রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন -০৮

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

বন্ধুরা ,আজ তোমাদের সাথে একটি চিত্র অঙ্কন শেয়ার করব। এই চিত্র অঙ্কনটি একটি ম্যান্ডেলার চিত্র অংকন। আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার অষ্টমতম চিত্রাংকন শেয়ার করব। এর আগেও আমি সাতটি রঙিন ম্যান্ডেলার চিত্র অংকন তোমাদের সাথে শেয়ার করেছি। বিভিন্ন সময়ে শেয়ার করা ম্যান্ডেলাগুলোর ভিতরের ডিজাইন আলাদা রকম করার চেষ্টা করি আমি। এছাড়াও কালার কম্বিনেশন এর ক্ষেত্রে ভিন্নতার চেষ্টা করি। আজকে শেয়ার করা রঙ্গিন ম্যান্ডেলার চিত্রাংকনের ধাপগুলো আমি নিচে পরপর শেয়ার করলাম। চিত্র অংকনের ধাপ গুলো পর পর দেয়ার ক্ষেত্রে একটা সুবিধা হল, কেউ যদি আমার মত করে এই চিত্র অঙ্কনটি করতে চায় তাহলে খুব সহজভাবেই সে করতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে চিত্র অংকনের ধাপগুলো দেখে নেওয়া যাক।

IMG-20221103-WA0407.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● তিনটি ভিন্ন কালারের কলম
● জ্যামিতিক কম্পাস

IMG-20221103-WA0414.jpg

🔮🔮 প্রথম ধাপ 🔮🔮

কালো কলম এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
IMG-20221103-WA0416.jpg

🔮🔮 দ্বিতীয় ধাপ 🔮🔮

এবার বৃত্তের মধ্যে নয়টি দাগ টেনে নিলাম কালো কালারের কলমের সাহায্যে।

IMG-20221103-WA0415.jpg

🔮🔮 তৃতীয় ধাপ 🔮🔮

এবার বৃত্তের নিচের অংশের কয়টি দাগের মধ্যে কালো কালারের কলম এবং রঙিন কালারের কলমের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0413.jpgIMG-20221103-WA0412.jpg

🔮🔮 চতুর্থ ধাপ 🔮🔮

এই ধাপে রঙিন পেনের ব্যবহার একটু বেশি করলাম এবং বৃত্তের মধ্যে প্রায় ৮০ শতাংশ জায়গায় বিভিন্ন ছোট ছোট ডিজাইন করে নিলাম।
IMG-20221103-WA0411.jpg

🔮🔮 পঞ্চম ধাপ 🔮🔮

বৃত্তের বাকি কুড়ি শতাংশ জায়গায় বিভিন্ন পেনের সাহায্যে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ডিজাইন করার মাধ্যমে চিত্রাংকন টি সম্পন্ন করলাম।
IMG-20221103-WA0410.jpg

🔮🔮 ষষ্ঠ ধাপ 🔮🔮

চিত্রাংকনটি সম্পন্ন করে চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে দিলাম।

IMG-20221103-WA0409.jpgIMG-20221103-WA0408.jpg

🔮🔮 সপ্তম ধাপ 🔮🔮

চিত্র অংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম।
IMG-20221103-WA0407.jpg

আজকের শেয়ার করা রঙিন ম্যান্ডেলার অষ্টমতম চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের ভালো ভালো কমেন্ট গুলো সব সময় আমার আর্ট করার উৎসাহ বাড়িয়ে দেয়। যাইহোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🔮🔮ধন্যবাদ সবাইকে🔮🔮

Sort:  
 2 years ago 

আপনার আকা ম্যান্ডালা আর্টি বেশ সুন্দর লাগছে। কালার কম্বিনেশন ও বেশ ভালো হয়েছে। ধাপগুলো অনেক সহজ ও সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনার ম্যান্ডালা আর্টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 
আপনি যা বলেছেন ঠিক তেমন ভাবে আপনি আঁকা চেষ্টা করেছেন।এক কথায় আপনার আঁকা মেন্ডেলার আর্ট অনেক সুন্দর হয়েছে।আপনার আর্টের কালার কমিশন টা অনেক ভাল হয়েছে।আর্ট এর প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
 2 years ago 

হ্যাঁ ভাই আমি চেষ্টা করেছি যেমন করে অঙ্কন করেছি সেই বিষয়গুলো বর্ণনা করার। এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 
আপনি খুব ভাল ম্যান্ডেলা চিত্র আকেন। আপনার আগের ম্যান্ডেলা চিত্রগুলোও অসাধারন ছিল। সবাই রঙ্গিন ম্যান্ডেলা চিত্র আকেনা কিন্তু আপনার অনেক ধৈর্য যে আপনি রঙ্গিন ম্যান্ডেলা চিত্র অংকন করেন। এই চিত্র আকতে অনেক সময়েরও ব্যাপার। আপনি বৃত্ত একে তার ভিতর ছোট ছোট অনেক সুন্দর ম্যান্ডেলা একেছেন। দেখতে অনেক ভাল লাগছে। ধন্যবাদ দাদা।
 2 years ago 

রঙিন এই ম্যান্ডেলা গুলো তৈরি করতে একটু বেশি সময়ের দরকার পড়ে তাছাড়া ছোট ছোট ডিজাইন করতে অনেকটা ধৈর্যেরও দরকার পড়ে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

রঙিন ম্যান্ডেলার অষ্টমতম আর্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া। আপনার যে অনেক ধৈর্য আছে সেটা বুঝতেই পারছি। আপনার ধৈর্য না থাকলে এত সময় নিয়ে এই নিখুঁতভাবে আর্ট করা সম্ভব হতো না। ছোট ছোট ফুলগুলো এতই নিখুঁতভাবে করেছেন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধৈর্যশীল একজন মানুষ জুটুক কপালে। 🤪🤪

 2 years ago 

এই ধরণের আর্ট করার জন্য একটু ধৈর্য রাখতেই হয় আপু । অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে আমার আর্ট এবং আমার ধৈর্যের প্রশংসা করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65