নতুন জমির খোঁজে

in আমার বাংলা ব্লগlast year
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি।

কিছুদিন ধরে আমাদের বাড়িতে নতুন একটি জায়গা নেওয়ার জন্য কথাবার্তা চলছে। জায়গাটি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। মোটামুটি ৮-৯ কিলোমিটার দূরে অবস্থিত হবে। যেহেতু জমিটা বেশ কিছুদিন ধরে দেখাশোনা চলছে তাই আমি এর আগেও এই জায়গাটিতে গেছিলাম জমি দেখতে। জমিটি বেশ সুন্দর এবং আমারও বেশ পছন্দ হয়েছে তাই বাড়ির লোকজনও এই জায়গাটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে।

20230703_170649.jpg

20230703_170637.jpg

এর আগেও কয়েকবার ওই জমি দেখতে বাড়ির লোকজন নিয়ে যাওয়ার কথা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে সেই প্লানগুলো সফল হয়নি। এইখানে যাওয়াটা একটু জটিল। আমাদের বাড়ি থেকে অনেকটা ঘুরে সেখানে যেতে হয়। সরাসরি যাওয়ার জন্য কোন গাড়ি আমাদের এখান থেকে পাওয়া যায় না । যদি কোন টোটো রিজার্ভ করে নিয়ে যাওয়া যায় বেশি টাকা দিয়ে তাহলে একমাত্র সরাসরি সেখানে যাওয়া যেতে পারে। যাইহোক কয়েকদিন আগে মা এবং ঠাকুমাকে নিয়ে বেরিয়ে ছিলাম এই নতুন জায়গাটি দেখানোর জন্য। ঠাকুমার যেহেতু অনেকটা বয়স হয়েছে সেই জন্য বেশিদূর হাঁটতে পারে না সেজন্য আমাদের বাড়ির কাছ থেকে একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম সেখানে সরাসরি যাওয়ার জন্য। সেখানে ভেঙ্গে ভেঙ্গে যেতে হলে এক একজনের মোটামুটি ৩০ টাকা খরচ পড়ে কিন্তু সরাসরি টোটো রিজার্ভ করেছিলাম তাই ৩০০ টাকা নিয়েছিল আমাদের তিনজনের সেখানে যেতে।

20230703_170641.jpg

20230703_170646.jpg

দিনটি বেশ সুন্দর ছিল। দুপুরের একটু পরপরই বেরিয়েছিলাম কিন্তু রোদের তীব্রতা সেরকম ছিল না। এই সুন্দর ওয়েদারে বাড়ি থেকে বের হলে তেমন কষ্ট হয় না। যাইহোক টোটোতে উঠার পর আমাদের সেখানে পৌঁছাতে মোটামুটি ২৫ মিনিটের মত সময় লেগেছিল। আমরা ভিতরে রাস্তা হয়ে গেছিলাম সেই জন্য ঠিকঠাক সময়ে পৌঁছে গেছিলাম। মেইন রাস্তা হয়ে গেলে জ্যামের কারণে অনেকটা লেট হলেও হতে পারতো। যাইহোক জমির কাছাকাছি একটি জায়গায় আমরা টোটো থেকে নেমে পড়ি এবং একটু পথ হেঁটেই নতুন এই জমির কাছে পৌঁছে যাই। এখানে অনেকগুলো ফাঁকা জায়গা বিক্রির জন্য ছিল । তার মধ্যে কিছু কিছু জায়গায় অনেকে কিনেও নিয়েছে। আমরা যে জায়গাটি দেখেছিলাম সেখানে চার কাঠা জমি ছিল।

20230703_170659.jpg

20230703_170703.jpg

এইখানে জমি কাটা প্রতি নয় লক্ষ টাকা করে দাম ছিল। যেহেতু আমরা চার কাঠা একসাথে নিতে পারবো না তাই আমাদের প্ল্যান ছিল আমরা এখান থেকে দুই কাঠা জমি নেব এবং অন্য দুই কাঠা অন্য কারো কাছে জমির মালিক বিক্রি করবে। যাইহোক সেখানে ঠাকুমা এবং মাকে নিয়ে যাওয়ার পর তাদেরও জায়গাটা খুব পছন্দ হয় । শুধু জায়গা দেখলে তো হয় না আশেপাশের পরিবেশটাও দেখতে এইজন্য মা এবং ঠাকুমাকে নিয়ে আশেপাশের পরিবেশটাও ঘুরিয়ে দেখায়। জমির কাছ থেকে একটু বের হয়ে বড় একটি মাঠ রয়েছে পাশে। সেখানে বিকালে বেশ ভালো সময় কাটানো যেতে পারে। আশেপাশের সবকিছু দেখানোর পর বাড়ির লোকের সম্মতি হয় জায়গাটি নেওয়ার জন্য। এখন শুধু সময়ের অপেক্ষা সবকিছু ঠিকঠাক থাকলে নতুন এই জায়গাটি আমাদের নেওয়া হবে।

20230703_172207.jpg




ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: সুভাষ নগর, নীলগঞ্জ, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল



বন্ধুরা ,আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

ভালো জমি হইলে পজিশন মতো হলে দামটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক।
আমাদের দেশে ও রাস্তার পাশে পজিশন মতো জায়গা হলে অনেক দাম। যে জায়গাগুলো আগে মানুষ কিনতে চাইতেও না সে জায়গাগুলোতে বালি দিয়ে ভরাট করে এখন চড়া দামে বিক্রি হচ্ছে।
জমি দেখার সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন তবে জমির যে পরিমাণ দাম এখন কিনে রাখা ভালো।
দিন যত যাবে দামটা ততই বাড়তে থাকবে।

 last year 

ঠিক কথা বলেছেন ভাই, ভালো জমি পজিশন মত হলে দাম একটু বেশিই চায়। জমি দেখার অভিজ্ঞতা নিয়ে শেয়ার করা আমার ব্লগটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।

 last year 

আসলে ভাইয়া বর্তমানে যেহারে জিনিসের দাম আর তো জমি।পজিশন মতো জমি হলে দাম তো বেশি হবেই।যাইহোক আপনার মা ঠাকুমা সবাই পছন্দ করেছে যেনে অনেক ভালো লাগলো। আসলে সবাই পছন্দ করা জিনিস গুলো সত্যি অনেক ভালো হয়।আশাকরি শ্রীর্ঘই জমিটা আপনারা নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

জমি কেনার ক্ষেত্রে সবার পছন্দ হওয়াটা একটা জরুরী বিষয়। ঠিক কথা বলেছেন আপু সবারই যে জিনিসটা পছন্দ হয় সেটা তো অবশ্যই ভালো জিনিস হবে। হ্যাঁ আপু চেষ্টাই আছি জমিটা শীঘ্রই কেনার জন্য।

 last year 

দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। জমি বা বাড়ি কিনে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ দিনদিন টাকার মূল্য কমছে এবং জমির মূল্য বাড়ছে। আমার বাসার আশেপাশে ১কাঠা ১৫-১৮ লাখ টাকায় বিক্রি হচ্ছে। তিনমাস আগে আমি একটি বাড়ি কিনেছিলাম ৪ টি টিনশেড রুম করা ১.৭৫ কাঠার মতো ১৮ লাখ দিয়ে। সেটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তাই তুলনামূলক ভাবে দাম কিছুটা কম। যাইহোক আশা করি জমিটা আপনারা ক্রয় করবেন। কারণ জমিটা খুব সুন্দর এবং জমির দাম মোটামুটি কমই আছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনাদের বাড়ির আশেপাশে জমির দাম তো বেশ ভালোই দেখছি ভাই। আমাদের বাড়ির আশেপাশের জমির দামও এরকম। তবে আমরা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরের একটি জায়গা পছন্দ করেছি, সেইখানে দাম তুলনামূলক একটু কম রয়েছে। আমরাও আশায় রয়েছি ভাই জমিটা শীঘ্রই নেওয়ার জন্য।

 last year 

জমি নেওয়ার জন্য খোঁজ করতেছেন জেনে খুব ভালো লাগলো। আসলে সত্যি জমির পজিশন ভালো হলে দাম একটু বেশিই হয়ে থাকে। পরিবারের সবাই যেহেতু পছন্দ করেছে তাহলে আর দেরি না করে দাম বেশি হলেও ক্রয় করার চেষ্টা করুন। জমি দেখতে গিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য বেশ দারুন ভাবে উপভোগ করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

হ্যাঁ ভাই পরিবারের সবাই যেহেতু পছন্দ করেছে তাই আর বেশি দেরি করবো না জমি নেওয়ার ক্ষেত্রে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ওই জমিটি আমরা ক্রয় করব।

 last year 

জায়গাটি দেখে বেশ ভালো লেগেছে ভাইয়া খোলামেলা পরিবেশ। এমন পরিবেশে ঘর করলে ভীষণ ভালো লাগবে পাশে খোলামেলা একটি অনেক বড় মাঠ আছে। সেখানে সন্ধ্যা বেলায় সুন্দর সময় কাটানো যাবে। সবাইকে নিয়ে দেখতে গেলেন খুব সুন্দর একটি সময় অতিবাহিত করলেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু জায়গাটির আশেপাশের পরিবেশ বেশ সুন্দর। যথেষ্ট খোলামেলা রয়েছে আশেপাশে। এই জায়গাটি কিনে ঘর করলে বেশ ভালই হবে।

 last year 

নতুন জমির খোঁজ করতে গিয়ে বেশ অনেক কিছু সম্মুখীন হয়েছেন এবং তার তথ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে পজিশনে জায়গা দাম একটু বেশি। খুবই ভালো লাগলো আপনার এই তথ্য জানতে পেরে।

 last year 

হ্যাঁ ভাই ভালো পজিশনের জায়গা কিনতে গেলে একটু বেশি টাকাই চায় । যাইহোক আমার শেয়ার করা তথ্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

পাশে একটি মাঠ থাকায় জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে ভাই। আপনাদের বাড়ির সকলের যেহেতু জায়গাটি পছন্দ হয়েছে আশা করছি সব কিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন হবে ।এটা কিন্তু ঠিক কথা শুধু জায়গা দেখলেই হয় না, আশেপাশের পরিবেশটা কেউ গুরুত্বপূর্ণ হিসেবে ধরতে হয়। তবে এই ফাঁকে,টোটো কাকু কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে নিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62339.62
ETH 2444.37
USDT 1.00
SBD 2.62