ফটোগ্রাফি || নিকটবর্তী স্টেশন থেকে তোলা কিছু ফটোগ্রাফি।
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি । |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই জানো যে আমি ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি। আমাদের এই কমিউনিটিতে যোগদানের পর থেকে বিভিন্ন সময় আমি তোমাদের সাথে বিভিন্ন রকমের ফটোগ্রাফি শেয়ার করেছি। তবে অধিকাংশ সময়ই আমি এলোমেলো ফটোগ্রাফি বেশি শেয়ার করি। কোন এক জায়গা থেকে তোলা ফটোগ্রাফি খুব কমই শেয়ার করা হয়। তবে আজকের পোস্টে একটি জায়গা থেকে তোলা বিভিন্ন রকমের ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করবো।
আসলে ফটোগ্রাফি করার ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করতে হয়। কারণ ফটোগ্রাফি সঠিক অ্যাঙ্গেলে না তুললে দেখতে ভালো লাগে না। যারা প্রকৃতপক্ষে ফটোগ্রাফার তাদের অনেক ধৈর্যের প্রয়োজন পড়ে। একটা সুন্দর ফটোগ্রাফি করার জন্য। তবে আমরা তো আর প্রফেশনাল ফটোগ্রাফার নই। তবে চেষ্টা করি ভালো করে ফটোগ্রাফি করার জন্য। ভালো কোন ফটোগ্রাফি করার পর সেগুলো দেখতেও অনেক ভালো লাগে। যাইহোক, কয়েকদিন আগে আমি গেছিলাম আমাদের নিকটবর্তী একটি রেলওয়ে স্টেশনে। আসলে আমার বিশেষ কিছু বাজার রিলেটেড কাজ ছিল সেই জন্যই গেছিলাম। আমাদের নিকটবর্তী এই রেলওয়ে স্টেশনটি সত্যি অনেক ভালো। আমরা বাড়ি বসে বোর হয়ে গেলে মাঝে মাঝে স্টেশনে চলে যাই। তারপর সেখানে গিয়ে একটু হাটাহাটি করে পুনরায় বাড়িতে চলে আসি। আসলে সেখানে গেলে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। এই রেলওয়ে স্টেশনে রয়েছে ওভারব্রিজ। যার সাহায্যে এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়া যায়।
এই ওভার ব্রিজের উপর উঠে দুই সাইডের দৃশ্য দেখতে সত্যিই অসাধারণ লাগে। আজকের ফোটোগ্রাফিতে আমি সেরকম কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। যেখানে তোমরা এই দুই সাইডের দৃশ্য দেখার সুযোগ পাবে। তাছাড়া একটু উঁচুতে উঠে রেললাইনগুলো দেখতে অনেক ভালো লাগে। আমি তো মাঝে মাঝে এই জায়গায় গিয়ে রেললাইন দেখি এবং রেলগাড়ির যাওয়া আসা দেখি। কয়েকদিন আগে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই চারপাশের প্রকৃতিটাও বেশ সবুজ ছিল। আমি তার দুইদিন পরেই এই রেলওয়ে স্টেশনে গেছিলাম। সেজন্য সেই সবুজের প্রভাবটা আমিও গিয়ে উপভোগ করেছিলাম। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে সেটা আমি ঠিক জানিনা। তবে চোখে দেখতে খুবই ভালো লাগছিলো।
আমি প্রথমে ওভারব্রিজের উপর উঠেই চারপাশের দৃশ্য দেখে ফটোগ্রাফি গুলো করার চেষ্টা করি। তারপর যখন ওভারব্রিজ দিয়ে নিচে নামছিলাম তখনও কিছু ফটোগ্রাফি করেছিলাম। চারপাশের এই দৃশ্যগুলো আমার আজকের এই পোষ্টের মাধ্যমে তোমরা সবাই উপভোগ করতে পারবে।
🍁🍁পোস্ট বিবরণ 🍁🍁
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল |
আসলে ভাইয়া আমরা যখন ফটোগ্রাফি তখন আমাদের কে অনেক গুলো দিক বিবেচনা করতে হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেলওয়ে স্টেশনের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করেছেন।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে যে অনেক ভালো লেগেছে তা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি নিকটবর্তী স্টেশন থেকে খুবই সুন্দর দেখতে কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো অনেক সুন্দর হয়েছে, আর দেখতেও মনোমুগ্ধকর লাগছে। স্টেশনের এরকম দৃশ্য সরাসরি দেখতে যেমন ভালো লাগে, তেমনি ফটোগ্রাফি করলেও অনেক সুন্দর হয়। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ছিল জাস্ট চমৎকার। অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে এগুলো শেয়ার করেছেন দেখেই তো অনেক ভালো লেগেছে।
আমার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি যে আপনার কাছে চমৎকার লেগেছে, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় আপু। ধন্যবাদ, আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য।
আপনাদের নিকটবর্তী স্টেশন থেকে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাই। আসলেই ফটোগ্রাফি সঠিক অ্যাঙ্গেল থেকে না করতে পারলে দেখতে ততটা সুন্দর লাগে না। যাইহোক ট্রেন স্টেশনে মাঝেমধ্যে ঘুরাঘুরি করতে আমারও খুব ভালো লাগে। প্রথম ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো নিয়ে আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো ভাই, আপনার এই মন্তব্যটি পড়ে।
রেলস্টেশন থেকে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। রেললাইনের দৃশ্যগুলো আসলেই ভালো লাগে দেখতে। উপর থেকে ফটোগ্রাফি গুলো করার কারণে খুবই চমৎকার হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি। আশেপাশের সবুজ প্রকৃতির কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো নিয়ে, আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
বাহ দারুন সুন্দর জায়গা দাদা নিকটবর্তী স্টেশনের ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে স্টেশন গুলো আমার খুব ভালো লাগে। আর এত উন্নত মানের করে তৈরি করলে তো আরো অনেক সুন্দর দেখায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বেশ উপভোগ করতে পেরেছি।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো যে আপনি বেশ উপভোগ করেছেন, এটা জেনে অনেক ভালো লাগলো আপু আমার। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/ronggin0/status/1832754395181695164?t=p3Tw7AG4eQr7XXHU3Mbr9A&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফির দারুণ ছিল। তবে আপনি দেখছি ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে দুই পাশ থেকে সুন্দর দৃশ্য আপনার ফোনে ধারণ করেছেন দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
এখানে আমার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি যে আপনার কাছে দারুন লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া যারা প্রকৃতি পক্ষে ফটোগ্রাফার তাদের অনেক ধৈর্যের প্রয়োজন হয়ে পড়ে। আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন।স্টেশন থেকে তোলা ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। তবে আপনি এমনিতে বেশ চমৎকার ফটোগ্রাফি করেন। সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে যে বেশ চমৎকার লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য।
ভাই আপনি আজকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম ভিন্ন কিছু ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে আমার। সব গুলো ফটোগ্রাফি দারুণ ছিল। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
চেষ্টা করেছি ভাই, সুন্দর ফোটোগ্রাফির পাশাপাশি সুন্দর করে এর বর্ণনাও শেয়ার করার। যাইহোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমরা কেউই প্রফেশনাল ফটোগ্রাফার না। আমরা শুধু চেষ্টা করে যায় ফটোগ্রাফি করার। কিন্তু তারপরও আমরা বেশ অসাধারণ বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করে ফেলি। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। বেশ ভালো লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে যে বেশ চমৎকার এবং ভালো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি। ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।