রাতের একটি দৃশ্যের চিত্রাংকন || ১১ অক্টোবর ২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজকের ব্লগে তোমাদের সাথে একটি চিত্রাংকন শেয়ার করতে যাচ্ছি আমি। বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সাথে চিত্রাংকন শেয়ার করা হয় না তাই আজ ভাবলাম একটি চিত্রাংকন শেয়ার করা যাক। এতদিন তোমাদের সাথে দুর্গাপুজোর বিভিন্ন ফটোগ্রাফি শেয়ার করেছি তাই আজ ভিন্ন কিছু ট্রাই করলাম । আজ তোমাদের সাথে যে চিত্র অঙ্কন শেয়ার করব সেটি একটি রাতের দৃশ্যের চিত্রাংকন। খুবই সিম্পলভাবে চিত্রটি অংকন করা হয়েছে। আমি কেমন করে চিত্রাংকনটি করেছি তার প্রত্যেকটা ধাপ নিচে আমি শেয়ার করে দিয়েছি যেন তোমরা সহজেই বুঝতে পারো অঙ্কনের প্রসেসটি । যে কেউ চাইলে আমার দেওয়া ধাপ গুলো ফলো করে খুব সহজেই এই চিত্রটা অঙ্কন করতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে চিত্র অংকনের প্রসেস গুলো দেখে নেওয়া যাক।

20220611_145714.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
●পেন্সিল
●রাবার
●মার্কার পেন
●স্কেল
● জ্যামিতিক কম্পাস

♨️♨️ প্রথম ধাপ♨️♨️

জ্যামিতিক কম্পাস এবং পেন্সিল এর সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
20220611_152632.jpg

♨️♨️ দ্বিতীয় ধাপ♨️♨️

এবারে স্কেল এবং পেন্সিলের সাহায্যে বৃত্তের মধ্যে বিভিন্ন জায়গায় কতগুলো দাগ টেনে নিলাম।
20220611_110259.jpg

♨️♨️ তৃতীয় ধাপ♨️♨️

তৃতীয় ধাপে ঐ বৃত্তের মধ্যে একটি চাঁদ অংকন করে নিলাম এবং আরো কতগুলো দাগ দিয়ে দিলাম।
20220611_112850.jpg

♨️♨️ চতুর্থ ধাপ♨️♨️

আকাশে উড়ে যাচ্ছে এমন তিনটি বাদুড় অঙ্কন করে নিলাম এই ধাপে।
20220611_113237.jpg

♨️♨️ পঞ্চম ধাপ♨️♨️

পেন্সিলের সাহায্যে চিত্রাংকনের বিভিন্ন জায়গায় হাইলাইটস করে নিলাম।
20220611_122805.jpg

♨️♨️ ষষ্ঠ ধাপ♨️♨️

এই ধাপে পেন্সিলের সাহায্যে বাদুর তিনটিকে হাইলাইটস দিলাম এবং চিত্রাংকনের বাকি জায়গা গুলোও হাইলাইটস করে নিলাম।
20220611_125309.jpg

♨️♨️ সপ্তম ধাপ♨️♨️

মার্কার পেনের সাহায্যে চিত্রাংকনের কিছু অংশে রং করে নিলাম এবং চিত্র অংকন শেষের নিজের নাম লিখে নিলাম চিত্রের নিচে।
20220611_145714.jpg

আজকের শেয়ার করা রাতের একটি দৃশ্যের চিত্রাংকন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তা আমার সাথে শেয়ার করতে পারো । সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো সবার জন্যই শুভ কামনা করি।

♨️♨️ ধন্যবাদ সবাইকে ♨️♨️

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি চিত্রাঙ্কন করেছেন। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবে সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দিবেন।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা চিত্রাংকনের প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পেন্সিল দিয়ে খুব সুন্দর রাতের বেলা একটি দৃশ্য অঙ্কন করেছেন। খুব ভালো লাগে এই ধরনের দৃশ্য দেখতে। আপনি বিভিন্ন ধরনের পেন্সিল ব্যবহার করে চিত্রাংকন ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর গুছিয়ে কমেন্টেটি করার জন্য।

 2 years ago 

বাহ আপনার অংকন করা রাতের দৃশ্যের চিত্রাংকনটি বেশ চমৎকার হয়েছে। শুধুমাত্র পেন্সিল দিয়েও একটি চিত্রাংকন কিভাবে অনেক ফুটিয়ে তোলা যায় এবং বাস্তব রূপ দেওয়া যায়। সেটা আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। এভাবেই ভালো ভালো কাজগুলো নিয়ে এগিয়ে যান এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু গুছিয়ে কথাগুলো বলার জন্য। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রাতের বেলা দৃশ্য অংকন করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। মার্কার ব্যবহার করার জন্য চিত্র অঙ্কনটি ফুটে উঠেছে ভালো। আপনাকে ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হালকা করে মার্কার পেনের ব্যবহারের কারণে চিত্রাংকন টি ফুটে উঠেছে এই ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

একটি বৃত্তের ভেতর পেন্সিল ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি দৃশ্য তৈরি করেছেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ এত সুন্দর ভাবে আমার অঙ্কন করা আর্টের প্রশংসা করার জন্য । আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি পেন্সিল দিয়ে আর্ট এর মাধ্যমে রাতের দৃশ্যটি আমাদের মাঝে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার তৈরি অংকনটি বেশ চমৎকার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে পেন্সিল দিয়ে খুব সুন্দর রাতের বেলা একটি দৃশ্য অঙ্কন করেছেন। আসলে চিত্রাংকন টি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আপনি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ।

যদিও এটা দেখতে অনেকটাই সিম্পল হয়ে গেছে, তবে নিতান্তই খারাপ লাগছে না। যেহেতু রাতের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছ, সে ক্ষেত্রে একটু ডিপ কালার ব্যবহার করলে মনে হয় ভালো হতো। তবে সব মিলিয়ে বেশ ভালোই ছিল। ধন্যবাদ এত সুন্দর একটা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59305.10
ETH 2602.12
USDT 1.00
SBD 2.44