চারটি ভিন্ন কালারের রঙিন ফুল তৈরি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আজকের ব্লগে আমি তোমাদের সাথে প্রথমবার কোনো ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমার বাংলা ব্লগের সবার সৃজনশীলতা দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাই। সবাই বিভিন্ন ধরনের সৃজনশীলতা মূলক কাজগুলো করে যা দেখে শিখতেও ভালো লাগে। আমাদের এই কমিউনিটিতে আমি অনেককেই কাগজের সুন্দর সুন্দর ফুল তৈরি করতে দেখেছি। এইভাবে কাগজের ফুল তৈরি করা আমি অনেক আগে থেকেই পারতাম কিন্তু আগে কখনো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। কাগজ দিয়ে ফুল তৈরি করে আগে রুম সাজিয়ে রাখতাম। অনেকদিন পর আজ কাগজের ফুল তৈরি করে বেশ ভালো লাগছে। কাগজের ফুলগুলো আমি কেমন করে তৈরি করেছি তা স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। আশা করি আজকের শেয়ার করা কাগজের ফুলগুলো তোমাদের সবার ভালো লাগবে।

InShot_20230211_153821642.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● পাঁচটি ভিন্ন কালারের পেপার
● কাঁচি
● আঠা
● পেন্সিল
● টেপ

InShot_20230211_154257653.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে রঙিন কাগজের উপর টেপ রেখে পেন্সিলের সাহায্যে গোল গোল করে দাগ টেনে নিলাম এবং কাঁচির সাহায্যে গোল গোল করে কেটে নিলাম। সবগুলো পেপার কাটার পর গোল কাগজ গুলো চিত্রের মত করে একবার করে ভাজ করে রেখে দিলাম।

InShot_20230211_154047159.jpgInShot_20230211_155346747.jpg

দ্বিতীয় ধাপ

এইবার গোল করে কেটে রাখা নীল রঙের তিনটি কাগজ নিয়ে নিলাম প্রথম ফুলটি করার জন্য। এই ধাপে ভাজ করা কাগজে আঠা লাগিয়ে নিলাম।

InShot_20230211_155419512.jpgInShot_20230211_155221312.jpg

তৃতীয় ধাপ

তিনটি আঠা লাগানো নীল রঙের কাগজ একসাথে করে একটি ফুল তৈরি করে ফেললাম।

InShot_20230211_154428157.jpgInShot_20230211_155510934.jpg

চতুর্থ ধাপ

এবার সবুজ কাগজ কেটে নিয়ে নিলাম। এটি দিয়ে পুষ্পের বৃত্তাংশ তৈরি করব।
InShot_20230211_155834972.jpg

পঞ্চম ধাপ

সবুজ কাগজগুলো ভাজ করে নিলাম এই ধাপে এসে।

InShot_20230211_155859030.jpgInShot_20230211_155552072.jpg

ষষ্ট ধাপ

কাঁচির সাহায্য পুষ্পের বৃত্তাংশের মতো করে কেটে নিলাম এইবার।
InShot_20230211_155810269.jpg

সপ্তম ধাপ

সবুজ কাগজ দিয়ে করা পুষ্পের বৃত্তাংশের উপর আঠা লাগিয়ে পূর্বে তৈরি করা নীল কাগজের ফুলটি বসিয়ে দিলাম। এভাবে একটি ফুল তৈরি করা কমপ্লিট হয়ে গেল।

InShot_20230211_154713514.jpgInShot_20230211_155635086.jpg

অষ্টম ধাপ

পূর্বের ধাপ গুলোতে শেয়ার করা পদ্ধতি অনুসারে একইভাবে আরও তিনটি ভিন্ন কালারের ফুল তৈরি করে নিলাম।
InShot_20230211_153627482.jpg

নবম ধাপ

সবগুলো ফুল তৈরি হওয়ার পর অন্য একটি ছোট কাগজের টুকরোতে নিজের নাম লিখে ফুলগুলোর পাশে রেখে দিলাম।

InShot_20230211_153821642.jpg


আজকে শেয়ার করা রঙিন কাগজ দিয়ে তৈরি করা চারটি ভিন্ন কালারের ফুল তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে চারটি ফুল বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে অনেকে অনেক কিছু বানাচ্ছে।আর আপনার ফুল গুলো বেশ চমৎকার হয়েছিল। ধন্যবাদ আপনাকে সবার মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 last year 

কাগজ দিয়ে অনেক কিছুই বানানো সম্ভব আপু। আমার শেয়ার করা কাগজের ফুলগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন দেখছি ভাইয়া। ফুল তৈরি করার ক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন রঙের রঙিন কাগজ ব্যবহার করেছেন। এমন ভিন্ন ভিন্ন কালারের ফুলের ওয়ালমেট তৈরি করলে সেটা দেখতে দারুন লাগে।

 last year 

হ্যাঁ ভাই ভিন্ন ভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার করেছি কারণ ভিন্ন ভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার করলে ভিন্ন ভিন্ন কালারের ফুল পাওয়া যাবে।

 last year 

কাগজ কেটে বানানো ফুল দেখতে খুব ভাল লাগে। আপনি প্রথমবার হলেও খুব দক্ষতার সাথে ফুলগুলো বানিয়ে শেয়ার করেছেন। দেখতে বেশ চমৎকার লাগছে। বিভিন্ন কালারের হওয়ায় আরো বেশি ভাল লাগছে দেখতে। ধন্যবাদ দাদা।

 last year 

ভাই আমি আগেও এমন কাগজের ফুল তৈরি করেছি কিন্তু আমাদের এই কমিউনিটিতে প্রথমবার আমি এরকম ভাবে তৈরি করে শেয়ার করলাম এই আর কি।

 last year 

রঙিন কাগজকে কেটে ভাজ করে খুব চমৎকার ভাবে ফুল বানিয়েছেন। আসলে কালার কম্বিনেশন টা যথাযথ ছিল।কারণ রঙিন পেপার সিলেক্টিং এ আপনি চারটি কালার খুবই চমৎকার নিয়েছেন। যার কারণে চমৎকার চারটি ফুল দেখতে পেলাম ধন্যবাদ আপনাকে ।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আপনি যেহেতু অনেক আগে থেকেই কাগজ দিয়ে ফুল তৈরি করতে পারতেন তাইতো আজকে সুন্দরভাবে সেই ফুল তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। আসলে ঘর সাজাতে এই ফুলগুলো অনেক কাজে লাগবে। আর দেখতেও ভালো লাগবে। নিজের হাতে তৈরি করা কোন কিছু দিয়ে ঘর সাজাতে বেশি ভালো লাগে। বিভিন্ন কালারের ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 last year 

অনেক আগে থেকে প্র্যাকটিস ছিল বলেই একটু ভালো করে করতে পেরেছি আপু। নিজের হাতে এমন ফুল তৈরি করে ঘর সাজাতে সত্যই অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার ফুল গুলো চমৎকার হয়েছে । প্রথম হিসেবে আপনার ফুল গুলো অনেক ভালো হয়েছে। আসলে রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে ও দেখতে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু যদিও আগে থেকেই কাগজ কেটে এমন ফুল তৈরি করা পারতাম কিন্তু আমাদের এই কমিউনিটিতে প্রথমবার শেয়ার করলাম।

 last year 

ডাই পোস্ট গুলো আমার সবসময়ই অনেক ভালো লাগে।কারণ ডাই পোস্ট থেকে নতুন নতুন অনেক কিছু শিখতে পারি।আপনার রঙিন কাগজের তৈরি ফুল টি অনেক বেশি সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ডাই পোস্ট থেকে অনেক কিছুই শেখা যায়। আমিও আমাদের কমিউনিটির অনেকের শেয়ার করা ডাই পোস্ট দেখে অনেক কিছু শিখতে পেরেছি। সবার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমিও এই ধরনের ডাই পোস্ট শেয়ার করলাম আর কি ।

 last year 

রঙিন কাগজ দিয়ে দারুন চার রকমের চারটি ফুল করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে অনেক ভাল লাগলো। রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হোক আমার খুব ভাল লাগে। আপনি খুব সুন্দরভাবে উপস্হাপন করেছেন, দেখে ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনার সুন্দর মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

চারটি ভিন্ন কালারের ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারী ফুল গুলো তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে অনেক ভালই লাগে। আপনি পাঁচটি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে কিছু ফুল বানিয়েছেন। আসলে এই ধরনের ফুল গুলো করে দেয়ালে লাগালেও দেখতে অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায়। তবে আজকে রঙিন কাগজের ফুলগুলো আপনার অনেক দারুন হয়েছে। এবং খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

হ্যাঁ আপু এই ধরনের ফুল দেওয়ালে লাগালে সত্যিই অনেক সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65231.23
ETH 3491.62
USDT 1.00
SBD 2.48