেছিলাম আমি। তারপরও দশ দিন আগে বার্থডের কার্ড দেওয়ার মাধ্যমে অফিশিয়াল ভাবে আবার নিমন্ত্রণ করা হয় আমাকে দাদাদের পক্ষ থেকে।

20220926_201022.jpg

আমাদেরও এক্সাইটমেন্ট কম ছিলনা টিনটিন বাবুর বার্থডে নিয়ে। কবে আসবে, কবে টিনটিন বাবুর বার্থডে অ্যাটেন্ড করতে আমরা যাব এইসব কয়েকদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে ২৬ সেপ্টেম্বর ২০২২ । সকালে ঘুম থেকে উঠে নিমন্ত্রণের কার্ডটা একবার চেক করে নিই আমাদের কোথায় নিমন্ত্রণ করা হয়েছে, সেই জায়গার এড্রেসটার। আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো ব্যাংকুয়েট হল রয়েছে । প্রথমে আমাদের নিকটবর্তী একটি ব্যাংকুয়েট হলে বার্থডে সেলিব্রেশন এর সকল আয়োজন করা হবে বলে আমি মৌখিকভাবে শুনেছিলাম কিন্তু কোনটিতে হবে তা তখনও শিওর করে সিদ্ধান্ত হয়নি, দাদাদের পক্ষ থেকে।পরে যখন নিমন্ত্রণের কার্ড টি পাই আমি এড্রেসটি দেখতে ভুলে গেছিলাম যে কোথায় আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। অবশেষে শতভাগ কনফার্ম হয়ে নিলাম আমাদের কোথায় যেতে হবে নিমন্ত্রণের কার্ড টি দেখে। এটি অনেকটাই কাছে ছিল তাই যখন সন্ধ্যা হল আমি এবং আমার দাদা হাঁটতে হাঁটতে অনুষ্ঠান হলটিতে পৌঁছে গেলাম।

20220926_192637.jpg

সেখানে গিয়ে দেখলাম তখনও কেউ আসেনি। আমরা মনে হয় একটু আগেই পৌঁছে গেছিলাম সেখানে। প্রথম দিকের কিছু ফটোগ্রাফি দেখলেই সেটা বুঝতে পারবে আমি যখন গিয়ে পৌঁছায় তখনও কোন লোকজনের আগমন ঘটেনি। যাইহোক গিয়ে দেখি খুবই সুন্দর করে সাজিয়েছে যে কক্ষটিতে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই কক্ষটি। সেই সাজানো দৃশ্যের এক ঝলক আমার ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাবেন। এভাবে আমি কিছু ফটোগ্রাফি করে অপেক্ষা করতে থাকি কখন দাদারা, টিনটিন বাবুসহ সবাই এসে পৌঁছাবে। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর আস্তে আস্তে করে সবাই আসতে থাকে। আমাদের বার্থডে বয়ও তখন চলে আসে। আসার সাথে তাকে আমরা সবাই উইশ করি। কিছু সময় টুকটাক তার সাথে ফটোগ্রাফি করি এছাড়াও তার বিভিন্ন পোজ দেওয়া কিছু ফটোগ্রাফি তুলে নি তখন। অবশেষে কেক কাটার সময় চলে আসে। কেক কাটার আগে পর্যন্ত যে ফটোগ্রাফি গুলো তুলেছিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করলাম । পরবর্তী পর্বে কেক কাটার পরে থেকে যতটা সময় সেখানে ছিলাম সেই সময়ের মধ্যে তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব ।আজ এ পর্যন্তই।

20220926_192647.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: নর্থ চব্বিশ পরগনা ,কলকাতা, ইন্ডিয়া ।

20220926_192652.jpg

20220926_192658.jpg

20220926_192701.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: নর্থ চব্বিশ পরগনা ,কলকাতা, ইন্ডিয়া ।

20220926_195149.jpg

20220926_202101.jpg

20220926_200943.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: নর্থ চব্বিশ পরগনা ,কলকাতা, ইন্ডিয়া ।

20220926_193313.jpg

20220926_193200.jpg

20220926_193308.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: নর্থ চব্বিশ পরগনা ,কলকাতা, ইন্ডিয়া ।

20220926_193311.jpg

20220926_193312.jpg

আজকের শেয়ার করা টিনটিন বাবুর বার্থডে থেকে তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি সবারই অনেক ভালো লাগবে এবং সকলেই টিনটিন বাবুর জন্য অনেক অনেক শুভকামনা করবেন । যাইহোক আজকের পর্ব এখানেই শেষ করছি পরের পর্বে আবার কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

🥳ধন্যবাদ সবাইকে🥳

Sort:  
 2 years ago 

টিনটিন বাবুর বার্থডে ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো। খুব সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো। জ্বি ভাইয়া ঠিক বলেছেন ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনারা লোকজন আসার আগে উপস্থিত হয়ে গেছেন। টিনটিন বাবুর জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু ।

 2 years ago 

অনেক ভালো লাগলো ভাইয়া টিনটিন বাবুর জন্মদিনের এত সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি দেখে। টিনটিন বাবুকে দেখতে অনেক কিউট লাগছে। ওর জন্য অনেক অনেক শুভকামনা রইল ও যেন বড় হয়ে মানুষ এর মতো মানুষ হতে পারে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

আপনাদের সবার ভালোবাসা এবং প্রার্থনায় সে অবশ্যই সুন্দরভাবে বড় হয়ে উঠবে।

 2 years ago 

টিনটিন বাবুর বার্থডে খুবই জমজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। বা আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে অনেক আগ থেকেই তাহলে এই প্লানিং চলছিল এত বড় আয়োজন করার। আপনাদেরকে অফিশিয়ালি কার্ড দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। স্টেজ সাজানো আমার অনেক পছন্দ হয়েছে। একটিও খুব চমৎকার ডেকোরেশন হয়েছে।

 2 years ago 

হ্যাঁ আপু অনেক আগে থেকেই প্ল্যানিং করা হয়েছিল কারণ গত দুই বছর করোনার কারণে টিনটিন বাবুর বার্থডে পালন করা হয়নি খুব বড় করে। স্টেজটা সত্যিই অনেক সুন্দর করে সাজিয়েছিল । সবাই এই সাজানোর প্রশংসা করছিল সেই দিন।

 2 years ago 

টীনটীন বাবু আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের কম বেশি ভালোবাসা পেয়েছে। আশা করি এভাবেই স্নেহের আদরে জড়িয়ে থাকবে বাবু এবং এভাবেই বড় হয়ে উঠবে ধীরেস্থে। খুবই ভালো লেগেছে আপনার এই পোস্ট পড়ে। আপনি খুব দারুণভাবে উপস্থাপন করেছেন বাবুর জন্মদিন বিষয়ে।

 2 years ago 

হ্যাঁ ভাই এটা আমি জানি আপনাদের অনেক অনেক ভালোবাসা রয়েছে আমাদের টিনটিন বাবুর জন্য । সবাই সবসময় তার জন্য প্রার্থনা করবেন সে যেন সবসময় সুস্থ এবং সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে।

 2 years ago 

আমরা সবাই দোয়া করি টিনটিন যেন ভাল থাকে ও সুস্থ থাকে। আপনি যেহেতু জন্মদিনের পার্টি শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছে গিয়েছেন তাই প্রথম দিকের ছবিগুলোতে বেশ ফাঁকা ফাঁকা লাগছিল। জেনে খুবই ভালো লাগলো যে আপনি অনেক আগ্রহ নিয়ে খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গিয়েছেন। আশা করছি পরবর্তী পর্বে আরো ফটোগ্রাফি শেয়ার করবেন।

 2 years ago 

প্রথমে গিয়ে তো অবাক হয়ে গেছিলাম আমরা। সাড়ে সাতটার দিকে গেছিলাম তারপরেও গিয়ে ফাঁকা দেখে ভাবলাম ভুল জায়গায় চলে আসলাম না তো আবার🤔🤔! যাইহোক তারপর ৩০ মিনিটের মধ্যেই সবাই এসে উপস্থিত হয়।

 2 years ago 

চিন তিন বাবুর বার্থডের অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আস্তে আস্তে আমাদের মাঝে অনেক কিছু শেয়ার করে ফেলেছেন।। আপনার মাধ্যমে অনুষ্ঠানের ফটোগ্রাফি এবং বর্ণনা জানতে পারছি।। খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সেই সাথে অনেক মজা করেছেন দেখেই বোঝা যাচ্ছে।। পরবর্তীতে চিত্র এবং আপনার বর্ণনার আশায় রইলাম আমরাও আপনার সাথে সাথে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাই

 2 years ago 

এত সুন্দর ভাবে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই অবশ্যই গিয়ে অনেক আনন্দ করেছি আমরা।

 2 years ago 

আপনার দিকেই তাকিয়ে রয়েছি ভাইয়া টিনটিন বাবুর বার্থডে অনুষ্ঠানের পুরো অ্যাপেসিয়েট গুলো দেখার জন্য।।

 2 years ago 

পরের পর্বে আরো অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করবো যেগুলো টিনটিন বাবুর বার্থডে থেকে তোলা।

 2 years ago 

স্নেহের টিনটিন বাবুর প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো জন্মদিনের শুভেচ্ছা - শুভ জন্মদিন।

টিনটিন বাবুর বার্থডে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিলো।টিনটিন বাবুকে দেখতে অনেক কিউট লাগছে। আপনি জন্মদিন অনুষ্ঠান খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন জেনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে টিনটিন বাবুর জন্য অনেক ভালোবাসা এবং স্নেহ প্রদান করার জন্য।

 2 years ago 

ভাইয়া, অনেক ভাল লাগলো টিনটিন সোনার জন্মদিনের ফটোগ্রাফিগুলো। শেয়ার করে দিয়ে, আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য অনেক অভিনন্দন আপনাকে। ভাল থাকবেন ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ আপু আপনারা অনেক দূরে থাকেন সেই জন্য টিনটিন বাবুর বার্থডের সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম।

 2 years ago 

টিনটিন বাবুর বার্থডে ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগছে ভাইয়া। এবারে সত্যিই টিনটিনের বার্থডেটা খুবই জাঁকজমকপূর্ণ হয়েছে ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমরা তো আর কাছ থেকে দেখতে পারবো না তাই ফটোগ্রাফিতে দেখি চোখ জুড়িয়ে নিলাম। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনারা খুব এনজয় করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সকলের প্রিয় টিনটিনের জন্মদিনের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু খুবই জাঁকজমকপূর্ণ ভাবে আমাদের টিনটিন বাবুর চতুর্থতম জন্মদিন পালন করা হয়েছে এবার।

আমরা আসলেই একটু আগে চলে গিয়েছিলাম জন্মদিনের পার্টিতে। তবে দাদা বলেছিল বিকালের পর যাওয়ার জন্য, তাও আমরা তো সন্ধ্যার পর গেছিলাম। তবে একটা দিক থেকে বেশ ভালো হয়েছিল তা হল, পুরো পরিবেশটাকে অবজার্ভ করতে পেরেছিলাম সুন্দর ভাবে। সবাই আসার পরে ওই সুযোগটা আর হয়নি। তবে সত্যি কথা বলতে দিনটা খুব স্মৃতিময় হয়ে থাকবে।

 2 years ago 

এটা একদম সত্যি কথা। এই কথার সাথে আমি শতভাগ সহমত।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59264.94
ETH 2604.33
USDT 1.00
SBD 2.38