স্বরচিত একটি কবিতা "বই"

in আমার বাংলা ব্লগlast year
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম " বই "।

জ্ঞান আহরণের সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে বই। বই পড়ার মাধ্যমে আমরা সব ধরনের জ্ঞান আহরণ করতে পারি। এই বই পড়ার গুরুত্ব অপরিসীম। কোন জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার কাজটি করে থাকে এই বই। আমাদের সবারই নিয়মিত বই পড়া প্রয়োজন। যত বেশি জ্ঞান অর্জন করা যাবে ততই বেশি সমাজের মঙ্গল হবে। সুসংস্কৃতি, মানসিক বিকাশ এবং সমাজের উন্নতির জন্য বই একটি প্রামাণিক উপায়। বই মানুষকে নতুন জ্ঞান এবং ধারণার উদ্ভাবন করতে সাহায্য করে। বই পড়া আনন্দেরও একটি মাধ্যম যা আমাদেরকে আরও বিস্তৃত করে দেয় এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। বই পড়া আমাদেরকে নতুন জগতে প্রবেশ করায় এবং আমাদের ভাবনার প্রতিফলন ঘটায়। বই আমাদেরকে একটি মাধ্যম দেয় যার মাধ্যমে আমরা পুরোনো এবং নতুন ধারণাগুলি সম্পর্কে চিন্তা করতে পারি, আমাদের বিচার ক্ষমতা উন্নত করতে পারি এবং সৃজনশীল পরিকল্পনা করতে পারি।

বই আমাদেরকে পৃথিবীর ভিন্ন ভিন্ন সমাজ এবং ব্যক্তিত্বের সাথে সম্পর্ক স্থাপন করে এবং আমাদেরকে নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা করতে সাহায্য করে। বই একটি গুরুত্বপূর্ণ উপকরণ যা আমাদেরকে নতুন পর্যায়ে সৃষ্টি করে এবং আমাদের মস্তিষ্ক ও আচরণের উন্নতি ঘটায় । অতএব, আমরা সম্পূর্ণ ভাবে বই পড়াকে সমর্থন করতে পারি । বই পড়ার মাধ্যমে সবাই শিক্ষা অর্জন করুক। শিক্ষার আলোয় আলোকিত হোক পরবর্তী জেনারেশন সেই আশাই ব্যক্ত করি।

books-g3303f9ae7_640.jpg

ইমেজ সোর্স

বই



জ্ঞানের সম্পূরক বিদ্যা সবচেয়ে প্রয়োজন,
সময় নষ্ট না করে উন্নত হোক জ্ঞানের সম্ভার
বিদ্যার আলোয় জ্ঞান
প্রবাহিত হবে সমগ্র মানবত্বে।
শিক্ষায় আলোকিত করতে শত ভাগ
জ্ঞানের সম্পূরক বইয়ের প্রয়োজন বিরাট।
প্রত্যক্ষ জ্ঞানের স্রোতে
চলো পড়ে যাই আমরা,
অভিজ্ঞ বহুবিধ জ্ঞানের পথে,
পড় বই, বিদ্যা প্রাপ্তির স্বার্থে,
বইয়ের আদলে জ্ঞানের শিক্ষা
দূর করিবে মূর্খতা।
জাতি উন্নত করিতে বই শ্রেষ্ঠ
পড় বই সুস্থ কর মস্তিষ্ক।
শিক্ষা অপূর্ন বই ছাড়া
বই পড় অর্জন করো শিক্ষা
উন্নত কর জাতির বেড়া।
যতখানি পড়িবে ততখানি পাইবে জ্ঞান,
শিক্ষার আলোয় আলোকিত হবে
পরবর্তী জেনারেশন।



বন্ধুরা আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "বই" তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

কথায় আছে বই আমাদের প্রকৃত বন্ধু। বইয়ের গুরুত্ব সত্যি অনেক বেশি। আমরা যদি নিয়মিত বই পড়ি তাহলে একদিকে যেমন জ্ঞান অর্জন করতে পারবো তেমনি জীবনের চিন্তাধারা গুলো বদলে যাবে। ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার ছিল। আমার ভীষণ ভালো লেগেছে।

 last year 

হ্যাঁ আপু বই পড়লে আমরা যেমন অনেক জ্ঞান অর্জন করতে পারি সেই সাথে চিন্তা ধারারও অনেক পরিবর্তন ঘটাতে পারি। আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

বই আলোর পথ দেখায়।তাই বই আমাদের পরম বন্ধু।এই বইকে নিয়ে দারুন একটা কবিতা শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে।আপনাকে অভিনন্দন জানাই সুন্দর এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা কবিতাটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার আজকের এই কবিতাটি পড়ে যেন বুঝতে পারলাম সত্যি আপনি বইপ্রেমিক একজন মানুষ, তাই তো বইকে ভালোবেসে খুব সুন্দর করে আজকের কবিতাটি লিখে আমাদের মাঝে প্রকাশ করেছেন। আপনার কবিতা আবৃত্তি করতে আমার বেশ ভালো লাগলো।

 last year 

আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

আপনি বই নিয়ে খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বই যতই বেশি পড়া সম্ভব হবে ততই বেশি জ্ঞান অর্জন করা আমাদের দ্বারা সম্ভব হবে। তাই আমাদের সকলের উচিত জ্ঞানমূলক বইগুলো বেশি বেশি করে পড়ে আমাদের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করা। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। বই এর বিকল্প আসলেই কিছু নেই। জ্ঞান এর বিকাশ ঘটাতে চাইলে প্রতিনিয়তই আমাদের বই পড়া উচিত। যত বেশি জ্ঞানের বিকাশ ঘটাতে পারবো আমরা ততোই সবকিছু উন্নত হবে।

 last year 

ধন্যবাদ দিদি আমার শেয়ার করা কবিতাটির প্রশংসা করার জন্য এবং বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62427.05
ETH 2464.11
USDT 1.00
SBD 2.65