মজার একটি ঘটনা: কুমড়া গ্রাম

in আমার বাংলা ব্লগlast year
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি।

pumkin-ge2c00e3a6_640.jpg

ইমেজ সোর্স

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে মজার একটি ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি আমার সাথে ঘটেছে এরকম কোন ঘটনা না । অনেক বছর আগে আমার এক কাকার মুখে এই ঘটনাটি আমি শুনেছিলাম। তাও প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে শুনেছিলাম। আমার যে কাকার মুখে এই ঘটনাটি আমি শুনেছিলাম সেই কাকার বাড়ি ছিল অন্য এক গ্রামে। গ্রামের নাম আমার মনে নেই কারণ অনেক বছর আগে শুনেছিলাম এতদিনে তা ভুলে গেছি। কিন্তু প্রধান যে ঘটনাটা ছিল সেটা ভুলিনি। সেই জন্যই সেটা আজ শেয়ার করব। এই কাকা আমাদের একটু দূরের সম্পর্কেই আত্মীয় হতো। আমরা তখন শহরে থাকি, এই কাকা গ্রাম থেকে শহরে আমাদের বাড়ি কয়েকদিনের জন্য ঘুরতে এসেছিল।


এই কাকা গল্প বলতে খুব ভালবাসতেন আর সেই সময়টাতে আমরাও গল্প শুনতে খুব ভালবাসতাম। এই কাকা আসার পর থেকে কাকার কাছে বসে আমরা সব ভাই গুলো গল্প শোনার জন্য বারবার আবদার করতাম। আমাদেরকে বিভিন্ন ধরনের গল্প তিনি শোনাতেন। ভূত-প্রেত থেকে শুরু করে সত্যি ঘটনা, সবকিছুই আমাদের আনন্দ দেওয়ার জন্য তিনি বলতেন। আমরা রাতে খাওয়া-দাওয়া শেষ করে কাকার কাছে বসে এসব ঘটনাগুলো ইনজয় করতাম। আমরা গল্প শুনতে অনেক ভালবাসতাম বলে আমাদের এই কাকা আমাদেরকে সবাইকে খাটের উপর গোল করে বসিয়ে নিয়ে এই গল্পগুলো বলতেন। এরকম একটা রাতে কাকা আমাদের সবাইকে গোল করে বসিয়ে এই ঘটনাটি বলেছিলেন। তার গ্রামের পাশের একটি গ্রামের সত্য ঘটনা ছিল এটি । কোন ভৌতিক বা অন্য টাইপের ঘটনা না জাস্ট মজার ঘটনা।


ঘটনাটা এরকম ছিল কাকাদের পাশের গ্রামে প্রতিবছর গ্রামবাসীরা মিলে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করতো । গ্রামের সবাই টাকা দিয়ে বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন করে বছরে একটা দিন সবাই একসাথে এনজয় করত। সেই বছর হয়েছিল কি ওই গ্রামে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছিল। এত পরিমাণে কুমড়া হয়েছিল প্রত্যেকের ক্ষেতে যা সত্যিই অকল্পনীয় ছিল সবার জন্য। এত পরিমাণে কুমড়া হওয়ার কারণে তারা অনেক বিক্রি করেও শেষ করে পারছিল না। তাছাড়া এই কুমড়া গুলো নষ্ট হয়ে গেল তাদের অনেক ক্ষতি হয়ে যাবে সেই জন্য তারা করলো কি গ্রামের যে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে শত শত কুমড়া সবাই দিতে থাকল। তখন এত কুমড়া জমে গেল যা দিয়ে কি করবে রাধুনীরা তা বুঝতে পারছিল না। পরে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যত প্রকারই খাবারের আইটেম রান্না করা হবে সবকিছুতেই এই মিষ্টিকুমড়ার ব্যবহার করা হবে। তারা আলুর যে তরকারি রান্না করা তাতে কুমড়া ব্যবহার করল, মাছের ঝোলে কুমড়ো ব্যবহার করল, মাংসের মধ্যে কুমড়া ব্যবহার করল, সবজির নিরামিষ তরকারিতে কুমড়া ব্যবহার করল, ডালের মধ্যেও কুমড়া ব্যবহার করল, এমনকি পায়েসের মধ্যেও তারা এই কুমড়া দিয়েছিল।


এভাবে কুমড়োর ছড়াছড়ি শুরু হয়ে গেল। গ্রামের এই অনুষ্ঠানে বাইরের অনেক লোকদেরও নিমন্ত্রণ করা হতো। তারা যখন এসে এই কান্ড দেখে তারাও অবাক হয়ে যায়। সবকিছুতে কুমড়ার ব্যবহার দেখে তারা এই গ্রামেরই নাম "কুমড়া গ্রাম" বলে ঘোষণা করে দিল। কুমড়ার এত ব্যবহারের কারণে গ্রামের নামই চেঞ্জ হয়ে গেল। পরে সেই গ্রামকে সবাই কুমড়া গ্রাম নামেই চিনতো। এই ঘটনাটি খুব একটা বড় না, ছোট একটি ঘটনা। কুমড়া খাওয়ার কারণে গ্রামের নামই বদলে যায় এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। যাই হোক অনেক বছর পরে এই ঘটনাটি হঠাৎ মনে পড়ল আমাদের বাড়িতে মা চারটা কুমড়া একসাথে কিনে নিয়ে এসেছে সেটা দেখে। কেউ আবার এই গুলো দেখে আমাদের বাড়ির নাম "কুমড়া বাড়ি" না দিয়ে দেয় এই ভয় লাগছে! হিহি 😂😂



বন্ধুরা, আজকের শেয়ার করা ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

মাংসের মধ্যে কুমড়া অনেক হাসি পেল। ভালোই নাম দিয়েছেন গ্রামটি কুমড়ো গ্রাম। আমার কিন্তু এ ধরনের গল্পগুলো শুনতে বেশ ভালই লাগে। কতদিন গল্প শুনি না কোন হিসেব নেই। বেশ ভালই লিখেছেন গল্পটি। মজা ছিল গল্পটিতে। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 last year 

মাংসের মধ্যে কুমড়া অনেক হাসি পেল।

আমরাও অনেক হাসি পেয়েছিল আপু এটা শুনে কিন্তু ঘটনাটি সত্যি ছিল। কুমড়া গ্রাম এর ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66914.48
ETH 3341.32
USDT 1.00
SBD 2.72