জলের অপচয় ব্যাপারটা হয়তো কিছুটা রোধ করা যেতে পারে, কিন্তু জল দূষণ রোধ করা অনেকটাই চাপের। কারণ যে পরিমাণে কলকারখানার ময়লা আবর্জনা কিংবা আমাদের নিত্য প্রয়োজনীয় ময়লা আবর্জনা আমরা ড্রেনের মাধ্যমে নদী বা বিভিন্ন জলাশয় ফেলেছি, এতে করে সবকিছু মেন্টেন করা খুব চাপের। তবে যদি সতর্ক হওয়া যায় একটু তাহলে হয়তো কিছুটা এই জল দূষণ কমানো সম্ভব। যাইহোক, বেশ সুন্দর একটা পোষ্ট ছিল আপু এটি।