You are viewing a single comment's thread from:

RE: অরিগ্যামি পোস্ট || ভিন্ন রঙের কাগজ দিয়ে পাঁচটি হামিংবার্ডের অরিগ্যামি তৈরি

in আমার বাংলা ব্লগ7 months ago

আমাদের বড় দাদা কয়েকদিন আগে হ্যাংআউটে আমাদেরকে বুঝিয়ে বলেছেন প্রকৃতপক্ষে অরিগ্যামি কাকে বলে।

অরিগ্যামি করার ব্যাপারটা দাদা আমাদের সেদিনই ক্লিয়ার করেছিলেন। তারপর থেকেই আমরা সঠিকভাবে অরিগ্যামি গুলো তৈরি করতে পারছি।
যাইহোক, ভাই আপনি যে পাখির অরিগ্যামি তৈরি করেছেন, আমিও ঠিক একই পাখির অরিগ্যামি তৈরি করে ফেলেছি এই সপ্তাহে। তবে আপনি পাঁচটি পাখি তৈরি করেছেন আর অন্যদিকে আমি তিনটি তৈরি করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এই অরিগ্যামি পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 7 months ago 

হ্যাঁ দাদা অরিগ্যামির ব্যাপারটা ক্লিয়ার করার পর, কাঁচি এবং আঠা ব্যবহার না করে, শুধুমাত্র কাগজ ভাজ করে অরিগ্যামি তৈরি করেছি। যাইহোক গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 7 months ago 

অরিগ্যামি করার বিষয়ে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে ভাই এখন থেকে।

 7 months ago 

দাদা যে কথা মুখ দিয়ে একবার বের করেন, সেটা আমি অবশ্যই পালন করে থাকি। যেমন আপভোট দেওয়ার কথা, প্রতি সপ্তাহে ১ স্টিম করে এবিবি চ্যারিটি তে ডোনেশন দেওয়ার কথা এবং অরিগ্যামির ব্যাপারটা। কিন্তু অনেক ইউজার দাদার কথা মানে না। এটা আসলেই খুব খারাপ লাগে।

 7 months ago 

যেমন আপভোট দেওয়ার কথা, প্রতি সপ্তাহে ১ স্টিম করে এবিবি চ্যারিটি তে ডোনেশন দেওয়ার কথা

এই দুটো কথাও কি গত সপ্তাহে দাদা বলেছিল নাকি ভাই?

 7 months ago 

না ভাই এগুলো তো দাদা কিছুদিন আগে বলেছিলেন। আপনি হয়তোবা খেয়াল করেননি।

 7 months ago 

আমি তো দাদার সব কথাই মন দিয়ে শুনি, তবে প্রতি সপ্তাহে ১ স্টিম করে এবিবি চ্যারিটি তে ডোনেশন দেওয়ার কথাটা হয়তো আমি খেয়াল করিনি ভাই।

 7 months ago 

হ্যাঁ ভাই সেটাই বললাম হয়তো খেয়াল করেননি। দাদা বলেছেন প্রতিটি ইউজার যদি মাসে ৪ স্টিম ডোনেশন দেয়, তাহলে কেউ বিপদে পরলে নতুন করে কাউকে ডোনেশন দিতে হবে না। বরং এবিবি চ্যারিটি থেকেই সাহায্য করতে পারবে।

 7 months ago 

হ্যাঁ ভাই, দাদা যথার্থ কথাই বলেছিলেন। দাদা আসলে সব সময় সবদিক বিবেচনা করেই সব কথা বলে থাকেন । আমাদের সব সময় দাদার কথা মান্য করে চলা উচিত।

 7 months ago 

অবশ্যই ভাই, দাদা হচ্ছে আমাদের অভিভাবক, উনি সবসময় আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই চিন্তা করে।

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.25
JST 0.039
BTC 94857.25
ETH 3339.68
USDT 1.00
SBD 7.25