RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৫
প্রায় চার বছর আগের কথা হবে। কোন এক বর্ষাকালের সন্ধ্যায় আমি এবং আমার এক বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমাদের এইখানে কিছু কিছু এলাকা আছে যা একটু বর্ষা হলেই ডুবে যায় অর্থাৎ রাস্তায় অনেকটা জল চলে আসে। যাইহোক এরকম একটি রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই সামনে একটি শোল মাছ দেখতে পাই । দুপুরের দিকে বেশ জোরালো বৃষ্টি হয়েছিল সেই জন্য সন্ধ্যার সময়ও রাস্তার উপরে যথেষ্ট জল ছিল । ওই শোল মাছ দেখতে পেয়ে তৎক্ষণাৎ কোন কিছু না ভেবেই দৌড়ে যাই শোল মাছ ধরতে। দৌড় দিতে গিয়ে আমি জলের মধ্যে পড়ে যাই কিন্তু শোল মাছটাকে আমি ধরেই ফেলি। বন্ধুর বাড়ি ওই জায়গা থেকে অনেকটা কাছে থাকায় আমি তার বাড়ি গিয়ে এই শোল মাছটা দিয়ে আসি। আমার এইভাবে শোল মাছ ধরার ঘটনাটি অনেকেই জেনেছিল এবং অনেকেই আমার মজা উড়িয়েছিল। সবাই ঠিক এইভাবে ব্যঙ্গ করতো , "ভাই আমাকে একটা শোল মাছ ধরে দিবি" ? - এই বলে।