You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং : অসৎ ব্যক্তি , সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না।

in আমার বাংলা ব্লগ6 months ago

এটা আপনি ঠিকই বলেছেন ভাই, অসৎ মানুষ কখনো সৎ মানুষের কাজের মধ্যে সততা খুঁজে পায় না। কারণ তারা আসলেই সকলকে নিজেদের মতো অসৎ মনে করে। তবে বর্তমানে যেকোনো জায়গায় কাজ করতে গেলে সততা রক্ষা করা যায় না। তাহলে আপনি সেখানে টিকতে পারবেন না। হয় আপনাকে সেখান থেকে নিজের ইচ্ছায় চলে যেতে হবে, না হলে আপনাকে কোন প্রকারে সেখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা হবে। তবে তারপরও কিছু কিছু সৎ মানুষ রয়েছে যারা অবিরত ভালো কিছু করার জন্য সদা প্রস্তুত থাকে। আমিও তাই মনে করি ভাই , সৎভাবে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াই উত্তম।

Sort:  
 6 months ago 

ঠিক বলেছেন কোথাও কাজ করতে গেলে এখন সততা রক্ষা করা যায় না। কারণ আমরা সেখানে টিকেই থাকতে পারবোনা সততা রক্ষা করলে। তবে সৎ মানুষদের ভালো কিছুই করা উচিত সব সময়।

 6 months ago 

সৎ মানুষ গুলো ভালো কিছু সবসময় করেই থাকে ভাই। সেইগুলো হয়তো সাথে সাথে সামনে আসে না, তবে একসময় না একসময় তা সামনে চলেই আসে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60841.72
ETH 2603.92
USDT 1.00
SBD 2.56