বিপদ অনেকটা কেটে গেছে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো কিন্তু আমি কয়েকদিন ধরে ভালো নেই।

surgery-g0658c9279_1920.jpg

ইমেজ সোর্স

বন্ধুর অপারেশনের পর থেকে পরবর্তী সময়গুলো আমাদের কেমন কেটেছে তার কিছুটা বিবরণ পূর্বের দুটি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অপারেশনের প্রায় ৪৮ ঘন্টা পরে গিয়ে বন্ধুর জ্ঞান পুরোপুরি ফেরে। বন্ধুর জ্ঞান আসার পর মাইকে অ্যানাউন্সমেন্ট করে পরিবারের লোকজনকে ভিতরে যাওয়ার জন্য বলা হয় কিন্তু সমস্যা হল ভিতরে প্রবেশের অনুমতি মাত্র একজনের ছিল। সেক্ষেত্রে কে যাবে সেটা নিয়ে একটা আলোচনা চলছিল। হসপিটালে তার বাবা-মা এবং আত্মীয়-স্বজন অনেক মানুষই ছিল। সবারই ইচ্ছা করছিল জ্ঞান ফেরা অবস্থায় প্রথমে তাকে দেখার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তার মাকেই দেয়া হলো । আমরা সবাই তার মাকে ভিতরে যাওয়ার জন্য বললাম কিন্তু তার মা খুব কান্নাকাটি করছিল এবং ভিতরে যাওয়ার সাহস করতে পারছিল না । তারপরে বন্ধুর মা বন্ধুর বাবাকে ভিতরে যাওয়ার জন্য বলে ।


বন্ধুর বাবা হসপিটালের ভিতরে যাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই আবার ফিরে চলে আসে কারণ ভিতরে বেশি সময় থাকতে দিচ্ছিল না। ওইখানে অন্যান্য রোগীরাও ছিল সবার কন্ডিশন খারাপ থাকার কারণে ওই রুমটাতে বেশি সময় পরিবারের লোকজনদের থাকতে দিচ্ছিল না। বন্ধুর বাবা ভিতর থেকে আসার পর তার চোখের জল দেখে আমাদের খুব কষ্ট লাগছিল। বন্ধুর বাবা খুব ইমোশনাল হয়ে পড়েছিল অপারেশনের এত সময় পরে বন্ধুকে ওই অবস্থায় দেখে। বন্ধুর বাবা বেরিয়ে এসে প্রথমে কোন কিছু বলতে পারছিল না, পরে আমরা যখন সবাই জিজ্ঞেস করলাম কি হয়েছে? তারপর তার বাবা জানালো শোভনের জ্ঞান ফিরেছে এবং সে কথা বলতে পারছে। আর বাবা আরো জানালো, প্রথম দেখার পরে শোভন তাকে জিজ্ঞেস করেছে মা কোথায়?


বাবার চোখের কান্নাটা ছেলেরাই করুণ পরিণতিটির ছিল এবং সেই সাথে একটু সুস্থতারও ছিল। ছেলের জ্ঞান ফিরেছে এবং কথা বলেছে সেই জন্য। এই খবর শোনার পর আমাদের ভিতর একটু ভালো লাগা কাজ করেছিল। পুরোপুরি ভাবে আমরা খুশি হতে পারেনি যদিও, যতদিন না পর্যন্ত আগের অবস্থায় ফিরে আসবে ততদিন আমাদের খুশি হওয়ার কথা না কিন্তু কিছুটা স্বস্থির আশ্বাস পাওয়া গেছিল এই ভেবে সময়ের সাথে সাথে সে ঠিক হয়ে যাবে । সবার ভিতরে ঢোকার অনুমতি না পাওয়া নিয়ে আমাদের কোন কিছু করারও ছিল না সেজন্য আমরা অন্য একটি পন্থা অবলম্বন করলাম ডাক্তারের নাম্বার আমাদের কাছে ছিল তারপর আমরা সরাসরি ডাক্তারকে ফোন করলাম ।


তারপর বন্ধুর কন্ডিশন সম্পর্কে তার কাছ থেকে জানার চেষ্টা করলাম। ডাক্তার বলল এখন আর ভয়ের কোন কিছু নাই শুধু আপনাদের ধৈর্য ধরতে হবে। মস্তিষ্কের এত বড় অপারেশন ঠিক হতে অনেকটা সময়ের দরকার পড়বে আপনাদের হতাশ হলে চলবে না। ডাক্তারের কাছে আমাদের আরো কিছু প্রশ্ন ছিল, সব প্রশ্নের উত্তর গুলো আমরা ডাক্তারের কাছ থেকে পেয়ে গেলাম। তখন আমরা পুরোপুরি ভাবে বুঝতে পারলাম এত বড় বিপদ থেকে আমাদের এই যাত্রায় রক্ষা হয়েছে।


সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🚨🚨 ধন্যবাদ সবাইকে🚨🚨

Sort:  
 2 years ago 

যাক অবশেষে আপনার বন্ধুরা অপারেশন সাকসেসফুল হল। অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার কাছে খুব খারাপ লেগেছিল। পুরোপুরি সুস্থ না হওয়ার পর্যন্ত টেনশন তো থাকবে ভাইয়া। ভাই আপনি বলেছিলেন আপনার বন্ধু আপনাদেরকে চিনতে পারছেনা। সেটার কি হলো!!!!

 2 years ago 

অপারেশন সাকসেসফুল ভাবে হয়েছে এটাই আমাদের জন্য বড় স্বস্তি আপু।

 2 years ago 

আসলে আপনার বন্ধুর এটা অনেক বড় একটা অপারেশন ছিল । আর এটা জেনে ভালো লাগলো অবশেষে বন্ধুর জ্ঞান ফিরেছে।আর সে প্রথমে তার মায়ের কথা জিজ্ঞাসা করল, আর মাকে সর্বপ্রথম সেখানে পাঠানো হলো। সবশেষে আপনার বন্ধুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বন্ধুর জ্ঞান পুরোপুরি ফেরার পরেই আমাদের সবার একটু ভালো লেগেছিল। এখন সে বিপদমুক্ত আছে এটাই আমাদের জন্য অনেক আনন্দের বিষয়।

 2 years ago 

ঠিক ভাই বিপদমুক্ত হলে আসলে সব দিক থেকে স্বস্তি পাওয়া যায় ধন্যবাদ।

 2 years ago 

আপনার বন্ধুর কন্ডিশন এখন মোটামুটি ঠিক হয়েছে এটা জেনে খুবই ভালো লেগেছে। ডাক্তার কিন্তু আপনাদেরকে ঠিকই বলেছে কথাগুলো আপনাদের ধৈর্য ধরতে হবে এবং হতাশ হলে চলবে না ‌‌। দেখবেন কয়েক দিন পর আপনার বন্ধু আবার আপনাদের মাঝে হাসিখুশি ভাবে জীবন কাটাতে পারবে। আমাদের মাঝে এই বিষয়টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাই আমরা ধৈর্য হারায়নি, আমরাও এ বিষয়টা জানি এখন হতাশ হলে চলবে না, আমাদের একটু অপেক্ষা করতে হবে সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। এত সুন্দর করে কথা গুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58067.54
ETH 2469.39
USDT 1.00
SBD 2.40