(এসো নিজে করি) ডাই || সুন্দর একটি ওয়ালমেট তৈরি [৫ জুন ২০২৪]

in আমার বাংলা ব্লগ25 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ওয়ালমেট তৈরির পদ্ধতি শেয়ার করবো। আমাদের এই কমিউনিটিতে কাজ করার পর থেকে আজ পর্যন্ত আমি অনেক ওয়ালমেট তোমাদের সাথে শেয়ার করেছি। সত্যি কথা বলতে, এই ওয়ালমেট গুলো তৈরি করার পর দেওয়ালে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। এই ওয়ালমেট তৈরির কাজটা অনেক আগে হয়তো করা হতো না, তবে এখন প্রত্যেক সপ্তাহেই করা হয়। এই কাজগুলো করতে একটু ধৈর্যের দরকার হয়। লাস্ট কয়েকদিন ধরে পুনরায় গরম পড়ছে, এই গরমের মধ্যে যদিও এই কাজগুলো করতে একটু কষ্ট হয়। তবে কাজগুলো যেহেতু আমার শখের কাজ তাই আনন্দ নিয়েই করে থাকি। বিভিন্ন ধরনের রঙিন কাগজ, টিস্যু পেপার,পুঁতি, কার্ডবোর্ড, এক্রোলিক কালার ইত্যাদি সব কিছু দিয়ে একটি ওয়ালমেটকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। আমি যেসব ওয়ালমেট গুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই ওয়ালমেট গুলো সম্পর্কে তোমাদের সুন্দর মন্তব্য গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। তোমাদের মন্তব্য গুলো পড়েই আমার কাজ করার উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়। যাইহোক,আজকের ওয়ালমেটটি আমি কিভাবে তৈরি করেছি, তার প্রত্যেকটি ধাপ আমি নিচে শেয়ার করলাম । আশা করি, এটি তোমাদের ভাল লাগবে।

20240604_154201.jpg

20240604_154619.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●বিভিন্ন কালারের পেপার
●এক্রোলিক কালার
●টিস্যু
●আঠা
●কাঁচি
●স্কেল
●পেন্সিল
●কম্পাস
●তুলি
●পুঁতি

InShot_20240605_112107027.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, কার্ডবোর্ডের উপরে পেন্সিল ও কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240604_123444.jpg20240604_123700.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে, কার্ডবোর্ডের উপরে স্কেল ও পেন্সিলের সাহায্যে কিছু সমান্তরাল দাগ টেনে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240604_123830.jpg20240604_124329.jpg20240604_131301.jpg

তৃতীয় ধাপ

এবার গোল করে কেটে নেওয়া কার্ডবোর্ডের উপরে আঠা লাগিয়ে, দ্বিতীয় ধাপে কেটে নেওয়া কার্ডবোর্ড গুলো পরপর লাগিয়ে নিলাম।

20240604_131445.jpg20240604_131707.jpg

চতুর্থ ধাপ

এরপরে অতিরিক্ত কার্ডবোর্ডগুলো কাঁচির সাহায্যে কেটে নিয়ে তার উপরে আঠা লাগিয়ে টিস্যু পেপার লাগিয়ে নিলাম।

20240604_131938.jpg20240604_131938.jpg20240604_132210.jpg
20240604_132409.jpg20240604_132458.jpg20240604_132530.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে অতিরিক্ত টিস্যু পেপার কাঁচির সাহায্যে কেটে নিয়ে তার উপরে তুলির সাহায্যে এক্রোলিক কালার দিয়ে কালার করে নিলাম।

20240604_132543.jpg20240604_132813.jpg20240604_132915.jpg
20240604_133345.jpg20240604_133919.jpg

ষষ্ঠ ধাপ

এবার আরেকটি কার্ডবোর্ডের উপরে পেন্সিলের সাহায্যে ইংরেজিতে ওয়েলকাম (W E L C O M E) লিখে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এখন তার উপরে তুলির সাহায্যে আক্রোলিক কালার দিয়ে কালার করে নিলাম এবং কার্ডবোর্ডের উপরে আঠার সাহায্যে লেটার গুলো লাগিয়ে নিলাম।

20240604_134432.jpg20240604_135517.jpg20240604_140326.jpg
20240604_145912.jpg20240604_145957.jpg

সপ্তম ধাপ

এখন একটি কালার পেপারের উপর পেন্সিল ও কম্পাসের সাহায্যে কিছু বৃত্ত অংকন করে তা কাঁচির সাহায্যে কেটে নিয়ে ফুল তৈরি করে আঠার সাহায্যে ফুলগুলো জোড়া লাগিয়ে নিলাম চিত্রের মতন করে।

20240604_140649.jpg20240604_140843.jpg20240604_141830.jpg
20240604_143900.jpg20240604_144109.jpg
20240604_144126.jpg20240604_145025.jpg

অষ্টম ধাপ

এই ধাপে, আরেকটি কালার পেপারে পেন্সিলের সাহায্যে পাতার মত অংকন করে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। অনুরূপভাবে আরও কয়েকটি পাতা এভাবে তৈরি করে নিলাম।

20240604_145131.jpg20240604_145240.jpg20240604_145312.jpg20240604_145323.jpg
20240604_145434.jpg20240604_145442.jpg20240604_145633.jpg

নবম ধাপ

এবার আঠার সাহায্যে একে একে ফুল ও পাতা কার্ডবোর্ড এর উপরে লাগিয়ে নিলাম। এরপরে কিছু পুঁতি আঠার সাহায্যে ওয়ালমেটির উপরে লাগিয়ে নিলাম। এভাবে আমার ওয়ালমেট তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240604_150439.jpg20240604_150738.jpg

20240604_154227.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ওয়ালমেটটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 25 days ago 

আজ আপনি খুব সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি আমার কাছে খুব ভালো লেগেছে। ওয়ালমেট তৈরি করার প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়ালমেট তৈরি করে দেয়ালে লাগাতে আমার খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 25 days ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 25 days ago 

বেশ অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন। আপনার এই ওয়ালমেট তৈরি করা টা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। বেশ একটি কিছু দেখার সুযোগ পেলাম আমি। দারুন হয়েছে ভাই আপনার এই ওয়ালমেট তৈরি করা।

 25 days ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেটটা যে আপনার কাছে দারুন লেগেছে, এটা জেনে খুবই খুশি হলাম ভাই। প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

ভাই আপনি ঠিকই বলেছেন, এমন সুন্দর ওয়ালমেট ঘরে টাঙ্গিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই নিঃসন্দেহে আপনার এই সুন্দর ওয়ালমেট আপনার ঘরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে তা বলার অপেক্ষায় রাখে না। আপনার দক্ষতা ও সুন্দর ওয়ালমেট দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি ভাই। অসাধারণ হয়েছে ওয়ালমেটটি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই, ওয়ালমেট তৈরীর প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 25 days ago 

এত সুন্দর ভাবে আমার এই কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমার এই ওয়ালমেটটা যে আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো ভাই।

 25 days ago 

আপনার পোস্ট গুলো দেখে বোঝা যায় আপনার অনেক ধৈর্য ভাইয়া। কিছুক্ষণ আগে দেখলাম রঙিন কাগজ দিয়ে তিনটি ড্রেস তৈরি। এখন আবার অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন দেখছি। ওয়ালমেট টি সত্যি অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

 25 days ago 

চেষ্টা করেছি আপু, ওয়ালমেট তৈরির প্রতিটা ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য। এটি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি।

 25 days ago 

বাহ অনেকগুলো উপকরণ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে নিলেন। সত্যি বলতে এই ধরনের তৈরি করা জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে। তেমনি যদি নিজের হাতে তৈরি করা যায় আরো অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিলেন আমার দেখতে খুব ভালো লেগেছে।

 25 days ago 

আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 25 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন দাদা এই সময় গরম অনেক বেশি পড়েছে। আর গরমের সময় এই কাজগুলো করা অনেক বেশি কষ্টের। আপনার তৈরি করা ডাই প্রজেক্ট দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ হয়েছে দেখতে। দারুন একটি পোস্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 25 days ago 

আমার এই ডাই প্রজেক্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 25 days ago 

বাহ্ দারুন একটি ওয়াল মেট তৈরি করেছেন ভাইয়া।কার্ডবোর্ড দিয়ে তৈরি ওয়াল মেট গুলো দারুন লাগে আমার।আপনার এসকল ডাই গুলো খুব সুন্দর হয়।আপনার হাতের কাজ আসলেই প্রশংসনীয়।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 25 days ago 

আমার হাতের কাজের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমার শেয়ার করা সব ডাই গুলো যে আপনার কাছে সুন্দর লাগে, এটা জেনে খুব খুশি হলাম আমি।

 25 days ago 

গরমের সময় যে কোন কাজ করতে গেলেই সমস্যা হয় ভাইয়া। আর এই ধরনের কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয়। আর দক্ষতার সাথে করতে হয়। আপনার তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আপনার দক্ষতা প্রশংসনীয়।

 25 days ago 

হ্যাঁ ভাই, এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে অনেক ভালো লাগে দেখতে। যাইহোক, এই কাজ করার ক্ষেত্রে, আমার দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 25 days ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেন। আপনার প্রত্যেকটা ওয়ালমেট দেখতে পেয়ে অনেক ভালো লাগে। আজকের ওয়ালমেটটি অসাধারণ ছিলো। সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 25 days ago 

আমার শেয়ার করা আজকের এই ওয়ালমেটটা যে আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা আমার জন্য খুশির বিষয় ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখতে খুব সুন্দর লাগছে। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। দেখে বোঝা যাচ্ছে ওয়ালমেট তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়েছে। আপনার তৈরি করা ওয়ালমেটটি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

হ্যাঁ আপু এটা আপনি ঠিক কথা বলেছেন, এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। যাইহোক, আমার এই ওয়ালমেটটা যে আপনার কাছে খুব ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 61599.36
ETH 3407.97
USDT 1.00
SBD 2.47