You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৩১ || মশা মারতে কামান দাগা হয় কেন?

in আমার বাংলা ব্লগlast year

মশা মারতে কামান দাগা হয় কেন?

দাদা কামান যে আবিষ্কার করেছিল, সে সেই কামান নিয়ে যাচ্ছিল যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করতে। যুদ্ধের ময়দানে যাওয়ার পথে সে কিছুটা সময় একটা গাছের নিচে বসে রেস্ট করতে যায়, সেই সময় প্রচন্ডভাবে তাকে মশায় ঘিরে ধরে। তাকে এতটাই অত্যাচার করে মশারা সে যুদ্ধের ময়দানের শত্রুর কথা চিন্তা করা বাদ দিয়ে মশা মারার জন্য মশার পিছনে ছুটে যায় কামান নিয়ে । সেখান থেকেই এই ব্যাপারটি প্রচলিত হয়ে আসছে। মশার অত্যাচার এতটাই বিরক্তিকর কামানের পরিবর্তে কিছুদিন পর দেখা যাবে নিউক্লিয়ার মিসাইল ছাড়া হয়েছে মশা মারতে।
Sort:  
 last year 

লোকটা কি কোলকাতার ছিলো? বাপরে বাপ এখানে কি মশা। হাঃ হাঃ

 last year 

সেটা দাদা সঠিক করে জানি না, তবে হতেও পারে লোকটা কোলকাতার !

আমাদের কলকাতায় অতিথি আপ্যায়ন মশা দিয়েই হয়। তুমি যেটাকে মশার কামড় মনে করছ, ওটা আসলে তাদের ভালোবাসা তোমার প্রতি।🤣🤣

 last year 

এত আলগা ভালোবাসার কারো দরকার নেই ! মশার কামড় খেয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকলে অতিথি আপ্যায়ন বের হয়ে যাবে ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64814.42
ETH 3450.94
USDT 1.00
SBD 2.52