আর্ট || রঙিন একটি ম্যান্ডেলা আর্ট [ ০২ অক্টোবর ২০২৪]

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করবো। তোমরা সবাই জানো যে, আমার শখের কাজ গুলোর মধ্যে অন্যতম কাজ হলো আর্ট করা। আর আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি ভালোবাসি। আমাদের এই কমিউনিটিতে কাজ শুরু করায় পর থেকে অধিকাংশ সময় আমি ম্যান্ডেলা আর্ট করতাম। তবে বিগত কয়েক সপ্তাহ ধরে আমি আর্টের মধ্যে বিভিন্ন ভ্যারাইটির আর্ট করার চেষ্টা করছিলাম। তবে আজকে প্রায় অনেকদিন পরে আমি বৃত্তের মাঝে একটি ম্যান্ডেলা আর্ট করলাম। আর্ট করার কাজগুলো অনেক ধৈর্যের কাজ এবং অনেকটা সময় নিয়ে করতে হয় এই কাজগুলো। ধৈর্য ও সময় নিয়ে না করলে এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আজকের এই আর্টটি করতে আমার যদিও খুব বেশি সময় লাগেনি। তবুও আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে ভালোভাবে করার। আর্টের প্রত্যেকটি ধাপ আমি নিচে শেয়ার করলাম। নিচে ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে তোমরা আর্ট তৈরীর পদ্ধতি শিখে নিতে পারবে।

20241002_135934.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
●সাদা আর্ট পেপার
●পেন্সিল
●কম্পাস

20241002_125312.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি চিত্র অঙ্কন করে নিলাম এবং পেন্সিল ও কম্পাসের সাহায্যে বৃত্তের ভিতরে আরও তিনটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

20241002_125055.jpg20241002_125212.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে প্রত্যেকটি বৃত্ত কালো জেল পেনের সাহায্যে হাইলাইটস করে নিলাম।

20241002_125636.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে, প্রথম ও দ্বিতীয় বৃত্তে কালো জেল পেনের সাহায্যে ডিজাইন করে নিয়ে বিভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে তা কালার করে নিলাম।

20241002_132254.jpg20241002_133609.jpg

20241002_133842.jpg

চতুর্থ ধাপ

এবার তৃতীয় বৃত্তের মধ্যে কালো জেল পেন এর সাহায্যে কিছু ডিজাইন করে নিয়ে দুটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241002_134523.jpg20241002_134702.jpg

পঞ্চম ধাপ

এবার শেষের বৃত্তে দুটি স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20241002_135824.jpg

ষষ্ঠ ধাপ

এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজ সম্পন্ন করলাম।

20241002_135902.jpg20241002_135929.jpg

20241002_135934.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 last month 

অনেক সুন্দর একটা রঙ্গিন ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। বিভিন্ন ধরনের ডিজাইন থাকার কারণে এটা দেখতে খুবই ভালো লাগছে।

 last month 

বাহ্! বরাবরের মতো আজকেও দারুণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ভাই। আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো বরাবরই দারুণ হয়। বিশেষ করে কালার কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

এত সুন্দর ভাবে আমার এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো ভাই, আপনার এই মন্তব্যটি পড়ে।

 last month 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। এভাবে বৃত্ত এঁকে ম্যান্ডেলা আর্ট করলে খুব সুন্দর হয়। এতে কালার গুলোও সুন্দর ভাবে করা যায়। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে এখন আর করা হয়না। কালারফুল করার জন্য দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে এখন আর করা হয়না।

এটা ঠিক যে, এই ধরনের আর্ট করতে একটু বেশি সময়ের দরকার হয়। যাইহোক, যেহেতু আপনি এই ধরনের আর্ট করতে ভালোবাসেন তাই যখন সময় পাবেন, অবশ্যই এ ধরনের আর্ট করবেন আপু।

 last month 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার তৈরি করা রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো আমার সব সময় ভালো লাগে। আজকেরটাও অসাধারণ হয়েছে দেখতে। ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last month 

আমার শেয়ার করা এই আর্ট টি নিয়ে আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার এই মন্তব্যটি পড়ে অনেক উৎসাহ পেলাম আমি।

 last month 

ধৈর্য এবং সময় নিয়ে কাজ করলে সেই কাজগুলো দেখতেও ভালো লাগে ভাই। রঙিন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ হয়েছে আপনার আর্ট। দক্ষতার সাথে আর্ট করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আমার শেয়ার করা এই আর্ট টি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, তা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

চমৎকার একটি মেন্ডেলা আর্ট তৈরি করে দেখেছেন আমাদের। আপনার এই আর্ট দেখে বেশ ভালো লাগলো। অসাধারণ ভাবে আর্ট কাজ সম্পন্ন করেছেন। এজাতীয় সার্কেল আর্ট অনেক ভালো লাগে।

 last month 

ধন্যবাদ ভাই আপনাকে, আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য।

 last month 

রঙিন ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে।ম্যান্ডেলা আর্ট গুলো করতে সময়ের প্রয়োজন হয়।আপনি সময় ও ধৈর্য নিয়ে আর্টটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

 last month 

আমার শেয়ার করা এই আর্ট টি যে আপনার কাছে দারুণ মনে হয়েছে, এটা জেনে অনেক খুশি হলাম আপু আমি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনি অনেক ধৈর্য সহকারে রঙিন একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার রঙিন ম্যান্ডেলা আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া কালার কম্বিনেশনটা ছিল অনেক সুন্দর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম একটি সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আমার শেয়ার করা এই আর্টের কালার কম্বিনেশন যে আপনার কাছে সুন্দর মনে হচ্ছে, এটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে একটু বেশিই ভালো লাগে। আপনি আজকে খুবই সুন্দর করে একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। আর্ট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ‌

 last month 

চেষ্টা করেছি আপু, আর্ট তৈরীর প্রতিটা ধাপ সুন্দর করে উপস্থাপন করার জন্য। যাইহোক, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

খুব সুন্দর ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন‌। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69984.84
ETH 2469.68
USDT 1.00
SBD 2.37