মাইক্রোস্কোপিক কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি। আজ আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি যা এর আগে কোনদিনও করিনি। আজকে কিছু মাইক্রোস্কোপিক ফটোগ্রাফি শেয়ার করবো। ফটোগ্রাফি গুলো শিং মাছের ডিমের ফার্টিলাইজেশনের কয়েকটি স্টেজে তোলা।

আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ এর গ্রাজুয়েট স্টুডেন্ট। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার কয়েক মাস আগে আমাকে একটি জব ট্রেনিং করতে হয়েছিল। সেই সব ট্রেনিং টি অনুষ্ঠিত হয়েছিল আমাদের বাড়ি থেকে মোটামুটি ৬০ কিলোমিটার দূরে সোনারপুরের একটি জায়গায় । এটি একটি সাত দিনের জব ট্রেনিং প্রোগ্রাম ছিল। সেখানে গিয়ে অনেক কিছুই আমি শিখতে পেরেছিলাম নতুন নতুন যা আমি কলেজের ল্যাব থেকে শেখার সুযোগ পায়নি। সেখানে গিয়েই আমাদের বিভিন্ন মাছের ব্রিডিং শেখানো হয়। তার মধ্যে অন্যতম ছিল শিং মাছের ব্রিডিং । শিং মাছের ব্রিডিং এর পরে ফার্টিলাইস ডিম গুলো কিভাবে মাছের বডি থেকে আলাদা করতে হয় সেই সব প্রসেসও আমাদের দেখিয়েছিল। সেই ফার্টিলাইজ ডিমের বিভিন্ন দশা আমাদের পর্যবেক্ষণ করতে হয়েছিল মাইক্রোস্কপে। সেই মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করার সময় যে ফটোগুলো আমি তুলেছিলাম সেইগুলোই আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি জীবনে প্রথমবারের মতোই এই ব্রিডিং সংক্রান্ত সব কাজ নিজে হাতে করেছিলাম।

20220603_114102.jpg
প্রথমে পুরুষ এবং স্ত্রী শিং মাছকে আলাদা করে তাদের সনাক্ত করা হয়। তারপর হরমোন প্রয়োগ করতে হয় ডিম ছাড়ানো জন্য । ডিম সংগ্রহের ক্ষেত্রে চাপ প্রয়োগ করে শিং মাছের ডিম সংগ্রহ করতে হয়। প্রাকৃতিক উপায়ে এই শিং মাছের প্রজনন খুব একটা করা সম্ভব হয় না তাই এইগুলো বিভিন্ন হ্যাচারিতে নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে উৎপাদন করতে হয়। এক্ষেত্রে কিছু কথা বলে রাখা ভালো ডিম সংগ্রহের সময় আমাদের কিছু সতর্কতা পালন করতে হয় যেমন চাপ প্রয়োগের সময় জোরে চাপ প্রয়োগ করা যায় না। জোরে চেপে শিং মাছের পেট থেকে ডিম বের করার চেষ্টা করলে তা নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে। আমরা যখন মাইক্রোস্কোপে ডিম গুলো রেখেছিলাম তার দু একটি ডিম নষ্ট ছিল যেটা বোঝা যাচ্ছিল কারন আমরা প্রথমবারের মতো এগুলো করেছিলাম এবং আমাদের কিছু ভুল-ত্রুটি তখনও ছিল। শিং মাছের ডিম আঠালো হয় সেজন্য ডিমগুলোকে এমনভাবে বিছাতে হয় যেন একটি সাথে অন্যটি লেগে না যায় ।
শিং মাছের অনেক পুষ্টি গুনাগুন রয়েছে । অসুস্থ রোগীর শরীরের রক্তের স্বল্পতা মেটানোর জন্য এই মাছ খাওয়ানো হয়ে থাকে। এই মাছটি আগে প্রাকৃতিক জলাশইয়ে অনেক পাওয়া গেলও এখন অনেকটাই বিলুপ্তির পথে। কিন্তু কৃত্রিমভাবে এই মাছের ব্যাপক চাষাবাদ করা সম্ভব।
যাইহোক কম বেশি অনেক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম এখন আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক এই শিং মাছের ফার্টিলাইস ডিমের বিভিন্ন স্টেজের।

শিং মাছের ফার্টিলাইজ ডিম

20220603_115224.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস, সোনারপুর - চাঁদমারি রোড, আরাপাঞ্চ, পশ্চিমবঙ্গ ৭০০১৫০

20220603_115731.jpg

20220603_115738.jpg

20220603_115020.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস, সোনারপুর - চাঁদমারি রোড, আরাপাঞ্চ, পশ্চিমবঙ্গ ৭০০১৫০

20220603_115957.jpg
20220603_115856.jpg

20220603_115900.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস, সোনারপুর - চাঁদমারি রোড, আরাপাঞ্চ, পশ্চিমবঙ্গ ৭০০১৫০

20220603_120339.jpg

20220603_120342.jpg

ক্যামেরা পরিচিতি : SAMSUNG

ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : সস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাস, সোনারপুর - চাঁদমারি রোড, আরাপাঞ্চ, পশ্চিমবঙ্গ ৭০০১৫০

20220602_155809.jpg

20220602_160430.jpg

শিং মাছের ডিম ফার্টিলাইজেশন এর পরে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যে দশায় থাকে।

আজকের শেয়ার করা মাইক্রোস্কোপিক কিছু ফটোগ্রাফি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন । সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  

এটা আমার কাছে নতুন কিছু না। আমি নিজেও IFF এর স্টুডেন্ট ছিলাম। এই কাজ গুলো আমাকেও করতে হতো এক সময়। তবে ফটোগ্রাফি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। বেশ ভালো লাগছে দেখতে।

 2 years ago 

মাঝে মাঝে পুরনো দিনের স্মৃতি গুলো মনে করা ভালো অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67646.55
ETH 3796.22
USDT 1.00
SBD 3.52