You are viewing a single comment's thread from:
RE: ন-পাড়া উদয়ন সংঘের পুজো মন্ডপ
আমরা বরাবরই নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার পুজো মন্ডপ গুলো নিয়ে অনেক মাতামাতি করি। কিন্তু অন্যান্য ছোট পুজো মণ্ডপও অনেক সুন্দর হয়, তার একটা উদাহরণ হল আজকের এই পুজো মন্ডপ অর্থাৎ "ন-পাড়া উদয়ন সংঘের পুজো মন্ডপ"। পুজোর থিমের নাম "অক্ষরজ্ঞান" হিসেবে আমার কিন্তু যথার্থ মনে হয়েছে। তাছাড়া এখানে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যেকটা বাণী তুলে ধরা হয়েছে তার মানে তো আরো স্পেশাল ব্যাপার। তবে সর্বোপরি, মায়ের মুখটা দেখে কিন্তু মন ভরে গেল দিদি।