স্বরচিত একটি কবিতা "প্রেমের গভীরে"

in আমার বাংলা ব্লগlast year
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম হলো "প্রেমের গভীরে "। আজকের এই কবিতাটি আমি কয়েকদিন আগেই লিখেছিলাম। বিকেলের সময়টাতে বসে কোন কাজ পাচ্ছিলাম না তখন প্রেমের গভীরতা নিয়ে ভাবতে ভাবতে কিছু লাইন লিখে ফেলেছিলাম। তাই নিয়েই আজকের কবিতাটি। নতুন নতুন কবিতা লিখছি তাই কবিতা লেখার ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে আশা করি সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।এখন কবিতার বিষয়বস্তু সম্পর্কে কয়েকটি কথা শেয়ার করে নিচ্ছি। গভীর প্রেমের কিছু কথা ফুটে উঠেছে আজকের এই কবিতায়। মিষ্টি কথা, মিষ্টি হাসি , দুজনের স্পর্শ সবকিছু মিলিয়ে ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায়। সেই প্রেমের গভীরতা সমুদ্রের মতো বিশাল। বিভিন্ন ধরনের আবেগ ,অনুভূতির মধ্যেও এই ভালোবাসার গভীরতা বোঝা যায়। এই প্রেমের গভীরতা আবার অবিচ্ছিন্ন। সবকিছু মিলিয়ে এই প্রেমের ছোঁয়া আমাদেরকে অসীম আনন্দ দেয়।

couple-1375125_640.jpg

ইমেজ সোর্স

প্রেমের গভীরে



মিষ্টি কথা, হাসির প্রহর,
দুজনের মধুর স্পর্শ
বৃদ্ধি করে এই প্রেম
প্রেমের গভীরতায় হারিয়ে যায় শব্দের মাধুর্য,
প্রেমের মধুর অনুভূতি স্বপ্ন সুখের মত
প্রেমের গভীরতা অজানা সময়ের সাথে,
হৃদয়ে ছুঁয়ে আনে সুখের পরশ ।
একটি হাসির ছোঁয়া
একটি কান্নার ঝলক
প্রেমের রঙিন চিত্র
আবার সৃষ্টি করে নতুন যত্ন।
প্রেমের গভীরতা, নানা ভাবনা আবেগে,
পূর্ণ সেটা জীবনের ছন্দে।
প্রেমের অভ্যাস গভীর,
হৃদয়ে যেন ভেসে যায় প্রাণের দ্বীপ।
মিলনের মধুর স্পর্শ,
প্রেমের গভীরতা অবিচ্ছিন্ন,
প্রেমের আলোর গভীর রাতে,
মন জুড়ে যায় দুটি আত্মা একত্রে।
প্রেমের মাধুর্য ছড়িয়ে দেয় মনে আনন্দ অসীম
প্রেমের ধারার মলিন মন হোক রঙিন।



বন্ধুরা, আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "প্রেমের গভীরে" তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

প্রেম ভালবাসার অনুভূতি প্রকাশের ভাষা অনেক মানুষ ভেদে একেক জনের একেক টা।আপনি বেশ দারুন একটি কবিতার মাধমে বুঝিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর করে কথাগুলো বলার জন্য।

 last year 

একটি হাসির ছোঁয়া
একটি কান্নার ঝলক

লাইন গুলো বেশ ভালো লাগলো। আসলে এই বয়সে এমন কবিতা পড়লে ভেতরের অনুভূতি গুলো আবার চাঙ্গা হয়ে ওঠে হা হা হা।

 last year 

বেশ দারুন কথা বলেছেন ভাই পড়ে বেশ ভালো লাগলো। 🤭

 last year 

যখন দুটো মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয় তখন সে সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে গড়ায়। এবং সম্পর্কের অনুভূতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি সেই সম্পর্কের গভীরতা নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন কবিতাটি খুব সুন্দর হয়েছে পড়তে। অনুভূতি দিয়ে লিখেছেন বলেই এত সুন্দর অর্থ প্রকাশ পেয়েছে। কবিতার লাইন গুলো দারুণ ছিল---

প্রেমের গভীরতা অবিচ্ছিন্ন,
প্রেমের আলোর গভীর রাতে,
মন জুড়ে যায় দুটি আত্মা একত্রে।
প্রেমের মাধুর্য ছড়িয়ে দেয় মনে আনন্দ অসীম
প্রেমের ধারার মলিন মন হোক রঙিন।

 last year 

আমার শেয়ার করা এই কবিতাটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন আমাকে মুগ্ধ করেছে। কবিতার মাঝে বেশ সুন্দরভাবে আপনি প্রেম ভালোবাসার অনুভূতি প্রকাশ পাওয়িছেন। ঠিক বলেছেন ভাই গভীর আবেগ দিয়ে সৃষ্টি হয়েছে। ঠিক বলেছেন ভাই দুজনের মধুর সম্পর্কের মাধ্যমে প্রেম বৃদ্ধি করে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আমার শেয়ার করা কবিতাটির লাইন গুলো আপনাকে মুগ্ধ করেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।

 last year 

যখন কোনো কাজ থাকেনা,তখনই আজব চিন্তা ভাবনা মাথায় আসে।তবে আপনার কিন্তু বেশ ভালো চিন্তা মাথায় এসেছিল ভাইয়া বলতেই হয়।প্রেমের গভীরতা,শব্দটার অর্থ নিয়ে আপনি কবিতা লিখেছেন।ভালো লেগেছে কবিতাটি অনেক।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার শেয়ার করা কবিতাটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44