স্বরচিত একটি কবিতা "দুই ফোঁটা বৃষ্টি "
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম "দুই ফোঁটা বৃষ্টি"। কবিতার নাম দেখেই বোঝা যাচ্ছে কি বিষয়বস্তু নিয়ে আমি এই কবিতাটি লিখেছি। বিগত কিছুদিন ধরে তীব্র গরমের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। তখন মনে হচ্ছিল একটু যদি বৃষ্টির দেখা পাওয়া যেত। বৃষ্টির অপেক্ষায় আমরা সবাই চাতক পাখি হয়ে বসে ছিলাম। আমরা চাতক পাখি হয়ে বসে থাকলে কি হবে বৃষ্টির কোন দেখা আমরা পাচ্ছিলাম না । এভাবে বেশ কিছুদিন ধরে আমাদের গরমের অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়। অবশেষে তার কিছু দিন পর আমরা একটু বৃষ্টির দেখা পাই। বলতে পারো সামান্য পাঁচ মিনিটের মত বৃষ্টি হয়েছিল। তাও এই গরমের বিষাক্ত আগুন থেকে আমাদের মুক্ত করে এই পাঁচ মিনিটের বৃষ্টি । সেই দিন এই দুই ফোঁটা বৃষ্টি হওয়ার পরে আমি এই কবিতাটি লিখেছিলাম। আশা করি আজকের শেয়ার করা কবিতাটি তোমাদের ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।
দুই ফোঁটা বৃষ্টি
দুই ফোঁটা বৃষ্টি মেঘে আসে,
পৃথিবীতে বিখ্যাত প্রেম প্রকাশে।
ঠিক দুই ফোঁটা বৃষ্টির দিনে,
আকাশের বুকে মেঘ ভাসে।
পাহাড়ের কান্না, নদীর ধারা,
সব নিয়ে আমার গান গাওয়ার বায়না।
দুই ফোঁটা বৃষ্টি সমুদ্রে মিশিয়ে
দিয়েছ তুমি এই গভীর রাতে।
দুই ফোঁটা বৃষ্টি এই নিয়ে গান,
তোমার অপেক্ষায় ছিলাম এতকাল
সবুজ ঘাসে লুকিয়ে আছে বৃষ্টির আহবান ।
দুই ফোঁটা বৃষ্টি ঝরে অঝোরে,
সকল পাখিরা করে গান ,
গভীর মেঘের আকাশ হয়ে,
স্বপ্নের জানালায় বৃষ্টি পড়ে
এটাই সৃষ্টির টান।
দুই ফোঁটা বৃষ্টি তীব্র গরমের
বিষাক্ত আগুন থেকে দেয় মুক্তি ।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার শেয়ার করা আজকের কবিতাটির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
খুব সুন্দর লিখেছেন আপনি দুই ফোঁটা বৃষ্টি নামের কবিতাটি। আসলে ঠিক বলছেন যখন বেশি গরম পড়ে তখন শুধু বৃষ্টির কথা মনে পড়ে। বৃষ্টি পড়লে পরিবেশটা একটু ঠান্ডা হয়। আমাদের এদিকেও বৃষ্টি হলো পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা বেশ ভালো অনুভব করতেছি। আপনার কবিতাটি অসাধারণ হয়েছে অনেক ধন্যবাদ।
গরম পড়লেই তো আপু বৃষ্টির কথা মনে পড়বে কারণ এই গরমের অসহ্য যন্ত্রণা থেকে দু'ফোঁটা বৃষ্টিই আমাদের রক্ষা করতে পারে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যিই বেশ কিছুদিন অসহ্য গরম পড়েছিল। গরমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিল। কখন শান্তির বৃষ্টি আসবে সেই আশায় সেই অপেক্ষায় ছিল সব মানুষ। অবশেষে বৃষ্টির দেখা মিললো। যদিও অল্প কিছুক্ষণ সময়ের জন্য হয়েছিল বৃষ্টি। এই অল্প সময়ের বৃষ্টিতে স্বস্তি হয়েছিল সব মানুষের। আপনি খুব সুন্দর করে কবিতা লিখেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসহ্য গরমের মধ্যে সামান্য দুই ফোঁটা বৃষ্টিই স্বস্তির ছোঁয়া এনে দেয় সবার মধ্যে। অনেক অনেক ধন্যবাদ ভাই কবিতাটির প্রশংসা করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া অতিরিক্ত গরমের সময়ে আমরা সবাই দুই ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো বসে ছিলাম। যখন সেই বৃষ্টি হলো তখন মনে হলো আমরা প্রাণ ফিরে পেয়েছি। আপনি সেদিন খুব সুন্দর একটি কবিতা লিখে রেখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দরভাবে মিলিয়ে লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসহ্য গরমে আমরা সত্যিই চাতক পাখির মতো বসে থাকি দুই ফোঁটা বৃষ্টির জন্য । এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার লেখা দুই ফোঁটা বৃষ্টি কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে আমার। আসলে বৃষ্টির মুহূর্তটা আমাদের সকলের কাছে বেশ ভালো লাগবে। আর বৃষ্টির মুহূর্তে যদি ভালোবাসার প্রিয় মানুষ পাশে থাকে তাহলে সেই সময়টুকু নিঃসন্দেহে অতি আনন্দের হয়। খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক কথা ভাই বৃষ্টির মুহূর্ত আমাদের সবার কাছেই অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।