(এসো নিজে করি) ডাই || কার্ডবোর্ড ও ক্লে দিয়ে আমার পছন্দের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

প্রথম দিকে আমি যখন কোনো ওয়ালমেট তৈরি করে আমাদের এই কমিউনিটিতে শেয়ার করতাম, তখন আমি সাধারণত রঙিন কাগজ দিয়েই বিভিন্ন ধরনের ফুলের ওয়ালমেট তৈরি করে শেয়ার করতাম। তবে এখন আমি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট গুলো তৈরি করে থাকি। এগুলো তৈরি করা আমার কাছে অনেকটা চ্যালেঞ্জিং মনে হয়, তবে দেখতে অনেক সুন্দর লাগে এইগুলো। তাছাড়া আমি সব সময় চেষ্টা করি, নতুন নতুন জিনিস তৈরি করার জন্য। যাইহোক, এই ওয়ালমেট গুলো তৈরি করা অনেক ধৈর্যের কাজ। আজকের এই ওয়ালমেটটি তৈরি করতে আমার প্রায় চার ঘণ্টার মতো সময় লেগে গেছে। এই ওয়ালমেট তৈরি করার সময় ধাপে ধাপে ছবি তোলা এবং তারপর প্রত্যেকটা ফটো সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা অনেক কঠিন একটা কাজ। তবে কঠিন কাজ হলেও এগুলো করার মধ্যে যেহেতু মজা আছে, তাই আমি নিয়মিত ভাবে তোমাদের সাথে এই কাজগুলো শেয়ার করি। যাইহোক, আজকের ওয়ালমেটটি আমি কেমন ভাবে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে।

20240407_154716.jpg

20240407_154619.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●টিস্যু
●আঠা
●ক্লে
●স্কেচ পেন
●তুলি
●পেন্সিল
●কম্পাস
●কাঁচি
●অ্যাক্রোলিক কালার

20240407_153448.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, কার্ডবোর্ডের উপরে পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240407_103229.jpg20240407_104343.jpg

দ্বিতীয় ধাপ

এবার সেই কেটে নেওয়া কার্ডবোর্ডে আঠা দিয়ে তার উপরে টিস্যু লাগিয়ে নিলাম এবং কাঁচির সাহায্যে অতিরিক্ত টিস্যু গুলো কেটে নিলাম।

20240407_104709.jpg20240407_105332.jpg20240407_105530.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে, তুলির সাহায্যে অ্যাক্রোলিক কালার দিয়ে পুরো কার্ডবোর্ড জুড়ে কালার করে নিলাম।

20240407_105930.jpg20240407_110641.jpg

চতুর্থ ধাপ

এখন কিছু কার্ডবোর্ড ছোট ছোট টুকরো করে কেটে নিলাম কাঁচির সাহায্যে চিত্রের মতন করে।

20240407_114946.jpg20240407_115441.jpg

পঞ্চম ধাপ

পঞ্চম ধাপে, কালার করে রাখা কার্ডবোর্ডটির উপরে আঠার সাহায্যে চতুর্থ ধাপে টুকরো করে কেটে রাখা কার্ডবোর্ড গুলো পরপর লাগিয়ে নিলাম এবং কাঁচির সাহায্যে অতিরিক্ত কার্ডবোর্ড গুলো কেটে নিলাম।

20240407_115737.jpg20240407_120141.jpg
20240407_121443.jpg20240407_124711.jpg

ষষ্ঠ ধাপ

এখন কার্ডবোর্ডটির উপরে আঠা লাগিয়ে তার উপরে টিস্যু দিয়ে অতিরিক্ত টিস্যু কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240407_124912.jpg20240407_125039.jpg

অষ্টম ধাপ

এই ধাপে, কার্ডবোর্ডটিতে লাগানো ছোট ছোট কার্ডবোর্ড গুলোর উপরে অ্যাক্রোলিক কালার দিয়ে তুলির সাহায্যে কালার করে নিলাম।

20240407_125305.jpg20240407_130048.jpg

নবম ধাপ

এবার সাদা ও কালো কালারের ক্লে দিয়ে একটি পান্ডা তৈরি করে নিলাম চিত্রের মতন করে এবং আঠার সাহায্যে কার্ডবোর্ডটির উপরে পান্ডাটি বসিয়ে নিলাম।

20240407_134212.jpg20240407_134419.jpg20240407_134954.jpg
20240407_135048.jpg20240407_135525.jpg20240407_140444.jpg
20240407_140544.jpg20240407_140740.jpg

দশম ধাপ

এই ধাপে, খয়েরি কালারের ক্লে দিয়ে ফুলের টব এবং সবুজ কালারের ক্লে দিয়ে পাতা তৈরি করে। ফুলের টব তৈরির কাজটি সম্পন্ন করলাম এবং আঠার সাহায্যে ফুলের টবটি কার্ডবোর্ডের উপরে বসিয়ে নিলাম।

20240407_140949.jpg20240407_141342.jpg20240407_141530.jpg
20240407_141523.jpg20240407_141835.jpg20240407_142359.jpg

একাদশ ধাপ

এবার নবম ধাপ অনুসরণ করে ক্লে এর সাহায্যে একটি টেডির মাথা তৈরি করে নিলাম। তারপর গোলাপী কালারের স্কেচ পেন দিয়ে টেডির কানে কালার করে নিলাম এবং আঠার সাহায্যে কার্ডবোর্ডের উপরে বসিয়ে নিলাম।

20240407_143520.jpg20240407_143554.jpg20240407_143708.jpg

দ্বাদশ ধাপ

এই ধাপে, কালো কালারের স্কেচ পেন দিয়ে একটি গাছ তৈরি করে নিলাম এবং গাছের ডালে চারটি ভিন্ন কালারের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে আঠার সাহায্যে গাছের উপরে লাগিয়ে নিলাম। এভাবে ডাই তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240407_144942.jpg20240407_145120.jpg
20240407_145220.jpg20240407_150911.jpg

20240407_154716.jpg

20240407_154619.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা কার্ডবোর্ড ও ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 4 months ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। সত্যি ভাই আপনার ডাই পোস্টগুলো যত দেখি ততই ভালো লাগে। আজকে খুবই দক্ষতার সাথে এই সৌন্দর্যময় ডাই পোস্টটি তৈরি করলেন, দেখতে খুবই সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার শেয়ার করা পোস্টগুলো যে আপনার ভালো লাগে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। আমার আজকের শেয়ার করা এই ওয়ালমেটটা আপনার কাছে অসাধারণ লেগেছে, জেনে খুশি হলাম।

 4 months ago 

আপনি দেখছি এই ধরনের কাজে খুবই দক্ষ। প্রতিনিয়ত সুন্দর সুন্দর কিছু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকে কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। প্রতিনিয়ত আপনার সুন্দর সুন্দর কাজগুলো উপভোগ করি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

প্রতিনিয়ত আপনি যে আমার শেয়ার করা কাজগুলো উপভোগ করেন, এটা সত্যিই আমার জন্য আনন্দের বিষয় ভাই। আপনার এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 4 months ago 

আসলে ইউনিয়কভাবে কোন কিছু তৈরি করতে গেলে সেটার প্রতি একটু বাড়তি সময় দিতে হয় তাছাড়া ইউনিক কিছু তৈরি হলে সেটা দেখার প্রতি সবার আগ্রহ ও বেশি থাকে। কার্ডবোর্ড ও ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন ভাই দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আসলে বিভিন্ন ধরনের কিছু তুলে ধরেছেন যার কারণে চার ঘন্টা সময় লেগেছে। যাই হোক এমন কাজে দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এত সুন্দর ভাবে আমার কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমার শেয়ার করা এই ওয়ালমেটটা যে আপনার কাছে অসাধারণ সুন্দর লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম।

 4 months ago 

কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে আপনি অনেক দক্ষতার সঙ্গে কাজটি সম্পন্ন করেছেন। ঠিকই বলেছেন, এই ধরনের কাজগুলো করতে আসলে অনেক বেশি সময় প্রয়োজন হয়। তবে ধৈর্য সহকারে কাজগুলো করার পর দেখতে ভীষণ সুন্দর দেখায়। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আমার কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। হ্যাঁ আপু, এগুলো তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়।

 4 months ago 

ভাইয়া আপনি চার ঘণ্টা সময় নিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এভাবে সময় নিয়ে যদি কোন কাজ করা হয় তাহলে দেখতে খুবই সুন্দর দেখায়। যখন পরিশ্রম করার পর কোন কাজ দেখতে সুন্দর লাগে এবং সবার কাছ থেকে সুন্দর উৎসাহ পাওয়া যায়, তখন নিজের কাছেও সার্থক মনে হয়। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপু, আপনিও যে মাঝে মাঝে এমন ধরনের জিনিস তৈরি করেন , সেটা আমিও অনেকবার দেখেছি। যাইহোক, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে আপনার পছন্দের একটি ওয়ালমেট তৈরি করেছেন। কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর করে আপনি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখতে খুবই অসাধারণ লাগছে। এই ধরনের কাজ গুলা করতে অনেক সময় ব্যায় করা লাগে। এটি তৈরি করতে আপনার চার ঘন্টা সময় লেগেছে যাক খুবই ধৈর্যের ব্যাপার। আপনি যে ধৈর্য ধরে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং তা আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় । হ্যাঁ ভাই, এই ধরনের কাজ করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে।

 4 months ago (edited)

ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে কার্ডবোর্ড ও ক্লে দিয়ে আপনার পছন্দের ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে ঘরে টাঙ্গিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে বেশ ভালো লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই।

 4 months ago 

আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি এই বিষয়ে বেশ দারুন দক্ষ। খুব সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকের ঠিক তেমনি একটি ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক খুশি হলাম। দারুন হয়েছে আপনার কার্ডবোর্ড আর ক্লে দিয়ে তৈরি এই ওয়ালমেট।

 4 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে খুব সুন্দর লেগেছে, জেনে খুশি হলাম ভাই। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ওয়াও ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক কোয়ালিটি সম্পন্ন একটি পোস্ট তৈরি করেছেন।কার্ডবোর্ড ও ক্লে দিয়ে আমার পছন্দের ওয়ালমেট তৈরি। প্রতিটি ধাপনে বেশ চমৎকারভাবে তৈরি করেছেন। সেই সাথে আমাদের মাঝে শেয়ারও করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ভালো লেগেছে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা দেখে।

 4 months ago 

আমার শেয়ার করা এই পোস্টটি যে আপনার কাছে কোয়ালিটি সম্পন্ন পোস্ট মনে হয়েছে, সেটা জেনে খুব ভালো লাগলো ভাই। আমার কাজের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনি আজকে যে ওয়ালমেটটি তৈরি করেছে, এই ওয়ালমেট টি শুধু আপনার পছন্দের ওয়ালমেট নয়, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কার্ডবোর্ড এর উপর ক্লে দিয়ে আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট এর প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট টা আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, এটা জেনে আমারও খুব ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59538.61
ETH 2658.79
USDT 1.00
SBD 2.45