ট্রাভেল || দার্জিলিং -এর মিরিক লেক ভ্রমণ
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
কয়েক মাস আগে আমি দার্জিলিং ভ্রমনে গেছিলাম। সেই সম্পর্কে পূর্বেও তোমাদের সাথে কয়েকটি ব্লগ শেয়ার করেছি। আসলে দার্জিলিং ভ্রমণে গিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছিলাম। কয়েকদিন সময় হাতে নিয়ে ট্যুরে গেলে আসলে সব জায়গা ভালো করে দেখা যায়। দার্জিলিং ভ্রমণে যাওয়ার পূর্বেই আমাদের প্ল্যান ছিল মিরিক লেক যাওয়ার। আসলে আমরা কয়েকজন বন্ধু-বান্ধব মিলেই এই দার্জিলিং ভ্রমনে গেছিলাম। আর বন্ধু-বান্ধবের সাথে গেলে চারপাশে ঘুরে দেখাটা বেশ সহজ কাজই হয়ে থাকে। যেহেতু কয়েক মাস আগে এখানে ভ্রমণে গেছিলাম তাই সব কিছু পুরোপুরি ভাবে এখন মনে নেই। তবে যতটুকু মনে আছে সেই বিষয়গুলোই শেয়ার করার চেষ্টা করবো এখানে।
দার্জিলিং ভ্রমণের কোন একদিন আমি গেছিলাম মিরিক নামের একটি জায়গায়। আসলে মিরিক একটি ছোট হিল স্টেশন। আর এই জায়গার বড় একটা আকর্ষণ হলো মিরিক লেক। আসলে এটি একটি আর্টিফিশিয়াল লেক। এই লেকটি আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে। তবে এর সৌন্দর্য জাস্ট অসাধারণ। যদিও ফটো দেখে এর সৌন্দর্য আসলে অনুধাবন করা যায় না। সামনে থেকে যারা এর সৌন্দর্য দেখবে তারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবে। এই জায়গাটা দার্জিলিং থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা। ট্রেনে করে এখানে ভ্রমণের উদ্দেশ্যে গেলে নিউ জলপাইগুড়ি থেকে এই জায়গাটি কাছেই পড়ে। যাইহোক, বন্ধুবান্ধব নিয়ে এইখানে যাওয়ার সময় হালকা একটু বৃষ্টিও হচ্ছিল।
তবে এই বৃষ্টিতে আমাদের তেমন একটা সমস্যা হচ্ছিল না। কারণ আমরা একটা প্রাইভেট গাড়ি ভাড়া করেই বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছিলাম। যাইহোক, মিরিক লেকের এই জায়গায় এসে আমাদের গাড়িকে বাইরে দাঁড় করিয়ে এর আশেপাশের জায়গাগুলো আমরা ঘুরে দেখতে যাই। এই জায়গাতে হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি হয়ে যায় । আর বৃষ্টির কারণে চারপাশের পরিবেশটা সাধারণত সবুজে সবুজময় হয়ে থাকে। আর চারপাশের এরকম সবুজ দৃশ্য দেখলে মনটাও ভরে যায়। যদিও সেদিন কুয়াশার কারণে সবুজ দৃশ্য ক্যামেরাতে ভালো আসেনি। এই জায়গাতে কিন্তু বোটিং এর ব্যবস্থা ছিল। তবে এই জায়গায় বোটিং করতে খুব বেশি খরচ ছিল না। আমরা যেহেতু কয়েকটি জায়গা ভ্রমণের উদ্দেশ্য নিয়ে গেছিলাম তাই একটি জায়গায় আমরা খুব বেশি সময় অতিবাহিত করতে পারছিলাম না। আমার সাথে যে কয়েকজন বন্ধু বান্ধব ছিল তার মধ্যে কয়েকজনই জলে ভয় পেত, সেজন্য তারা বোটিংও করতে চাইছিল না।
এইভাবে ওভারল বিবেচনায় আর বোটিং করা হয়নি সেদিন। এই লেকের মধ্য দিয়ে যখন রংবেরঙের বোট গুলো ঘুরে বেড়াচ্ছিল তখন দেখতে বেশ ভালই লাগছিলো। তাছাড়া এই লেকের পাশেই ছিল হর্স রাইডিং এর ব্যবস্থা। আসলে এই হর্স রাইডিং করে এই মিরিক লেকের আশেপাশে ঘুরে বেড়ানোর ব্যবস্থা ছিল। জায়গাটি আসলে অনেকটা বিস্তার নিয়ে ছিল তাই অনেকে হেঁটে দেখতে পারে না, সেই ক্ষেত্রে হর্স রাইডিং এর মাধ্যমে ঘুরে দেখার সুযোগ ছিল। এই লেকের পাশেই ছিল একটি পার্ক। যে পার্কের প্রবেশ মূল্য ছিল কুড়ি টাকা। তবে পার্কের ভিতরে আমরা যাইনি। এই লেকের চারপাশ ঘিরে রয়েছে পাইনগাছ । এই পাইন গাছের কারণে এই জায়গার সৌন্দর্যটা খুব সুন্দর করে ফুটে উঠেছিল। তাছাড়া এই লেকের পাড়ে দাঁড়িয়ে এখানকার বড় একটা আকর্ষণ দেখা যায়, সেটা হলো এখানকার একটি ব্রিজ। এই ব্রিজের একটা নাম রয়েছে, যদিও সেই নামটা আমি ভুলে গেছি।
যাইহোক, আমরা এই ব্রিজের উপরে উঠেও লেকের সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের অনেক ফটো তুলেছিলাম। যদিও সেগুলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলেছিলাম। যেহেতু সেগুলো অন্যের ক্যামেরা দিয়ে তুলেছিলাম সেইজন্য সেগুলো আর এখানে শেয়ার করলাম না। তবে এই জায়গা ঘুরে ঘুরে আমার ফোন দিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম যা আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এইখানে ঘোরাঘুরির একটা সময় যখন বেশি বৃষ্টি হচ্ছিল তখন আমরা একটা জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি, সেখানে একটি কুকুর এসেও আশ্রয় নিয়েছে। আসলে এই কথাটি এখানে উল্লেখ করলাম এই কারণে যে, সেখানকার কুকুর গুলো দেখতে কিন্তু আমাদের এখানকার কুকুরগুলোর থেকে একটু আলাদা ছিল। সেখানকার কুকুর গুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। যাইহোক,ওভারঅল বলবো এই মিরিক লেক জায়গাটি ভ্রমন করে আমার বেশ ভালো লেগেছিল। মিরিক লেকের চারপাশের সৌন্দর্য আমার বন্ধু-বান্ধব সবাইকেও মুগ্ধ করেছিল।
পোস্ট বিবরণ
শ্রেণী | ট্রাভেল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | মিরিক, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। |
ঘুরাঘুরি করতে কম বেশি সবাই পছন্দ করে। আর আমি তো অনেক বেশি ভালোবাসি ঘুরাঘুরি করতে। দার্জিলিং এর মিরিক লেক ভ্রমনে গিয়ে দেখছি অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন। ঘুরাঘুরি করার সময় এত সুন্দর করে কিছু ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট মুগ্ধ হলাম। আপনার ঘুরাঘুরি করার এরকম আরো কয়েকটা পোস্ট দেখেছি। আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। দার্জিলিং ভ্রমণে গিয়ে অনেক জায়গায় গিয়েছেন তাহলে এটা শুনে ভালোই লাগলো। অনেক সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন, যেটা খুব ভালো লাগলো দেখে।
আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
আগে কখনো এই স্থান সম্পর্কে আমার জানা ছিল না। আজকে এই প্রথম আপনার কাছ থেকে এরকম একটি স্থান সম্পর্কে জানতে পারলাম এবং আপনি এখানে ভ্রমণ করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ খুব সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনি এখানকার সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
চেষ্টা করেছি ভাই, সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে এখানকার সৌন্দর্যগুলোকে ফুটিয়ে তোলার জন্য। যাইহোক, আপনার এই মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
https://x.com/ronggin0/status/1818605065558491636?t=jpVTUdWML0GLGTeKpu65Qg&s=19