ডাই || ভালোবাসা দিবস স্পেশাল "লাভ ওয়ালমেট"

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, আজ তো ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে সবার প্রতি ভালোবাসা রেখে আমি আমার আজকের ব্লগ শুরু করছি। আজকে যেহেতু ভালোবাসা দিবস তাই আজকের ব্লগে এমন কিছু থাকবে যা ভালোবাসা রিলেটেড। ভালোবাসার এই মাস শুরু হওয়ার আগে থেকেই আমি ভেবে রেখেছিলাম ১৪ ই ফেব্রুয়ারি এমন কিছু একটা শেয়ার করব যা অন্যরকম হবে এবং ভালোবাসা সম্পর্কিত হবে। তোমাদের সাথে আমি কাগজ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ফুলের ওয়ালমেট শেয়ার করেছি আগে। তবে আজকে তোমাদের সাথে একটু অন্য রকমের ওয়ালমেট শেয়ার করব। এটি হলো "লাভ ওয়ালমেট"এই ওয়ালমেট টি করতে আমার গত কালকে প্রায় সারা দিন সময় লেগে গেছে। কোন জিনিস দেখতে খুব সহজ মনে হলেও করাটা খুব কঠিন। প্রথমে যখন এই ওয়ালমেট তৈরির পরিকল্পনা নিয়েছিলাম তখন ভেবেছিলাম খুব সহজেই করতে পারব কিন্তু কালকে করতে গিয়ে দেখি সারাদিন সময় চলে গেছে। যাইহোক, এই ওয়ালমেটটি আমি কেমন ভাবে তৈরি করেছি তা নিচে তোমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করলাম। তাহলে আর কথা না বাড়িয়ে ওয়ালমেট তৈরির ধাপ গুলো নিচে দেখে নেওয়া যাক।

InShot_20240214_020915414.jpg

InShot_20240214_020950643.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●এক্রোলিক কালার
●সাদা পেপার
●তুলি
●স্কেল
●কাঁচি
●পেন্সিল
●টিস্যু
●আঠা
●পুঁতি
●কার্ডবোর্ড
●জেল পেন

20240213_172147.jpg20240214_000018.jpg


🦋 প্রথম ধাপ🦋

প্রথম ধাপে, কার্ডবোর্ডের উপর পেন্সিলের সাহায্যে লাভ(LOVE) লেখাটা অঙ্কন করে নিলাম এবং তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার কেটে নেওয়া অক্ষর গুলোতে আঠার সাহায্যে টিস্যু লাগিয়ে নিলাম এবং এক্রোলিক লাল কালার দিয়ে প্রত্যেকটি অক্ষর একে একে কালার করে নিলাম।

20240213_095108.jpg20240213_095200.jpg
20240213_120947.jpg20240213_122108.jpg
20240213_122233.jpg20240213_124627.jpg

🦋 দ্বিতীয় ধাপ 🦋

এবার একটি কার্ডবোর্ডের উপর পেন্সিলের সাহায্যে লাভ অংকন করে নিলাম এবং তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। অনুরূপভাবে আরও একটি লাভ তৈরি করে নিলাম। এবার তৈরি করা লাভের উপর স্কেল ও পেন্সিল দিয়ে দাগ টেনে কাঁচির সাহায্যে কেটে নিলাম। যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240213_095529.jpg20240213_095516.jpg
20240213_095958.jpg20240213_100257.jpg
20240213_100953.jpg20240213_100940.jpg

🦋 তৃতীয় ধাপ 🦋

তৃতীয় ধাপে, লাভের কিছু অংশ নিয়ে তাতে আঠা যোগ করে অনুরূপভাবে তৈরি করা অন্য আরেকটি লাভের একই অংশ নিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এভাবে কেটে নেওয়া লাভের প্রত্যেকটি অংশ আঠার সাহায্যে জোড়া লাগালাম।

20240213_101219.jpg20240213_102628.jpg
20240213_101125.jpg20240213_102414.jpg

🦋 চতুর্থ ধাপ 🦋

এবার চতুর্থ ধাপে, কার্ডবোর্ড গুলোর কেটে নেওয়া অংশগুলোর উপরে আঠার সাহায্যে টিস্যু পেপারগুলো একে একে লাগিয়ে নিলাম। এভাবে একে একে প্রত্যেকটি কার্ডবোর্ড এর উপরে টিস্যু পেপার লাগিয়ে নিলাম আঠার সাহায্যে। এখন কার্ডবোর্ড থেকে লম্বা করে কেটে নেওয়া অংশগুলো তৈরি করা লাভের পেছনের দিকে আঠার সাহায্য লাগিয়ে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।

20240213_102721.jpg20240213_103039.jpg20240213_120855.jpg
20240213_123240.jpg20240213_123507.jpg20240213_120957.jpg
20240213_124453.jpg20240213_124211.jpg

🦋 পঞ্চম ধাপ 🦋

এবার পঞ্চম ধাপে, লাভের উপরে লাল,সাদা,হলুদ ও সবুজ এক্রোলিক কালার দিয়ে কালার করে নিলাম।

20240213_130350.jpg20240213_130729.jpg20240213_131956.jpg
20240213_132421.jpg20240213_133304.jpg
20240213_134530.jpg20240213_135407.jpg

🦋 ষষ্ঠ ধাপ 🦋

এবার একটি সাদা পেপারে ইমোজি অংকন করে নিলাম এবং তা কাঁচি দিয়ে কেটে আঠার সাহায্যে তৈরি করা লাভের নিচে লাগিয়ে নিলাম। এবার সাদা এক্রোলিক কালার দিয়ে লাভের কিছু অংশে ছোট ছোট করে লাভ অঙ্কন করে নিলাম এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি করে রাখা লাভ এর অক্ষর গুলো আঠার সাহায্যে লাগিয়ে নিলাম। এবার আঠার সাহায্যে কিছু পুঁতিও যোগ করে দিলাম লাভের কিছু অংশে।

20240213_124845.jpg20240213_130110.jpg20240213_143901.jpg
20240213_142129.jpg20240213_143558.jpg20240213_144056.jpg
20240213_144737.jpg20240213_145427.jpg

🦋 সপ্তম ধাপ 🦋

সপ্তম ধাপে, কাগজের উপরে পেন্সিলের সাহায্যে একটি মেয়ের চিত্র অঙ্কন করে নিয়ে এ্যাক্রোলিক কালার দিয়ে তা কালার করে নিলাম এবং কাঁচির সাহায্যে কেটে তা আঠা দিয়ে তৈরি করা লাভের উপর লাগিয়ে নিলাম। সবশেষে, তৈরি করা লাভের নিচে নিজের নাম যোগ করে দিয়ে লাভ ওয়ালমেট তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240213_162141.jpg20240213_163250.jpg20240213_164140.jpg
20240213_164604.jpg20240213_165357.jpg

20240213_165954.jpg

InShot_20240214_020950643.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা " লাভ ওয়ালমেট" টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 5 months ago 

ভালোবাসা দিবস উপলক্ষে স্পেশাল একটা ওয়ালমেট তৈরি করেছেন, তাও আবার লাভ ওয়ালমেট। এটা তো অনেক সুন্দর হয়েছে। লাভ এর উপরে অনেক সুন্দর করে কালার করেছেন। যার কারণে পুরোটা অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। এরকম ওয়ালমেট গুলো তৈরি করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়। যত বেশি সময় দিয়ে এই কাজগুলো করা হয় তত বেশি সুন্দর হয়। শেষে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

 5 months ago 

হ্যাঁ ভাই, এটা আপনি ঠিক বলেছেন যে, যত বেশি সময় দিয়ে এই কাজগুলো করা হবে তত বেশি সুন্দর হবে। যাইহোক, এতো সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভালোবাসা দিবসে উপলক্ষে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ওয়ালমেটি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। এধরনের কাজ গুলো করতে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি সময় নিয়ে ওয়ালমেটির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশনেও অসাধারণ ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে ভালোবসা দিবসে এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

হ্যাঁ ভাই, অনেক সময় নিয়েই ওয়ালমেটটি তৈরি করেছি এবং এর সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে এরকম ওয়ালমেট গুলো দেখতে যতটা সহজ মনে হয়, তৈরি করাটা তার চেয়েও অনেক বেশি কঠিন। আপনি এত সুন্দর একটা লাভ ওয়ালমেট তৈরি করেছেন দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখেই বুঝতে পারতেছি, অনেক বেশি সময় লেগেছিল এই ওয়ালমেট তৈরি করতে। এই ওয়ালমেট যদি ঘরের দেয়ালে লাগিয়ে রাখা হয় তাহলে অনেক সুন্দর লাগবে। সত্যি ভাইয়া আপনার এরকম দক্ষতা মূলক সুন্দর কাজগুলো যত দেখি ততই ভালো লাগে।

 5 months ago 

আমার শেয়ার করা এই লাভ ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

দাদা প্রথমেই আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসা দিবস স্পেশাল "লাভ ওয়ালমেট" দেখতে অসাধারন লাগতেছে। সত্যি বলতে জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রশংসনীয় কাজ করেছেন। চমৎকার একটি ডাই প্রজেক্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

"লাভ ওয়ালমেট" তৈরির এই কাজটি আপনার কাছে প্রশংসনীয় কাজ মনে হয়েছে, জেনে অনেক খুশি হলাম ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হ্যাঁ প্রতিনিয়ত সুন্দর সুন্দর কিছু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন । আজকেও তার ব্যতিক্রম নয়। ভালোবাসা দিবস উপলক্ষে দারুন একটি লাভ ওয়ালেট তৈরি করেছেন। খুবই সুন্দর লাগছে দেখতে এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেটাই প্রত্যাশা করি।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অবশ্যই ভাই, চেষ্টা করে যাবো এই কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভালোবাসা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি লাভের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে ওয়ালমেট টি তৈরি করতে আপনার খুবই সময় লেগেছে। সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য জন্য ধন্যবাদ।

 5 months ago 

হ্যাঁ আপু, এই ওয়ালমেট টি তৈরি করতে আমার অনেক সময় লেগে গেছিল। যাইহোক, আপনি এটি দেখে মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক খুশি হলাম।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভালোবাসা দিবস উপলক্ষ্যে স্পেশাল ওয়ালমেট টি এককথায় চমৎকার হয়েছে ভাইয়া।অনেকটা সময় নিয়ে আপনি ডাই টি তৈরি করেছেন।আবার আমাদের মাঝে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভকামনা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেটটি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। হ্যাঁ আপু, অনেকটা সময় নিয়েই আমি এই ডাই টি তৈরি করেছিলাম।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভালোবাসা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি লাভ ওয়ালমেট তৈরি করেছেন। আমি তো দেখে নিজের চোখই সরাতে পারছিলাম না এতো সুন্দর হয়েছে।ঠিকই বলেছেন, কোন কিছু দেখে যতটা সহজ মনে হয় কিন্তু আসলে কাজটি করতে গেলে ঠিক ততটাই কঠিন লাগে। দেখেই বোঝা যাচ্ছে, আপনি বেশ সময় নিয়ে ধৈর্য সহকারে দক্ষতার সঙ্গে এই ওয়ালমেট তৈরি করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 5 months ago 

আমার শেয়ার করা এই লাভ ওয়ালমেটটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বাহ ভালোবাসা কে কেন্দ্র করে আপনি দেখছি দারুন একটি লাভের অরিগামি তৈরি করে দেখিয়েছেন। জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের সুন্দর এই ডাই পোস্ট। যেন ওয়ালমেট টা টাঙিয়ে রাখার মত। দেখতে বেশ চমৎকার হয়েছে।

 5 months ago 

আমার শেয়ার করা এই ডাই টি আপনার কাছে অসাধারণ লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64614.75
ETH 3444.80
USDT 1.00
SBD 2.55