ডাই || একটু অন্য ভাবে ফুলের ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফুলের ওয়ালমেট শেয়ার করব। আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ডাই শেয়ার করে থাকি তোমাদের সাথে। এই ধরনের ডাই করতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে এই ধরনের ডাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আর সব সময়, সেই সময়টা পাওয়া যায় না। আজকের এই ডাই টি তৈরি করতে আমার প্রায় ছয় ঘন্টার মত সময় লেগেছে। আমি চেষ্টা করেছি , এটি অনেক সুন্দর করে করার। এই ধরনের কাজ করে আমার অনেক ধৈর্যশক্তি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া এমন ধরনের কাজ করে আমি আমার কাজের দক্ষতাও বাড়ানোর চেষ্টা করি। আমার এই কাজগুলো তোমাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সফলতা। আমার এই ডাই টি তোমাদের কেমন লাগলো টা কমেন্ট করে জানিও।

InShot_20240117_122526598.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের রঙিন কাগজ
●গোল করে কেটে নেওয়া মোটা কাগজ
●আঠা
●পেন্সিল
●কাঁচি
●স্কেল
●পুঁথি

InShot_20240117_123109853.jpg


♨️ প্রথম ধাপ♨️

প্রথম ধাপে, কিছু নীল কালারের পেপার কাঁচির সাহায্যে কেটে নিলাম। তারপর সেই কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। এবার সেই ভাঁজ করে নেওয়া কাগজের উপর পেন্সিল দিয়ে এঁকে নিয়ে, কাঁচির সাহায্যে কেটে নিলাম। সেই কেটে নেওয়া কাগজে চিত্রের মত করে বারবার কাগজ ভাঁজ করে নিলাম। এভাবে ৩ টি কাগজে একই রকম ভাবে করে, পূর্বে গোল করে কেটে রাখা মোটা কাগজের উপরে আঠার সাহয্যে একে একে লাগিয়ে দিলাম।

20240116_143100.jpg20240116_145256.jpg

20240116_150544.jpg

♨️ দ্বিতীয় ধাপ ♨️

এবার দ্বিতীয় ধাপে, ৮ সেমি দৈর্ঘ্য ও প্রস্থে কিছু গোলাপী কালার পেপার স্কেল দিয়ে মেপে কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার সেই কাগজ চিত্রের মতো করে পরপর ভাঁজ করে নিয়ে। পেন্সিলের দ্বারা ফুলের আকৃতি দিয়ে কাঁচির সাহায্যে কেটে নিলাম। এভাবে ফুলটি তৈরি করে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240116_155324.jpg20240116_155347.jpg20240116_155449.jpg
20240116_155514.jpg20240116_155558.jpg20240116_155637.jpg
20240116_155659.jpg20240116_155751.jpg20240116_155850.jpg
20240116_155922.jpg20240116_160935.jpg

♨️ তৃতীয় ধাপ ♨️

তৃতীয় ধাপে, আবারো কিছু রঙিন কাগজ নিয়ে দৈর্ঘ্য ১০ সেমি এবং প্রস্থ ৮ সেমি করে কেটে। চিত্রের ধাপগুলো পরপর অনুসরণ করে পেন্সিল ও কাঁচির সাহায্যে রঙিন কাগজ গুলোকে ফুল বানিয়ে নিলাম যা তোমরা দেখতে পাচ্ছো।

20240116_152138.jpg20240116_152309.jpg20240116_152410.jpg
20240116_152456.jpg20240116_152521.jpg20240116_152634.jpg
20240116_152657.jpg20240116_152810.jpg
20240116_152933.jpg20240116_154244.jpg

♨️ চতুর্থ ধাপ ♨️

চতুর্থ ধাপে, ৭ সেমি দৈর্ঘ্য প্রস্থের কিছু হলুদ কালারের পেপার নিয়ে, চিত্রের ধাপ গুলো অনুসরণ করে ফুলগুলো পরপর বানিয়ে নিলাম।

20240116_161500.jpg20240116_161523.jpg20240116_161546.jpg
20240116_161622.jpg20240116_161643.jpg20240116_161701.jpg
20240116_161730.jpg20240116_161800.jpg20240116_161904.jpg
20240116_161935.jpg20240116_163127.jpg

♨️ পঞ্চম ধাপ ♨️

এবার এই পঞ্চম ধাপে, ৬ সেমি দৈর্ঘ্য প্রস্থের নীল কালারের পেপার নিয়ে উপরের ধাপগুলো থেকে ফুল বানানোর প্রক্রিয়া অনুসরণ করে, এই ফুলগুলোও বানিয়ে নিলাম।

20240116_163556.jpg20240116_163618.jpg20240116_163643.jpg
20240116_163659.jpg20240116_163721.jpg20240116_163749.jpg
20240116_163836.jpg20240116_163901.jpg20240116_164859.jpg

♨️ ষষ্ঠ ধাপ ♨️

ষষ্ঠ ধাপে, উপরের ধাপগুলো থেকে পাওয়া ফুলগুলো আঠার সাহায্যে একটার পর একটা লাগিয়ে নিলাম এবং সবশেষে আঠার সাহায্যে পুঁথিগুলো লাগিয়ে নিলাম ফুলের উপরে। এভাবে একে একে প্রত্যেকটি ফুল তৈরি করে নিলাম এবং প্রথম ধাপে তৈরি করা কাগজের অংশের সাথে লাগিয়ে নিলাম।

20240116_174215.jpg20240116_174322.jpg20240116_174414.jpg
20240116_174531.jpg20240116_174819.jpg
20240116_175841.jpg20240116_180426.jpg20240116_180143.jpg

♨️ সপ্তম ধাপ ♨️

সপ্তম ধাপে, দৈর্ঘ্য ১০ সেমি ও প্রস্থ ৫ সেমি এর কিছু কালার পেপার স্কেলের সাহায্যে মেপে, কাঁচি দিয়ে কেটে নিলাম । এবার চিত্রের মতো ভাঁজ করে পাতার আকারে কেটে নিলাম কাঁচির সাহায্যে।

20240116_184443.jpg20240116_184525.jpg20240116_184550.jpg
20240116_185249.jpg20240116_185330.jpg

♨️ অষ্টম ধাপ ♨️

সপ্তম ধাপের বানিয়ে নেওয়া পাতা গুলো এবার একে একে ওয়ালমেটটির ফুলগুলোর চারপাশে লাগিয়ে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

InShot_20240117_115521374.jpgInShot_20240117_114819009.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার এবং ফটোগ্রাফার@ronggin
লোকেশনকলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

বন্ধুরা, বিভিন্ন কালারের রঙিন কাগজ এবং পুঁথি দিয়ে তৈরি করা ফুলের এই ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে


Sort:  
 9 months ago 

এটা ঠিক বলেছেন, ডাই তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। আমি নিজে তৈরি করি তাই এগুলো সম্পর্কে আমার আইডিয়া রয়েছে। আপনি দেখছি আজকে খুব অসাধারণ একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট দেখে আমার ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ডিজাইনটা একটু অন্যরকম করাতে দেখতে আরো বেশি ভালো লাগছে। আমাদের মাঝে এত সুন্দর একটি ওয়ালমেট নিয়ে আসার জন্য ধন্যবাদ।

 9 months ago 

চেষ্টা করেছি আপু ওয়ালমেট টি একটু অন্যরকম ভাবে করার । এটি আপনার কাছে এত বেশি ভালো লেগেছে তা জেনে অনেক খুশি হলাম।

 9 months ago 

আমি নিজেও এ ধরনের ওয়ালমেট তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি তো দেখি নতুন আইডিয়া অনুযায়ী তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট গুলো দেয়ালে ঝুলিয়ে রাখলে দেয়ালের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। অনেক ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

এ ধরনের ওয়ালমেট গুলো দেয়ালে ঝুলিয়ে রাখলে দেয়ালের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়।

সেই জন্যই তো এটি তৈরি করার পর আমার রুমের দেওয়ালে টাঙিয়ে দিয়েছি।

 9 months ago 

আপনার তৈরিকৃত ওয়ালমেট টি অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে ডিজাইন এবং কালার কম্বিনেশন বেশ মানিয়েছে। ওয়ালমেট দেওয়ালে লাগিয়ে রাখলে দেওয়ালের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমার শেয়ার করা ফুলের এই ওয়ালমেট টি আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

 9 months ago 

এক কথায় সিম্পল এর মধ্যে গর্জিয়াস।
এই ধরনের ওয়ালমেট গুলোরও আমার কাছে অনেক ভালো লাগে।
বিশেষ করে ডাইনিং রুমে টাঙিয়ে রাখলে রুমের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়।
ফটোগ্রাফির সাথে প্রস্তুতি দারুণভাবে শেয়ার করেছেন।
বিশেষ করে কালার কম্বিনেশনের জন্য সৌন্দর্যটা বেশি ফোকাস করছে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

এক কথায় সিম্পল এর মধ্যে গর্জিয়াস।

আমার শেয়ার করা ওয়ালমেট টির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

বিশেষ করে ডাইনিং রুমে টাঙিয়ে রাখলে রুমের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়।

হ্যাঁ, এটা ঠিক। তবে এটি আমি ডাইনিং রুমে না টাঙিয়ে, আমার রুমের দেওয়ালেই টাঙিয়ে দিয়েছি।

 9 months ago 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। যদিও রঙিন কাগজে দিয়ে কোন কিছু তৈরি করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর লাগছে। এই ওয়ালমেট ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যাবে। কালার কম্বিনেশন টাও খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

সেটা তো বলতেই হবে আপু, এগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন। এগুলো তৈরি করার পর দেওয়ালে ঝুলিয়ে রাখলে সত্যিই অনেক সুন্দর লাগে দেখতে । আমি এটি তৈরি করার পরই আমার ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছি তাই। যাইহোক, আমার শেয়ার করা ওয়ালমেট টি নিয়ে আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

 9 months ago 

অও,অসাধারণ হয়েছে দাদা ওয়ালমেটটি।এত সুন্দর করে তৈরি করেছ যে দেখে চোখ সরানো যাচ্ছে না, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম।এগুলো করতে আসলেই অনেক সময় ও পরিশ্রম হয়ে থাকে।নিখুঁত হয়েছে ফুলের ওয়ালমেটটি,ধন্যবাদ তোমাকে দাদা।

 9 months ago 

ধন্যবাদ বোন এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ফুলের এই ওয়ালমেটটির প্রশংসা করার জন্য। এটি নিখুঁত করতে অনেক সময় নিয়ে করেছি বোন।

 9 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট সত্যিই একটু অন্যরকমই হয়েছে। এত সুন্দর ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ওয়ালমেট দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে বেশ চমৎকার দেখাবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার শেয়ার করা ফুলের ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন সেটা জেনে অনেক খুশি হলাম আপু।

 9 months ago 

রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনি কিন্তু দারুন সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেটের প্রতিটি ধাপ আমাদের মাঝে বেশ ‍সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ফুলের ওয়ালমেট টির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 9 months ago 

আপনার ফুলের ওয়ালমেট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আসলে কাগজ কেটে ফুল তৈরি করতে নিশ্চয় বেশ ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়েছে। কাগজের ছোট ছোট ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলের ওয়ালমেট তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 9 months ago 

আমার শেয়ার করা ফুলের এই ওয়ালমেট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন সেটা জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

দেখেই বুঝা যাচ্ছে ডাই টা অনেক সময় নিয়ে করেছন দাদা। এজন্য দেখতেও চমৎকার লাগছে। আর কালা কম্বিনেশন টাও ভালো ছিল। আপনার ধৈর্যেরও তারিফ করতেই হয়। এতো সময় নিয়ে এমন কাজ করা মোটেও সহজ নয়

 8 months ago 

হ্যাঁ ভাই, অনেকটা সময় নিয়ে এটি তৈরি করেছিলাম। আমার ধৈর্যের তারিফ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60865.75
ETH 2381.36
USDT 1.00
SBD 2.57